ফটোগ্রাফি পোস্টঃ বিভিন্ন ধরনের ফুল।

in hive-129948 •  yesterday 

শুভেচ্ছা সবাইকে

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সব সময় যেনো ভালো থাকেন। আজ ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল। ২২শে নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ । আজ একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে, পোস্টের ভিন্নতা আনার জন্য। আজ কয়েকটি ফুলের ফটোগ্রাফি দিয়ে সাজিয়েছি পোস্টটি। এই ফুলের ফটোগ্রাফিগুলো করেছিলাম আগারগাও এর বিভিন্ন নার্সারি থেকে। বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম। যার কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজ আরও কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো।আশাকরি আপনাদের ভালো লাগবে।

প্রথম ফটোগ্রাফি

f9.jfif

এই ফুলটিও সবার চেনা ।হ্যা এটি গাঁদা ফুল। শীতকাল বিভিন্ন ধরনের ও বিভিন্ন রং এর আর গাদা ফুল দেখা যায়। এই গাঁদা ফুলটি ছোট জাতের কিন্তু রংটা বেশ সুন্দর। হলুদ আর ডিপ লাল। এই ফুল শীতকালে ফোটে। শীত আসার আগেই এই গাঁদা ফুলের চারা তৈরি করছে নার্সারী মালিকরা।শীতকালে অফিস,বাড়ির আঙ্গিনা ও বিভিন্ন স্থাপনার সামনে এই গাঁদা ফুল লাগানো হয় সৌন্দর্য বর্ধনের জন্য। বিচ থেকে এই ফুলের চারা তৈরি করা হয়। গাঁদা ফুলের পাতা ঔষুধি গুণ সম্পন্ন। যে কোন কাটা জায়গায় এই ফুলের পাতা থেতো করে লাগালে উপকার পাওয়া যায়।

দ্বিতীয় ফটোগ্রাফি

f11.jfif

সারা বছরেই দেখতে পাওয়া যায় ফুলটি।ফুলটি গন্ধ বিহীন হলেও দেখতে কিন্তু অনেক সুন্দর। ফুলটি বিভিন্ন রঙের হয়ে থাকে। ফুলটি এক রঙা হলেও , মধ্য বিন্দুটি অন্য রঙের হয়। তাই দেখতে সুন্দর লাগে। চোখ জুড়িয়ে যায়।মুলত শীতকালে ফুলটির বংশবৃদ্ধি কমে যায়। দেশের সবর্ত্রই পাওয়া যায় ফুলটি। এই ফুলটি হচ্ছে নয়ন তারা। দু"রঙের নয়নতারা আশাকরি ভালো লেগেছে সবার।

তৃতীয় ফটোগ্রাফি

f18.jfif

এই ফুলটির নাম হলো জিনিয়া। কয়েক স্তরের পাপড়ি সমন্বয়ে দেখতে বেশ সুন্দর এই ফুল বিভিন্ন রং এর দেখতে পাওয়া যায়। অন্তত ২০ প্রজাতির জিনিয়া দেখা যায়।মৌসুমি ফুলের মধ্যে এটি বেশ সুন্দর ও আকর্ষণীয় একটি ফুল। জিনিয়া শীতকালীন ফুল হলেও সারা বছরই এর চাষ করা যায়। ফুলের রং লাল, গোলাপি, বেগুনি ও হলুদ প্রভৃতি হয়ে থাকে। আকার ও রঙের বৈচিত্রে ডালিয়া ও চন্দ্র মল্লিকার সাথে তুলনা করা যেতে পারে।

চতুর্থ ফটোগ্রাফি

f7.jfif

পিটুনিয়া ফুল মূলত গ্রীষ্ম ও বর্ষাকালের ফুল। তবে, অনেক অঞ্চলে এই ফুল শীতকালেও ফোটে। এই ফুলের আদি নিবাস দক্ষিণ আমেরিকা। বীজ লাগালে কিছু দিন পর চারা বের হয়। আজকাল এই ফুলের চাষ বেশ বেড়েছে। ঘর সাজাতে ও অফিসের সৌন্দর্য বর্ধনে এই ফুলের ব্যবহার দেখা যায়। এই ফুল বিভিন্ন রং এর দেখা যায়। তবে সাদা রং ফুলটি আমার বেশ পছন্দ।

পঞ্চম ফটোগ্রাফি

f2.jfif

এই সাদা রং এর ফুলটির মানটি ঠিক মনে করতে পারছি না। নার্সারীর মালিক বলেছে। কেউ জানলে জানালে খুশি হবো। দেখতে বেশ সুন্দর সাদা রং এর মাঝে হালকা এ্যাশ রং এর রেখে দেখা যায়। তাই ফুলটিকে দেখতে বেশ সুন্দর লাগে। একসাথে অনেক ফুল ফুটে থাকলে দেখতে বেশ সুন্দর লাগে। আজাকাল নতুন নতুন অনেক ফুলই দেখা যায় যা। ফুলের প্রতি মানুষের আগ্রহই বিভিন্ন ধরনের ফুলের চাষের আগ্রহ বৃদ্ধির কারন।
আশাকরি আজকের বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভাল থাকুন। এই শীতে পরিবারের শিশু ও বৃদ্ধদের পরি বিশেষ যত্নশীল হোন।

পোস্ট বিবরণ

শ্রেনীফটোগ্রাফি
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ২২শে নভেম্বর, ২০২৪ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আজকের সব কটা ছবিই ভালো হয়েছে। ফোকাসের কোন সমস্যা নেই। ভালো লাগছে দেখতে৷ আশাকরি আরও ভাল ভাল ছবি দেখতে পাব।

Daily Task

d1.png

d2.png

d3.png

image.png

বিভিন্ন ধরনের ফুল দিয়ে খুব সুন্দরভাবে ব্লগটি সাজিয়েছেন। জিনিয়া ও পিটুনিয়া এ দুইটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি ক্লিয়ার এবং চমৎকার ছিল। ধন্যবাদ।

আমার চেস্টা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

ফুলের ফটোগ্রাফি দেখতে আমরা সবাই পছন্দ করি। ফুল যেমন ভালোবাসি ফুলের ফটোগ্রাফি গুলো তেমন ভালোবাসি। আজ আপনি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি দিয়ে আজকের অ্যালবামটি সাজিয়েছেন। জিনিয়া ফুলের ফটোগ্রাফি টি আমার কাছে বেশি ভালো লেগেছে।বিস্তারিত সহকারে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

আমারও বেশ ভালো লাগে ফটোগ্রাফি পোস্টগুলো দেখতে। আর ফটোগ্রাফি করতে। ধন্যবাদ আপু।

বেশ সুন্দর এবং আকর্ষনীয় কালারের কিছু ছবি শেয়ার করেছে। বেশ দৃষ্টিনন্দন, কোন সন্দেহ না।

ভাল থাকুন।

আল্প কথায় সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

ফুল আমরা প্রায় সকলেই ভালোবাসি। আপনার পোষ্টের মাধ্যমে নতুন ধরনের কিছু ফুলের সাথে পরিচিত হলাম। শুধু প্রথম ফুলটা আমার চেনা। এরকম রংবেরঙের ফুল দেখতে সত্যিই ভালো লাগে। নতুন এবং সুন্দর কিছু ফুল আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বেশ মনোমুগ্ধকর ভাবে আপনি এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি ধারণ করে আমাদের দেখিয়ে। অসাধারণ হয়েছে আপনার এই ফুলের ফটোগ্রাফি করা।

ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। ফুলের সৌন্দর্য সবসময় আমাদের কে মুগ্ধ করে। আপনার তোলা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে কালি গেঁদা ফুলের ফটোগ্রাফি। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

আপনার ছবিগুলো মুগ্ধ চোখে দেখলাম।
আসলে ফুল আমি ভীষণ ভালোবাসি এবং নিজেও চেষ্টা করি ফুলের ছবি তোলার। প্রতিটি ছবির সাথে চমৎকার বর্ণনা দিয়েছেন।
অনেক ধন্যবাদ আপু চমৎকার পোস্ট শেয়ার করার জন্য।

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা জিনিয়া ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।

খুব সুন্দর সুন্দর কিছু ফুলে ফটোগ্রাফি করেছেন। শীতকাল আসলেই এরকম গাঁদা ফুল দেখা যায়। খুব ভালো লাগে তখন। গাঁদা ফুলের কালারটিও বেশ চমৎকার। তাছাড়া সাদা পিটুনিয়া ফুলটিও দেখতে খুব সুন্দর লাগছে। ছোট সাদা ফুলগুলো প্রথম দেখলাম। নাম আমারও জানা নেই। যাইহোক ফুলগুলো বেশ সুন্দর ছিল।

আপু আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সত্যি বলতে আপনি অসাধারণ ফুলের ফটোগ্রাফি করেছেন। এ ধরনের ফুলের ফটোগ্রাফি একসাথে দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। তবে আপনি ফুলের চমৎকার ফটোগ্রাফি করেছেন। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

গাঁদা ফুল এবার এখনো দেখা হয়নি। শীতকালে এই ফুল অনেক দেখা যায়। বিভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি গুলো দারুন ভাবে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে।