আলপনাঃ বৃত্তের মধ্যে রঙ্গিন আলপনা অংকন।

in hive-129948 •  2 years ago 

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন । আমিও বেশ ভালো আছি। বন্ধুরা, আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ স্বাধিনতার মাস মার্চ মাসের আজ প্রথম দিন ।স্বাধীনতা আন্দোলনে সকল শহীদদের স্মৃতির প্রতি জানাই আমার বিন্ম্র শ্রদ্ধা। আমাদের দেশে জাতীয় দিবস গুলোতে আলপনা আকা হয় ঢাকার রাজপথে । আমার আজকের ব্লগও একটি আলপনা চিত্র অংকন। আর আজকের আলপনা হচ্ছে,একটি রঙ্গিন আলপনা। বন্ধুরা,আমি আজকের আলপনাটি বিভিন্ন রং এর সাইন ব্যবহার করে ফুটিয়ে তোলার চেস্টা করেছি। প্রিয় বন্ধুরা, চলুন দেখে নেয়া যাক আমার আকা আলপনার বিভিন্ন ধাপ সমুহ।

1.jpg

উপকরণ

21.jpg

2.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩।রাবার
৪।বিভিন্ন রঙের সাইন পেন
৫। পেন্সিল কম্পাস

আলপনা আকার ধাপ সমুহ

ধাপ-১

3.jpg

প্রথম ধাপে একটি সাদা কাগজের চারপাশে দাগ একে নিতে হবে। ছবিতে যেভাবে আকা হয়েছে।

ধাপ-২

4.jpg

সাদা কাগজের মাঝ বরাবর একটি বৃত্ত একে নিতে হবে। এই বৃত্তের মধ্যেই আলপনা আকা হবে।যেন আলপনার ডিজাইনটি বৃত্তের বাইরে না যায়।

ধাপ-৩

5.jpg

সাদা কাগজের মাঝ বরাবর তিনটি বৃত্ত একে নিতে হবে। আলপনা আকার জন্য।

ধাপ-৪

6.jpg

7.jpg

8.jpg

9.jpg

10.jpg

এই ধাপে এসে বৃত্তের মধ্যে ধাপে ধাপে কিছু ডিজাইন একে আলপনার ডিজাইনটি শেষ করতে হবে।

ধাপ-৫

11.jpg

12.jpg

14.jpg

15.jpg

16.jpg

19.jpg

বৃত্তের মধ্যে ডিজাইন আকা শেষ হলে বিভিন্ন রং এর সাইন পেন দিয়ে পছন্দ অনুযায়ী রং করে নিতে হবে। এভাবে সম্পুর্ণ ডিজাইনটি রং করে নিতে হবে। রং করা শেষ হলে রাবার দিয়ে পেন্সিলের দাগগুলো মুছে নিলেই আলপনা আকা শেষ হয়ে যাবে।

শেষ ধাপ

18.jpg

এরপর নিজের স্টিমিট আইডি সাইন করে দিলেই সম্পূর্ণ হয়ে যাবে আলপনা আকা।

উপস্থাপনা

17.jpg

আশাকরি আমার আকা আজকের বৃত্তের মধ্যে রঙ্গিন আলপনাটি আপনাদের ভাল লেগেছে। আপনাদের ভাল লাগলেই আমার আকা সার্থক হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ আমার আলপনা অংকন ব্লগ এখানেই শেষ করছি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

মোবাইল ফটোগ্রাফিঃ স্যামসাং এ১০
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনি খুব সুন্দর একটি আলপনা এঁকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এ ধরনের আলপনা বিভিন্ন অনুষ্ঠানে করলে বেশ ভাল লাগে।আপনি বিভিন্ন কালার করাতে আরো বেশি ফুটে উঠেছে। ধাপগুলি আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, এজন্য অনেক ধন্যবাদ আপু। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

প্রথমে স্বাধীনতা আন্দোলনের সকল শহীদদের স্মৃতির প্রতি জানাই শ্রদ্ধা। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের দেশের জাতীয় দিবস গুলোতে আলপনা আঁকা হয়। ঠিক তেমনি রঙিন আলপনা আপনি এঁকেছেন। আপনি বিভিন্ন কালারের সমন্বয়ে বেশি সুন্দর করে আলপনাটি ফুটিয়ে তুলেছেন। এবং খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া।

ওয়াও অসাধারণ আপনি অনেক সুন্দর করে বৃত্তের মধ্যে রঙ্গিন আলপনা চিত্র অংকন করেছেন। এ ধরনের চিত্র অংকন গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে রং ব্যবহার কারণে দেখতে অনেক সুন্দর লাগতেছে। অনেক সুন্দর করে তাকে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

বৃত্তের মধ্যে দারুন একটা তারা তৈরি করে আলপনা সৃষ্টি করেছেন দেখে আমার ভালো লেগেছে। আপনি আলপনা তৈরিতে অনেক রং ব্যবহার করেছেন। সত্যি এ জাতীয় জিনিসগুলো তৈরি করতে হলে অনেক দক্ষতা এবং ধৈর্যশক্তির প্রয়োজন পাশাপাশি রং ব্যবহারের নিয়ম জানার প্রয়োজন। অনেক সুন্দর হয়েছে আপনার আলপনাটি।

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

একসময় রাস্তাঘাটে এই আলপনা আঁকার বেশ প্রচলন ছিল। তবে এখন আর খুব একটা দেখা যায় না। তাছাড়া একসময় আমাদের দেশের বিয়ে বাড়িতেও এই ধরনের আলপনা আঁকা হতো। আপনার আলপনাটা দেখতে বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

এখন আবার ফিরে এসেছে এই আলপনা আকা । এখন আবার বিভিন্ন অনুষ্ঠানে আলপনা আকা হচ্ছে। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।