শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল ।১৬ই নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ একটি বুক মার্ক এর অরিগ্যামি বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করব।বই পড়ুয়াদের জন্য প্রয়োজনীয় একটি জিনিস হলো বুক মার্ক। বুক মার্ক ব্যবহার করলে পৃষ্ঠা ভুল হওয়ার সম্ভাবনা থাকে না।আর খুব সহজেই নির্দিস্ট পৃষ্ঠা খুঁজে পেতেও সহজ হয়।বুক মার্ক ব্যবহার করলে একই পৃষ্ঠা ভুল করে বারবার পড়তেও হয় না। তাই বই পড়ুয়াদের জন্য বুক মার্ক খুবই প্রয়োজনীয় একটি জিনিস। এই বুক মার্কটি আমি কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে তৈরি করেছি।কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে কোন কিছুই তৈরি করাই হলো অরিগ্যামি।আর তাইতো অরিগ্যামিকে বলা হয় কাগজে ভাঁজের খেলা। অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ । একটি ভাঁজ ভুল হলেই সম্পূর্ণ কাজটি নস্ট হওয়ার সম্ভাবনা থাকে ।তাই কাগজের ভাঁজ খুব সাবধানে দিতে হয়। লাজুক খ্যাঁকের ডিজাইন এর বুক মার্ক এর অরিগ্যামিটি বানাতে আমি রঙ্গিন ও সাদা কাগজ এবং কালো রং এর জেল সহ আরও কিছু উপকরণ ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক , লাজুক খ্যাঁকের ডিজাইন এর বুক মার্ক এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।
উপকরণ
১।রঙ্গিন ও সাদা কাগজ।
২।সাদা রং এর জেল পেন
৩।কাঁচি
৪।গাম
লাজুক খ্যাঁকের ডিজাইন এর বুক মার্কার এর অরিগ্যামির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১৫ সেঃমিঃX১৫সেঃমিঃ সাইজের এক টুকরো রঙ্গিন কাগজ নিয়েছি বুক মার্ক এর অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
এবার কাগজটিকে কোনা করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৩
এবার ভাজ করা কাগজের একপাশের কোনা মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।একইভাবে অ্ন্য কোনাও ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৪
এবার ভাঁজগুলো খুলে নিয়েছি। খুলে নেয়ার পর মাঝখানে যে চতুরভুজ তৈরি হয়েছে তার খোলা অংশ টি অর্ধেক পরিমাণ ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৫
এবার কাগজের কোনা গুলো অর্ধেক পরিমাণ অংশ ভাঁজ করে নিয়েছি লাজুক খ্যাঁকের কান বানানোর জন্য ।
ধাপ-৬
কাগজের কোনা অংশ টুকু ভাঁজের ফাঁকে ঢুকিয়ে দিয়ে লাজুক খ্যাঁকের কান বানিয়ে নিয়েছি।
ধাপ-৭
এবার সাদা কাগজ কিছুটা গোল করে কেটে নিয়েছি। এবং কেটে নেয়া কাগজের টুকরো দু'টি গাম দিয়ে বানানো বুক মার্ক এ লাগিয়ে দিয়েছি।
ধাপ-৮
এবার কানটিকে সুন্দর করার জন্য সাদা কাগজ তিনকোনা করে কেটে নিয়েছি। এবং তা গাম দিয়ে কানের উপর লাগিয়ে নিয়েছি। এবং কালো রং এর কলম দিয়ে লাজুক খ্যাঁকের চোখ ও মুখ এঁকে নিয়েছি। ব্যাস তৈরি আমার লাজুক খ্যাঁকের ডিজাইন এর বুক মার্ক অরিগ্যামি।
উপস্থাপনা
আশাকরি আমার আজকের বানানো লাজুক খ্যাঁকের ডিজাইন এর বুক মার্ক এর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Redmi Note A-5 |
তারিখ | ১৬ই নভেম্বর ২০২৪ইং |
লোকেশন | ঢাকা |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
আপনার পোস্টে বুকমার্কের সুবিধা সম্পর্কে জানতে পেলাম।আপনি চমৎকার সুন্দর করে লাজুক খ্যাকের মুখের অরিগ্যামি বানিয়েছেন। চমৎকার সুন্দর হয়েছে আপনার বানানো লাজুক খ্যাঁকের ডিজাইন এর বুক মার্ক এর অরিগ্যামি।ধাপে ধাপে অরিগ্যামি বানানো পদ্ধতি সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর অরিগ্যামিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বই পড়ুয়াদের জন্য বুক মার্ক বেশ গুরুত্বপূর্ণ। যাইহোক আমার বানানো বুক মার্ক যে আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/selina_akh/status/1857827886243393884
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে ওয়াহ! দারুণ তো! কাল মেয়েকে বানিয়ে সারপ্রাইজ দেব। ওর তো।খুব বই পড়ার শখ। নিজে নিজে নানান বুকমার্ক বানায়। তবে এটা নেই মনে হয়। খুব সুন্দর স্টেপ গুলো দেখিয়েছেন। সহজেই করে নেওয়া যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বানিয়ে দেন মেয়েকে। পছন্দ হবে আশাকরি। যেহেতু আপনার মেয়ে পড়ুয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর অরিগামি তৈরি করেছেন আপনি। আপনার চমৎকার এই অরিগামী তৈরি করতে দেখে ভালো লাগলো। বেশ দারুন ভাবে আপনি অরিগামি কাজ সম্পন্ন করেছেন। এত সুন্দর হওয়ার আগে আমি তৈরি করে দেখানোর জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ধরনের কাজগুলো আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত দেখতে পাই। অনেক সুন্দর একটি অরিগামি তৈরি করেছেন। আসলে এই ধরনের কাজ করলে নিজের দক্ষতা বাড়ে। লাজুক খ্যাকের দৃশ্যটি ভালোই ফুটে উঠেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই কমিউনিটিতে যুক্ত হওয়ার পর আমিও এই কাজ করতে বেশ পছন্দ করি। আগে যদিও দু'একটা পারতাম। এখন বেশ কয়েকটা শিখে গেছি। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার সবথেকে পছন্দের জিনিসগুলোর মধ্যে অরিগ্যামি একটি। আমিও সুযোগ পেলেই অরিগ্যামি বানাতে বসে যাই। যাইহোক আপনি প্রতিনিয়ত চমৎকার কাজগুলো উপহার দেয়ার মাধ্যমে দক্ষ হয়ে উঠেছেন।
খুব ভালো লাগলো আপনার লাজুক খ্যাকের বুকমার্ক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও পছন্দ করি বিভিন্ন ধরনের অরিগ্যামি বানাতে। বেশ লাগে কিন্তু এ কাজ করতে। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লাজুক খ্যাকের ডিজাইনের বুকমার্ক তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে বিশেষ করে সামনের মুখের অংশ আর চোখ দুইটা বেশি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার কাজের দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই দু'টিই লাজুক খ্যাঁককে লাজুক খ্যক বানিয়েছে। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি খুব সুন্দর একটি অরিগামি তৈরি করেছেন।আপনার শেয়ার করা লাজুক খ্যাঁকের ডিজাইনের বুক মার্ক এর অরিগ্যামিটি দারুন হয়েছে আপু।আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন এজন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার চেস্টা যে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যারা প্রতিনিয়ত বই পড়ে থাকে, তাদের জন্য এরকম বুকমার্ক গুলো অনেক গুরুত্বপূর্ণ। রঙিন কাগজ ভাঁজ করে আজকে আপনি অনেক সুন্দর করে লাজুক খ্যাঁকের বুকমার্ক তৈরি করেছেন। আপনার তৈরি করা এই বুক মার্কেট দেখতে কিন্তু অনেক কিউট লাগছে। আপনার উপস্থাপনা দেখলে যে কেউ এই বুকমার্ক তৈরি করতে পারবে। কারণ আপনি অনেক সুন্দর করে শেয়ার করেছেন এটি তৈরি করার পদ্ধতি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি সহজ করে উপস্থাপনের চেস্টা করছি যাতে যে কেউ বানাতে পারেন। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে খুব কিউট এবং সুন্দর দেখতে একটা লাজুক খ্যাঁকের বুকমার্ক তৈরি করেছেন আজকে। আপনার তৈরি করা লাজুক খ্যাঁকের বুকমার্ক দেখে আমি তো মুগ্ধ হলাম। ভাঁজে ভাঁজে এরকম বুকমার্ক তৈরি করা কিন্তু কষ্টকর, আবার উপস্থাপনা তুলে ধরা ও মুশকিল। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এক কথায় দারুন হয়েছে পুরো বুকমার্কটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক তাই অরিগ্যামির ভাঁজ বর্ণনা করাই বেশ কঠিন। তবুও আমি চেস্টা করেছি। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও অসাধারণ আজকে আপনি কাগজ দিয়ে লাজুক খ্যাঁকের চমৎকার বুকমার্ক তৈরি করেছেন। আসলে বুকমার্ক দিয়ে আমরা যে কোন কিছু পড়তে এবং খেয়াল রাখতে সুবিধা হয়। তবে আপনার বানানো বুকমার্ক অসাধারণ হয়েছে। বুকমার্ক এর মধ্যে চমৎকার চোখও দিয়েছেন। শুরু থেকে শেষ পর্যন্ত কাগজ দিয়ে এত সুন্দর বুকমার্ক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ দিয়ে লাজুক খাকে ডিজাইনের সুন্দর একটি বুকমার্ক তৈরি করেছেন আপু যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি বুকমার্ক এর অরিগামি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারও বেশ ভালো লেগেছে লাজুক খ্যাঁক এর বুক মার্কটি তৈরি করতে পেরে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি সব সময় আমাদের মাঝে খুব সুন্দর কিছু বুক মার্ক তৈরি করে আসছেন। প্রতিনিয়ত আপনি এই বুকমার্ক এর মধ্যে অনেকটা ভিন্নতা দেওয়ার চেষ্টা করছেন৷ সব সময় আপনি এই বুকমার্ক গুলোর মধ্যে অনেক ভিন্ন ধরনের রূপ দিয়ে তৈরি করে আসছেন৷ আজকেও একেবারে খুবই সুন্দর একটি বুকমার্ক তৈরি করেছেন৷ আজকে আপনার কাছ থেকে এত অসাধারণ একটি বুকমার্ক দেখে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকে এই সুন্দর বুক মার্ক এখানে তৈরি করেছেন তা খুব সুন্দরভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভিন্ন ভিন্ন বুক মার্ক তৈরি করতে আমার বেশ ভালো লাগে। তাই প্রতিনিয়ত চেস্টা করি নতুন নতুন ডিজাইন এর বুক মার্ক বানাতে। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের প্রিয় লাজুক খ্যাঁকের ডিজাইন এর বুক মার্ক এর অরিগ্যামিটা দারুন হয়েছে। আপনার সৃজনশীলতা দেখে আমরা সবাই মুগ্ধ। বুক মার্কটি দেখতে চমৎকার লাগছে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit