বন্ধুর মেয়ের বিবাহোত্তর সংবর্ধনায় একদিন।

in hive-129948 •  2 years ago 
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, সবাই ভাল আছেন আশাকরি? আমিও ভাল আছি।দেখতে দেখতে ১০ রোজা অতিবাহিত হলো আজ! গত কয়েকদিন ধরে, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো বৃষ্টির ফলে চৈত্রের সেই তাপদহ নেই।আবহাওয়া সহনশীল। প্রিয় আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ একটি বিবাহোত্তর সংবর্ধনা বা বউভাত অনুষ্ঠানে অংশগ্রহণের ভাললাগা আপনাদের সাথে শেয়ার করবো।

3.jpg

যে কোন অনুষ্ঠানে অংশগ্রহণ মানেই মিলন মেলায় অংশগ্রহণ। কতদিন পর কতজনের সাথে দেখা হয়।অনেকদিন পর দেখা হওয়ার আনন্দ অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়। সামাজিক অনুষ্ঠান গুলোতে গেলেই অনেকদিন পর প্রিয় কোন মানুষের সাথে দেখা হয়ে যায়, যা আমাকে রোমাঞ্চিত করে। আপনাকে করে কি? আমি মুলতঃ প্রিয় কোন মানুষের সাথে অনেকদিন পর দেখা হওয়ার টানে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্ঠা করি।

1.jpg

গত ১১ মার্চ আমার প্রিয় বন্ধুর মেয়ের বউভাত ছিল। ঢাকার অন্যতম তারকা হোটেল রেডিসন ব্লুতে। রেডিসনের পু্ল সাইডে ছিল আয়োজন। প্রকৃতি,কৃত্রিম শোভা আর চোখ ধাধানো-আলোর রোশনাইয়ে মনোমুগ্ধকর পরিবেশ আর জমকালো আয়োজন। বড়-কনের নিকট আত্মীয় আর বন্ধুদের সমাগমে মুখরিত ভেন্যু।

2.jpg

শুরুতেই বলেছিলাম,সামাজিক অনুষ্ঠান মানেই অনেকের সাথে অনেকদিন পর দেখা। এখানেও তার ব্যতিক্রম হয়নি। সবার সাথে কুশল বিনিময় ভাল -মন্দ আলাপ-আলোচনা করে কেটে গেল অনেকটা সময়। এর মাঝেই চা-কফির পাশাপাশি টুকটাক খাওয়া-দাওয়া।

5.jpg কনের নানা-নানীর সাথে বর-কনে।

কুশল বিনিময় আড্ডা-আলাপ করতে করতে রাত ৯,৩০ টা বেজে গেছে। তাই খাওয়া দাওয়া আর বিদায়ের পালা। খাবার আয়োজন ছিল বুফে। আইটেমের কমতি ছিলনা।পছন্দমত যার যেটা ইচ্ছা খাওয়া দাওয়া করেছেন। থাই-চাইনিজ আর বাঙ্গালি খাবার ছিল।মিস্টি আর ফলমূল মিলে ছিল ১০-১২ পদের ডেজার্ট আইটেম ।

4.jpg

বন্ধুর মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার আর জামাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বর-কনে দুজনেই স্ব স্ব কাজে প্রতিষ্ঠিত। সবাই নতুন বর-কনের জন্য দোয়া করবেন। খাওয়া-দাওয়া শেষ করতে করতে ঘড়ির কাটা ১০টা পেরিয়ে গেছে। প্রিয় বন্ধু,নতুন বর কনে উপস্থিত বন্ধু-বান্ধবদের সাথে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করে রাত ১০.৩০ টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। সবাই ভাল থাকুন, সুস্থ্য থাকুন, আবার দেখা হবে অন্য কোন পোস্ট নিয়ে।

সবাইকে অনেক ধন্যবাদ।

মোবাইল ফটোগ্রাফিঃস্যামসং-এ১০।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বন্ধুর মেয়ের বিবাহোত্তর সংবর্ধনায় একদিনের কিছু মুহূর্ত। সত্যি আপনার পোস্টটি পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার পোস্ট থেকে জানতে পারলাম। আপনার বন্ধুর মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার আর জামাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার । ভালো লাগলো পোস্টি পড়ে আপু।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

আমার মনে হয় আপু আপনি এই বিয়েতে খুব মজা করেছেন। আসলে বিয়ে হল সব আত্মীয়-স্বজনদের সাথে সাক্ষাৎকারের একটা বিশেষ সময়। ধন্যবাদ আপনাকে আপনার এই খুশির মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

জি ভাই বেশ মজা করেছি বিয়েতে। ধন্যবাদ আপনাকে।

আপনার বন্ধুর মেয়ের বিয়ের সংবর্ধনায় একদিনের কিছু সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করলেন।আপনার বন্ধুর মেয়ে এবং জামাই উভয়েই প্রতিষ্ঠিত।বেশ রাত হয়ে গিয়েছিল আপনাদের বাড়ি ফিরতে।যেহেতু বৌভাতের অনুষ্ঠান ছিল একটু লেইট হবে নরমাল এটা।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ।

বিয়েতে অনেক পরিচিতদের সাথে দেখা হয় বলে কথাবার্তা বলতে ও খোজ খবর নিতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না। অনেক ধন্যবাদ আপু।