শুভেচ্ছা সবাইকে।
বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় ভালো থাকেন। আজ ২১শে ভাদ্র ১৪৩১বঙ্গাব্দ।শরৎ-কাল। ০৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ।
বন্ধুরা, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় এডিস মশা বাড়ার কারনে ডেঙ্গু আক্রান্ত রোগির সংখ্যা দিন দিন বাড়ছে। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারনে এদিকে তেমন নজর নেই। স্বাস্থ্য অধিদপ্তর অনেকটা অকার্যকর হয়ে আছে। সিটি কর্পোরেশনের কার্যক্রমও নেই বললেই চলে। এডিস মশা নিধন ও জনসচেতনতা কার্যক্রম নেই বললেই চলে। এদিকে দিন দিন রোগির সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে আগামি অক্টোবর পর্যন্ত বাড়তেই থাকবে। তাই আমাদের সবার উচিত ডেঙ্গু সম্পর্কে সচেতন হয়ে নিজ নিজ পরিবারে কার্যকর পদক্ষেপ নেওয়া। সেই সাথে সরকারের উচিত দ্রুত স্বাস্থ্য অধিদপ্তর ও সিটি কর্পোরেশনকে দ্রুত গতিশীল করা। প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছে একটি রেসিপি পোস্ট নিয়ে। প্রতি সপ্তাহে একটি করে রেসিপি পোস্ট দেওয়ার চেষ্টা করি। তারেই অংশ হিসেবে আজকের রেসিপি পোস্ট। আর আজকের রেসিপিটি হচ্ছে ডিম দিয়ে লাউয়ের খোসার ভর্তা। গরমের সবজি হিসেবে লাউয়ের তুলনা নেই। কম বেশি সবাই লাউ পছন্দ করেন। দেশের সব জায়গায় বিভিন্ন জাতের লাউ পাওয়া যায়। কিন্তু লাউয়ের খোসা আমরা অনেকেই ফেলে দেই। অথচ এর পুষ্টিগুন অনেক।লাউয়ের খোসায় আছে ভিটামিন বি-১,২,৩,৫ ও ৬। এছাড়া আয়রন,ক্যালশিয়াম।পটাশিয়াম,জিঙ্ক, ম্যাগনেশিয়ামের মতো উপাদান আছে।গ্যাসের সমস্যা,পায়ের জ্বালাপোড়া,চুলের সমস্যা ও পাইলস এর সমস্যায় বেশ কার্যকর। তাই লাউয়ের খোসা না ফেলে দিয়ে মজাদার সব রেসিপি করে খেতে পারেন। এজন্যই লাউয়ের খোসার মজাদার রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে ডিম দিয়ে লাউয়ের মজাদার খোসার ভর্তা রেসিপিটি তৈরিতে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করেছি কঁচি লাউয়ের খোসা ও ডিম। এছাড়া অন্যান্য উপকরণ কি ছিল তা নিম্নে সবিস্তারে বর্ণনা করা আছে। বন্ধুরা, আসুন দেখে নেই কিভাবে তৈরি হলো আমার আজকের রেসিপি ডিম দিয়ে লাউয়ের খোসার ভর্তা। আশাকরি ভালো লাগবে আপনাদের।
উপকরণ
উপকরণ | পরিমাণ |
---|---|
লাউ এর খোসা | ১টি লাউ এর |
পিঁয়াজ | ৩টি |
রসুন | ৫-৭ কোয়া |
ডিম | ২টি |
কাঁচা মরিচ | পরিমাণ মতো\ |
সরিষার তেল | ৩-৪ টেঃ চামচ |
লবন | পরিমাণ মতো |
রন্ধন প্রণাল
ধাপ-১
প্রথমে একটি লাউ এর খোসা একটু মোটা করে ছাড়িয়ে নিয়েছি।
ধাপ-২
পিয়াজ,কাঁচা মরিচ ও রসুন কেটে নিয়েছি।
ধাপ-৩
লাউ এর খোসা গুলো ছোট ছোট টুকরো করে কেটে পরিস্কার করে ধুয়ে নিয়েছি।
ধাপ-৪
এবার কেটে নেয়া লাউ এর খোসা গুলো একটি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। তাতে পরিমাণ মত লবন ও পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। ৩টি ছিটি উঠলে নামিয়ে নিয়েছি।
ধাপ-৫
সিদ্ধ করা লাউ এর খোসা ঠান্ডা হলে ব্লেন্ড করে নিয়েছি।
ধাপ-৬
\
ব্লেন্ড করা লাউ এর খোসার সাথে কাটা পিয়াজ,রসুন ও কাঁচা মরিচ দিয়ে দিয়েছি।
ধাপ-৭
এবার দু'টো ডিম ফেটিয়ে নিয়েছি। ফেটানো ডিম এর সাথে ব্লেন্ড করা লাউ এর খোসা ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
ধাপ-৮
এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে তাতে লাউয়ের খোসার মিশ্রণটি দিয়ে দিয়েছি।
ধাপ-৯
এরপর মিশ্রণটি চামচ দিয়ে নেড়ে নেড়ে পানি শুকিয়ে নিয়েছি। যখন মিশ্রণটি কড়াই থেকে ছেড়ে আসবে তখন নামিয়ে একটি প্লেটে ঢেলে নিয়েছি। কাঁচা মরিচ দিয়ে সাজিয়ে পরিবেশণ করেছি। ব্যাস তৈরি ডিম দিয়ে লাউয়ের খোসার ভর্তা।
উপস্থাপন
আশাকরি, ডিম দিয়ে লাউয়ের খোসার মজাদার ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ এখনেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।
পোস্ট বিবরণ
শ্রেনী | রেসিপি |
---|---|
ক্যামেরা | Redmi Note A5 |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ৫ই সেপ্টেম্বর, ২০২৪ |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://x.com/selina_akh/status/1831613725847253357
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লাউয়ের খোসা ভাঁজি করে খাওয়া হয়েছে তবে ভর্তা করে কখনো খাওয়া হয়নি। বেশ ভালো লাগলো আপনার আজকের রেসিপি টা দেখে। ডিম দিয়ে ভর্তা তৈরি করেছেন। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। এভাবে একদিন ট্রাই করে দেখব। আপনাকে ধন্যবাদ আপু এত মজার একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ভর্তাটি খেতে বেশ মজা হয়। একদিন ট্রাই করবেন আশাকরি । ভালো লাগবে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি আজকে আমাদের মাঝে ইউনিক একটি রেসিপি তৈরি করে শেয়ার করেছেন আপনার তৈরি ডিম দিয়ে লাউয়ের খোসার মজাদার ভর্তা রেসিপি এর আগে কখনো আমি খাইনি। এত সুন্দর ভাবে রেসিপি তৈরির স্টেপগুলো আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। চেষ্টা করব খুব দ্রুত আপনার শেয়ার করা এই রেসিপি বাড়িতে তৈরি করে খাওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারতো বেশ পছন্দ এই ভর্তা। জেনে ভালো লাগলো যে আপনিও ট্রাই করবেন। আশাকরি ভালো লাগবে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিম দিয়ে লাউয়ের খোসা ভর্তার খুবই মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা রেসিপিটি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে।যদিও কখনও এইভাবে ডিম দিয়ে লাউয়ের খোসার ভর্তার রেসিপি তৈরি করে খাওয়া হয়নি। তবে কোন একদিন আপনার তৈরি করা রেসিপিটি বাসায় ট্রাই করবো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু করবেন। আশাকরি ভালো লাগবে। আর খেতে অনেক মজা হয় এই ভর্তা। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি আজকে অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করছেন।লাউয়ের খোসা দিয়ে ভর্তা তৈরি করে খেয়েছি। তবে ডিম দিয়ে খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদিন ডিম দিয়ে করে খাবেন। ভালো লাগবে। মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিম দিয়ে লাউয়ের খোসা ভর্তা রেসিপিটি ভীষণ লোভনীয় হয়েছে। যদিবা কখনো খাওয়া হয়নি এই রেসিপিটি। ধাপে ধাপে লাউয়ের খোসা ভর্তা রেসিপি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপি টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভর্তা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি ডিম এবং লাউ এর খোসা দিয়ে খুব মজা ভর্তা রেসিপি করেছেন। তবে লাউয়ের খোসার ভর্তা অনেকবার খেয়েছে। কখনো ডিম এবং লাউর খোসা দিয়ে একসাথে ভর্তা করে খাওয়া হয়নি। খুব মজার ভর্তা রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদিন বাসায় ত্রাই করবেন আপু। খেতে বেশ মজা। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও আপনি লোভনীয় একটি ভর্তার রেসিপি পোস্ট শেয়ার করেছেন।এককথায় বলতে গেলে জিভে জল আনার মত রেসিপি।ছবি দেখে বুঝতে পারলাম খেতে খুব ভালো হয়েছিল রেসিপিটি।আপনি ধাপগুলো খুব সুন্দর করে বর্ণনা করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু বেশ লোভনীয় ভর্তাটি। আর খেতেও বেশ মজা। ধন্যবাদ মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লাউয়ের খোসায় যে এত পুষ্টিগুণ আছে জানা ছিলো না। অনেকের কাছেই শুনেছি লাউয়ের খোসার ভর্তা খেতে। আমার কখনো খাওয়া হয়নি। আপনি দেখছি আবার ডিম দিয়েছেন। তাতে স্বাদ যে আরো বেড়ে গিয়েছিলো বোঝা যাচ্ছে। দেখতেও লোভনীয় লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি সাধারনত মাছ দিয়ে এই ভর্তা করি। তবে ডিম দিয়ে করা এই ভর্তা বেশ মজা হয়েছি। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিম দিয়ে লাউ এর খোসার ভর্তা দেখে মনে হচ্ছে আ
খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছে। আপনি যে পদ্ধতিতে লাউয়ের খোসার ভর্তা তৈরি করেছেন ঠিক একই পদ্ধতিতে কলার খোসার ভর্তা তৈরি করে খেয়েছি। কিন্তু এভাবে লাউয়ের খোসার ভর্তা তৈরি করে খাওয়া হয়নি। কলার খোসার ভর্তা টাও খেতে অনেক মজাদার ছিল। আশা করছি এভাবে লাভের খোসার ভর্তা তৈরি করে খেলে তাও সেরকমই মজাদার হবে। ধন্যবাদ মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু বেশ মজা হয়েছিল ভর্তাটি। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit