শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১০ই ফাল্গুন, বসন্তকাল ১৪৩১ বঙ্গাব্দ। ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি টিসু পেপার দিয়ে খরগোসের মাথা বানিয়েছি। এভাবে বাচ্চাদের বানিয়ে দিলে তারা বেশ খুশি হবে। বানানোর পর আমারও বেশ ভালো লেগেছে । আজ প্রথম আমি টিসু দিয়ে কোন কিছু বানালাম। আর নতুন নতুন যে কোন কিছু বানাতে আমার বেশ ভালো লাগে। আর তাইতো চেস্টা করি সেই সকল জিনিস আপনাদের সাথেও শেয়ার করতে। খরগোসের মাথা বানাতে আমি উপকরণ হিসাবে ব্যবহার করেছি টিসু পেপার সহ আরও কিছু উপকরণ।যা সবিস্তারে নিম্নে প্রদত্ত হলো। তাহলে চলুন, দেখে নেয়া যাক, তৈরির বিভিন্ন ধাপ সমূহ।
উপকরণ
১। সাদা রং এর টিসু
২।লাল ও কালো রং এর কলম
৩।স্কচ টেপ
টিসু দিয়ে খরগোস এর মাথা তৈরি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ২২ সেঃমিঃX ১৮সেঃমিঃ সাইজের এক টুকরো সাদা টিসু সমান তিন ভাঁজ করে নিয়েছি খরগোসের মাথা বানানোর জন্য।
ধাপ-২
ভাঁজ করা টিসুটি মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৩
টিসু পেপারের উভয় দিক মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।
ধাপ-৪
উভয় পাশের টিসু কোনা করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৫
দু'পাশের ভাঁজ করা টিসু পুনরায় চিকন করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৬
এবার নিচের দিকে টিসু ভাঁজ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবং দু'পাশের টিসুর কোনা স্কচ টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৭
যে পাশে স্কচ টেপ লাগিয়ে নিয়েছি ,তার উলটো পাশে কালো ও লাল রং এর পেন দিয়ে চোখ ও মুখ এঁকে নিয়েছি। আর এভাবেই বানিয়ে নিলাম টিসু দিয়ে খরগোসের মাথাটি।
উপস্থাপনা
আশাকরি আমার আজকে টিসু পেপার দিয়ে বানানো খরগোসের মাথাটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ বিকাল।
পোস্ট বিবরণ
পোস্ট | ডাই |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Redmi Note 9 pro |
তারিখ | ২৩ শে ফেব্রুয়ারী, ২০২৬ইং |
লোকেশন | ঢাকা। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
টিস্যু পেপার দিয়ে খরগোশের মাথা তৈরি করার আইডিয়া কিন্তু অনেক বেশি দারুণ ছিল। আর আমার কাছে এটা দেখতেও অনেক বেশি ভালো লেগেছে। আমি কয়েকদিন আগে এরকম ডাই তৈরি করেছিলাম। এটা দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছে। অনেক বেশি দারুণ লাগলো আমার কাছে এটা দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/selina_akh/status/1893672499977613315
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Daily task
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুধুমাত্র টিস্যু পেপার দিয়ে কি সুন্দর খরগোশের মুখ তৈরি করলেন। যতবার দেখছি তত অবাক হচ্ছি আপনার সৃজনশীলতা দেখে। দারুন সুন্দর হয়েছে খরগোশের মুখটি আপু। আপনার ইনোভেটিভ আইডিয়ার প্রশংসা না করে পারছি না। কারণ মুখটি একেবারে আসল খরগোশের মতই হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টিস্যু দিয়ে এরকম ভাবে দারুণ কিছু জিনিস তৈরি করা যায় এটা আসলে আমার কাছেও অজানা ছিলো। আপনি কিন্তু খুবই সুন্দর করে টিস্যু দিয়ে খরগোশের মাথা বানিয়েছেন। খরগোশের মাথা তৈরি করার প্রত্যেকটা প্রসেস খুবই সুন্দর করে সাবলীল বর্ণনা সহকারে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আগামীতে আপনার থেকে এরকম আরো ক্রিয়েটিভ জিনিসগুলো দেখতে চাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টিসু পেপার দিয়ে খরগোসের মাথা তৈরি করার দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার হাতের কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের জিনিস তৈরি করার জন্য অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টিসু পেপার দিয়ে খরগোসের মাথা তৈরি করতে দেখে খুবই ভালো লাগলো আপু। আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টিসু পেপার দিয়ে অসাধারণ একটা ডাই তৈরি করেছেন।আপনার ডাই গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। খরগোসের মাথাটি দেখতে অসাধারণ হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খাবার টেবিলে বসে খেলতে খেলতে বা গল্প করতে করতে এমন জিনিস তৈরি করে ফেলেছেন মনে হচ্ছে যেন। কি অপূর্ব সুন্দর এবং কিউট হয়েছে খরগোশের মুকটি। আহা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি টিস্যু পেপার দিয়ে খুব খরগোশের মাথা তৈরি করেছেন। আপনার এই আইডিয়াটা খুব ইউনিক লেগেছে। এই ধরনের কাজ গুলো দেখতে খুব ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টিস্যু পেপার দিয়ে খরগোশের মুখ তৈরি করেছেন। টিস্যু পেপার দিয়ে এরকম খরগোশের মুখ তৈরি করতে আগে কখনো দেখিনি। ব্যাপারটা বেশ ভালো লাগলো আপু। টিস্যু পেপার দিয়ে অনেক কিছু তৈরি করা যায় জানতাম। আপনি যে এত সুন্দর খরগোশের মুখ তৈরি করে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে খুব ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit