ব্ল্যাকস দাদা ও স্বাগতা দিদির জন্য শুভেচ্ছা কার্ড তৈরি।

in hive-129948 •  last year  (edited)

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজ ৩রা অগ্রহায়ণ, হেমন্তকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১৮ নভেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ।

q26.jpg

q25.jpg

গত পরশুদিন থেকে আমাদের দেশের সমুদ্র উপকূল এলাকায় বসবাসরত মানুষ আতংকে ছিল, ঘূর্ণিঝড় মিধিলির কারণে। তবে স্বস্তির খবর মিধিলি অনেক সময় ধরে উপকূলে অবস্থান করলেও খুব বেশি ক্ষয়-ক্ষতি করতে পারেনি।মিধিলির কারণে যে বৃষ্টি ছিল তাও কেটে গেছে। তবে একটু শীত শীত অনুভূতি রেখে গেছে মিধিলি ঢাকা বাসীর জন্য। বন্ধুরা, আমার বাংলা ব্লগ পরিবারের আজ আনন্দের দিন। এবিবি পরিবারের দুই অন্যতম সদস্য @Blacks দাদা ও @swagata21 দিদি পরিনয় সূত্রে আবদ্ধ হচ্ছেন। বিয়ে শুধু দুটি আত্মার বন্ধন নয় দুটি পরিবারেরও বন্ধন। আমরা কামনা করি, তাদের আত্মার বন্ধন সমৃদ্ধির পথে এগিয়ে যাবে অনাগত আগামীর জন্য-আজীবনের জন্য। ব্ল্যাক দাদা ও স্বাগতা দিদির জন্য আমার শুভ কামানা। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ আমার উপস্থাপন ব্ল্যাক দাদা ও স্বাগতা দিদির বিয়ে উপলক্ষ্যে তৈরি শুভেচ্ছা কার্ড।শুভেচ্ছা কার্ডটি তৈরি করেছি কুইলিং পদ্ধতি ব্যবহার করে। উপকরণ হিসেবে ব্যবহার করেছি রঙ্গিন কাগজ,পুতিসহ আরও কিছু উপকরণ। আশাকরি পোস্টটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেয়া যাক তৈরি করলেম আজকের শুভেচ্ছা কার্ডটি।

উপকরণ

q1.jpg

q2.jpg

১।সাদা কাগজ
২।সাদা পুতি
৩।গাম
৪।এন্টি কাটার
৫।সাইন পেন
৬।বিভিন্ন রং এর কাগজ
৭।টুথ পিক

তৈরির পদ্ধতি

ধাপ-১

q22.jpg

q23.jpg

প্রথমে A4 সাইজের এক সিট সাদা কাগজকে দু'ভাঁজ করে নিয়েছি।

ধাপ-২

q21.jpg

রঙ্গিন কাগজগুলো এন্টি কাটার দিয়ে চিকন করে কেটে নিয়েছি।

ধাপ-৩

q20.jpg

q19.jpg

q18.jpg

এক টুকরো গোলাপী রং এর কাগজ কেটে নিয়েছি। কাগজের টুকরোটি গাম দিয়ে ভাঁজ করা সাদা কাগজের এক পাশে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৪

q17.jpg

q16.jpg

q15.jpg

এবার আরও এক টুকরো গোলাপী রং এর কাগজ কেটে নিয়েছি। এবং ছবির মতো করে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি ।এবার বানানো কাগজ দুটি গাম দিয়ে বানানো কার্ড এ লাগিয়ে বো বানিয়ে নিয়েছি।

ধাপ-৫

q14.jpg

q13.jpg

q12.jpg

q11.jpg

q10.jpg

এবার টুথ পিক দিয়ে গোলাপী রং এর কাগজ দিয়ে কয়েল বানিয়ে নিয়েছি। এবং হাতের চাপে বিভিন্ন শেপ বানিয়ে নিয়েছি।

q9.jpg

q8.jpg

q7.jpg

q6.jpg

এবার সেই কয়েল এর বিভিন্ন শেপ গাম দিয়ে পরপর লাগিয়ে নিয়েছি সাদা কাগজ দিয়ে বানানো কার্ডের উপর। এভাবে দু'টো ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ-৭

q5.jpg

q4.jpg

q3.jpg

q24.jpg

এবার সবুজ রং এর কাগজ টুথ পিক দিয়ে প্যাচিয়ে ডাল ও পাতা ব বানিয়ে নিয়েছি। এবং গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। এবং কিছু সাদা পুতি গাম দিয়ে লাগিয়ে দিয়েছি সুন্দর লাগার জন্য।

ধাপ-৮

q25.jpg

সব শেষে সাইন পেন দিয়ে দাদা ও দিদিকে তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা বার্তা লিখে আমার শুভেচ্ছা কার্ড বানানো শেষ করেছি।

উপস্থাপনা

q27.jpg

q27.jpg

আশাকরি, আজকের ব্ল্যাক দাদা ও স্বাগতা দিদির জন্য বানানো শুভেচ্ছা কার্ডটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার ডাই পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সকলকে সুস্থ্য রাখুন।

পোস্ট বিবরণ

শ্রেণীকার্ড তৈরি
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ১৮ নভেম্বর,২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ব্ল্যাক দাদা ও স্বাগতা দিদির জন্য শুভেচ্ছা কার্ড তৈরি অনেক সুন্দর হয়েছে। সত্যিই আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর ভাবে আপনি এইটদ ডাই পোস্টটি তৈরি করলেন। দেখে আমার অনেক ভালো লাগলো। দাদা বৌদির জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

অনেক ধন্যবাদ ভাইয়া।

স্বাগতা দিদি এবং দাদার শুভ দিন উপলক্ষে আপনি সুন্দর একটি কার্ড তৈরি করেছেন দেখে ভালো লাগলো আপু। শুভেচ্ছা কার্ড দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক দক্ষতার সাথে এই কার্ড তৈরি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

ভার্চুয়ালি অভিনন্দন জানানো আরকি। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

image.png

আমাদের প্রিয় দুজন মানুষের জন্য আপনি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। যা দেখে আমি অত্যন্ত খুশি হলাম। আমাদের এইখানে আপু অনেক ঠান্ডা ছিল বাতাস ছিল কিন্তু বৃষ্টির দেখা পায়নি। মনে হচ্ছিল অন্য জায়গায় ঘূর্ণিঝড় হচ্ছিল তার আভাস আসছিল এধারে।যাইহোক আপনি অনেক সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এটি কিভাবে তৈরি করেছেন তার প্রতিটি ধাপ আমাদের মাঝে দেখিয়েছেন দারুন ভাবে। শুভেচ্ছা কার্ডটি আমার ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। দারুন একটি শুভেচ্ছা কার্ড আমাদের মাঝে পরিবেশনা করার জন্য।

আমার তৈরি করা কার্ড আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

বাহ অসম্ভব সুন্দর হয়েছে শুভেচ্ছা কার্ড টি।ব্ল্যাক দাদা ও স্বাগতা দিদির জন্য শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন যা দেখতে চমৎকার লাগছে। বিশেষ করে কালার কম্বিনেশন আমার কাছে বেশ ভালো। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

তারা দুজন জীবনে দীর্ঘ সময় একসাথে পার করুক এই কামনাই করি। কাগজ দিয়ে অনেক সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন উপরের পুঁথি আর গোলাপ ফুলটা সবচেয়ে বেশি ভালো লাগে লেগেছে।

Posted using SteemPro Mobile

আমিও সেই দোয়া করি তারা যে আজীবন ভালো থাকেন। ধন্যবাদ ভাইয়া।

ব্ল্যাক দাদা ও স্বাগতা দিদির জন্য শুভেচ্ছা কার্ড দেখে খুবই ভালো লাগলো । ওনাদের জীবন সুখময় হোক। আর আপনি যেভাবে এই কার্ড তৈরি করেছেন তা একদম অসাধারণ হয়েছে। আর এই কার্ড তৈরির প্রক্রিয়া আমি এই প্রথম দেখেছি। অসংখ্য ধন্যবাদ এরকম কার্ড তৈরির প্রক্রিয়া শেয়ার করার জন্য।

তারা যে সুখে থাকে এই দোয়া করি। ধন্যবাদ ভাইয়া।

  ·  last year (edited)

দাদা এবং দিদি র এই ভালোবাসার সম্পর্ক আজীবন অটুট থাকুক সেই দোয়াই করি। প্রতিটা মানুষের জীবনের এই বন্ধন সার্থক হোক সেটাই কামনা করি ।তাদের বিবাহবন্ধনের শুভেচ্ছা কার্ড তৈরি অনেক সুন্দর ছিল। খুব সুন্দর করে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন ভালো লেগেছে আমার কাছে।

Posted using SteemPro Mobile

আপনার পছন্দ হয়ে আমার কার্ডটি জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

বাহ্ চমৎকার একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন আপু দাদা দিদির জন্য।ভালো লাগলো দেখতে কার্ড টি।আপনি কার্ড তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু/

আমি মনে করে বিয়ের মাধ্যমে দুটো পরিবারের মধ্যে যে বন্ধন তৈরি হয় এই বন্ধনটা সবসময়ই অন্যান্য সব বন্ধনের থেকে এক্সেপশনাল। আমার বাংলা ব্লগ কমিউনিটির দুই সদস্যের এরকম বিয়ের কথা শুনে সত্যিই অনেক বেশি আনন্দিত হয়েছিলাম। আর আপনি তাদের জন্য খুবই চমৎকার একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন দেখে ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমাদের সকলের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

ঠিক তাই বিয়ে মানেই দু'টো পরিবারের বন্ধন। দাদা দিদির জন্য শুভ কামনা। ধন্যবাদ ভাইয়া।

ব্ল্যাকস দাদা এবং স্বাগতা দিদির জন্য শুভকামনা রইল। তাদের পরবর্তী জীবন যেন অনেক ভালোভাবে কাটে এটাই দোয়া করি । আপনি তাদের জন্য অনেক সুন্দর শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন যেটা খুব সুন্দর হয়েছে। কুইলিং পদ্ধতিতে এটা তৈরি করার কারণে খুব সুন্দর লাগছে দেখতে। পুঁতি গুলো বসানোর কারণে আরও বেশি দারুন লাগছে।

আমি চেস্টা করেছি সুন্দর করে বানাতে। ধন্যবাদ আপু।

আপনি তো দেখছি খুব সুন্দর একটা শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন ব্লাকস দাদা এবং স্বাগতা দিদির জন্য। আপনার তৈরি করা এই শুভেচ্ছা কার্ড আমার কাছে খুব ভালো লেগেছে। কুইলিং পদ্ধতিতে ফুলগুলো তৈরি করার কারণে খুব ভালো লেগেছে আমার কাছে। এই পদ্ধতিটা আমার একটু বেশি পছন্দের।

কুইলিং বেশ কঠিন একটা বিষয়, তবুও মাঝে মাঝে করতে ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।

আপু আপনি খুব চমৎকার একটি শুভেচ্ছা কার্ড ছোট দাদা আর দিদির জন্য করলেন।দারুন হয়েছে।আপনি ভেতরে ক্ষুদ্র বার্তাও তুলে ধরেছেন। আশাকরি দাদা আর দিদির খুব ভালো লাগবে।আপনার মতো আমিও দুজনের জন্য অভিনন্দন জানালাম।

ব্ল্যাকস দাদা ও স্বাগতা দিদির শুভ দিন উপলক্ষে আপনি তাদের জন্য খুব সুন্দর ভাবে শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। আপনার এই কার্ড আমার কাছে অনেক ভালো লেগেছে। কার্ডের উপরে রঙিন কাগজ দিয়ে ফুল বানিয়ে খুব সুন্দর ডিজাইন করেছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর কার্ড উপহার দেওয়ার জন্য।

আপনার আমার তৈরি করা কার্ড পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

আমাদের ছোট দাদার নতুন দাম্পত্য জীবনের জন্য আমাদের পক্ষ থেকে অবশ্যই অনেক অনেক শুভকামনা থাকবে। আমাদের ছোট দাদা এবং আমাদের স্বাগতা আপুর নতুন দাম্পত্য জীবনে পদার্পণ করা উপলক্ষে আপনি চমৎকার একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। আপনার এই শুভেচ্ছা কার্ড তৈরীর পদ্ধতি আমার কাছে খুবই ভালো লেগেছে।

ব্ল্যাকস দাদা ও দিদির নতুন জীবন সুন্দর হোক এ কামনা করি। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।