সবাইকে শুভেচ্ছা।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি ভালো আছেন সবাই? আমিও ভালো আছি।আজ ২৫ জৈষ্ঠ্য, ১৪৩০ বঙ্গাব্দ। ০৮,জুন,২০২৩ খ্রীস্টাব্দ। প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নিয়মিত ব্লগিং এর অংশ হিসেবে, প্রতিদিনের মত আজও একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তা হচ্ছে আমার বাংলা ব্লগের ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ। আমার বাংলা ব্লগের ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রতিযোগিতায়-৩৮ বিষয় শেয়ার করো তোমার ইউনিক DIY প্রোজেক্ট"। তবে এবার এই ডাই প্রতিযোগিতার থিম হিসেবে আছে স্টিমিট, আমার বাংলা ব্লগ অথবা ডিসকর্ড। আমি থিম হেসেবে বেছে নিয়েছি "আমার বাংলা ব্লগ"। প্রতিবারেই চেষ্টা করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেতে। আর এবারের প্রতিযোগিতা মানে আমার বাংলা ব্লগের ২য় বর্ষ্ পূর্তি। তাই সবার চেষ্টা থাকবে বেস্টটা দেওয়ার। আমিও হাজির হয়েছি আমার বেস্টটা নিয়ে। প্রতিযোগিতায় অংশগ্রহণেই বড় কথা।তবে পুরস্কার পেলেতো সবারই ভালো লাগে।
বন্ধুরা,এবারের প্রতিযোগিতা যেহেতু আমার বাংলা ব্লগের ২য় বর্ষ পূর্তি উপলক্ষ্যে এবং গাইড লাইনে দেওয়া থিমের উপর করতে হবে ডাই প্রজেক্টি। আমি আগেই বলেছি, আমার থিম আমার বাংলা ব্লগ। আমার বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষ্যে আমি একটি "ব্যানার "তৈরি করেছি। আমার আজকের উপস্থাপিত ডাই প্রজেক্টে উপকরণ হিসেবে ব্যবহার করেছি ঘরে ব্যবহারের পর ফেলে দেওয়া ক্যালেন্ডারের পাতা, ঔষধ খাওয়ার পর ফেলা দেয়া স্ট্রিপ। মেইন উপকরণ স্ট্রিপ। এছাড়া সুতা,গাম সহ অন্যান্য উপকর। বন্ধুরা, আমার বাংলা ব্লগের ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রতিযোগিতায় আমার উপস্থাপিত ডাই প্রজেক্ট "ব্যানার" কিভাবে তৈরি হলো, আসুন ধাপে ধাপে দেখে নেই। আশাকরি আমার বাংলা ব্লগের জন্মদিনের "ব্যানার" ভালো লাগবে আপনাদের।
উপকরণ
১।সাদা কাগজ(পুরাতন ক্যালেন্ডারের পাতা)
২।পেন্সিল
৩। কাচি
৪।ওষুধের পুরানো স্ট্রিপ(বিভিন্ন সাইজের)
৫।গাম
৬।রঙ্গিন সুতা
৭।পোস্টার রং (বিভিন্ন রং এর)
৮।মোম রং
৯।বিভিন্ন রং এর সাইন পেন।
১০।পাট কাঠি
১১।গ্লুগান
১২।রাবার
১ম ধাপ
প্রথমে বিভিন্ন সাইজের স্ট্রিপগুলোকে কেটে লাল ও সবুজ রং করে নিয়েছি। রং শুকিয়ে গেলে স্ট্রিপ এর আশেপাশের বাড়তি অংশ কেটে গল করে নিয়েছি।
২য় ধাপ
এরপর ক্যালেন্ডারের পাতায় পেন্সিল দিয়ে শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ লিখে নিয়েছি।
৩য় ধাপ
এরপর শুভ জন্মদিন লিখার উপর রং করা স্ট্রিপ গাম দিয়ে পরপর লাগিয়ে নিয়েছি। এভাবে সম্পূর্ণ লিখার উপর রং করা স্ট্রিপগুল লাগিয়ে লিখাটি সম্পুর্ণ করেছি।
৪র্থ ধাপ
এরপর লাল রং এর সুতা প্যাচিয়ে তা দিয়ে তারিখ লিখে নিয়েছি। লাল রং এর সুতা প্যাচিয়ে লিখার মাত্রা তৈরি করে নিয়েছি। এবং গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
৫ম ধাপ
এরপর কাগজের চারপাশে গাম দিয়ে তিনটি করে লাল রং করা স্ট্রিপ পরপর বসিয়ে নিয়েছি। এবং ফাকা জায়গায় লাল রং এর সাইন পেন দিয়ে দাগ টেনে নিয়েছি।
৬ষ্ঠ ধাপ
এরপর সবুজ মোম রং দিয়ে ব্যানারের ভিতরের অংশগুলো রং করে নিয়েছি একটি হাল্কা শেড তৈরি করার জন।
৭ম ধাপ
এবার পাট কাঠিগুলোকে লাল রং এর সুতা দিয়ে প্যাচিয়ে নিয়েছি। এবং ব্যানারের চারপাশে গ্লুগান দিয়ে লাগিয়ে নিয়েছি।
৮ম ধাপ
এরপর লাল রং এর সুতা প্যাচিয়ে ব্যানারটি টাঙ্গানোর জন্য লুপ তৈরি করে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এভাবেই তৈরি করেছি আমার বাংলা ব্লগের ব্যানার।
উপস্থাপনা
বন্ধুরা,কেমন লাগলো আমার আজকের আমার বাংলা ব্লগের ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রতিযোগিতায়-৩৮ এর জন্য তৈরি কাজটি। আশাকরি আমার বাংলা ব্লগের ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রতিযোগিতায়-৩৮ এর জন্য আমার তৈরি জন্মদিনের ব্যানার আপনাদের ভালো লেগেছে । আপনার ও আপনার পরিবারের সুস্থ্যতা কামনা করে আজকের মত বিদায় । পরিবারের বয়স্ক ও শিশুদের বাড়তি যত্ন নিন এ ই গরমে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সবাইকে সুস্থ্য রাখুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।
পোস্ট বিবরণ
শ্রেণী | ডাই প্রজেক্ট |
---|---|
ক্যামেরা | SamsungA10 |
পোস্ট তৈরি | @selina75 |
তারিখ | ৮জুন,২০২৩ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/selina_akh/status/1666846702714916865
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতা উপলক্ষে সবাই খুব সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট তৈরি করছে, যেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছে। আপনি খুব সুন্দর করে জন্মদিনের ব্যানার তৈরি করেছেন। এই ধরনের ডাইগুলো তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। চারিপাশে লাঠিগুলো দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে। সব মিলিয়ে খুব সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু এ ডাইটি করতে বেশ সময় লেগেছে। অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খুবই সুন্দর একটি ব্যানার তৈরি করেছেন আপনি। ওষুধের প্যাকেট দিয়ে খুবই সুন্দরভাবে একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন। ফেলে দেওয়া জিনিস দিয়ে খুবই অসাধারণ একটি ব্যানার তৈরি করে ফেলেছেন আপনি। খুবই ইউনিক একটি আইডিয়া । শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি চেস্টা করেছি নতুন কিছু তৈরি করতে । অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit