ডাই প্রজেক্টঃ ক্লে দিয়ে তৈরি রজনীগন্ধা ফুলের স্টিক।

in hive-129948 •  17 days ago 

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই?আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি। প্রত্যাশা করি সবাই ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৩১শে ভাদ্র, শরৎকাল, ১৪৩১বঙ্গাব্দ.। ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ ।আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

f1.jfif

বন্ধুরা,শরৎকালের শেষ দিন। এবারের শরৎকালের শেষ দিন বৃষ্টিমূখর। গতকাল থেকেই ঢাকায় বিরামহীন বৃষ্টি হচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টি। মাঝে মাঝে ভারী বৃষ্টি। বিরামহীন বৃষ্টির ফলে জনজীবন প্রায় স্থবির। আবহাওয়াবিদদের মতে স্থল নিম্নচাপ চলছে। যার ফলে এই বৃষ্টি। শুধু ঢাকায় বৃষ্টি হচ্ছে তা নয়! সারাদেশেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি আর উজানের ঢলে নতুন করে বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত হয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি কমার সম্ভবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকের পোস্টটি হল ডাই পোস্ট । আজ আমি একটি রজনীগন্ধা ফুলের স্টিক তৈরি করেছি। এবং রজনীগন্ধার স্টিকটি ক্লে দিয়ে তৈরি করেছি। ক্লে দিয়ে তৈরি যে কোন জিনিসেই দেখতে ভালো লাগে। স্টিকটি তৈরির পর আমারো বেশ ভালো লেগেছে। ক্লের তৈরি আজকের রজনীগন্ধা ফুলের স্টিকটি, আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে খুশি হবো।আজকের রজনীগন্ধা ফুলের স্টিকের ডাই প্রজেক্টটি তৈরিতে, আমি ব্যবহার করেছি বিভিন্ন রং এর ক্লে সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক রজনীগন্ধা ফুলের স্টিক তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

f20.jfif

১।বিভিন্ন রং এর ক্লে
২।চিকন কাঠি
৩।ক্লে টুলস

রজনীগন্ধা ফুল তৈরির ধাপ সমূহ

ধাপ-১

f15.jfif

f14.jfif

f13.jfif

প্রথমে সম পরিমাণ নীল ও হলুদ রং এর ক্লে একসাথে মিশিয়ে নিয়ে সবুজ রং তৈরি করে নিয়েছি।কারন আমার সবুজ রং এর ক্লে শেষ হয়ে গেছে। আর পাতা বানানোর জন্যত সবুজ রং লাগবেই। তাই বানিয়ে নিলাম দু'রং এর ক্লে মিশিয়ে।

ধাপ-২

f9.jfif

f8.jfif

এরপর রজনীগন্ধার স্টিক তৈরি করার জন্য কাঠিতে সবুজ রং এর ক্লে লাগিয়ে নিয়ে স্টিক বানিয়ে নিলাম।

ধাপ-৩

f12.jfif

f10.jfif

সবুজ রং এর ক্লে ব্যবহার করে কিছু কলি বানিয়ে নিলাম।

ধাপ-৪

f11.jfif

কিছু পাতা বানিয়ে নিলাম সবুজ রং এর ক্লে দিয়ে।

ধাপ-৫

f18.jfif

সাদা ক্লে দিয়ে ফুলের পাপড়ি বানিয়ে নিলাম।

ধাপ-৬

f17.jfif

f16.jfif

বানানো পাপড়ি গুলো পরপর যুক্ত করে ফুল বানিয়ে নিয়েছি। এবং ফুলের মাঝখানে হলুদ রং এর ক্লে দিয়ে ফুলের রেনু বানিয়ে নিয়েছি।

ধাপ-৭

f7.jfif

f6.jfif

f5.jfif

এরপর তৈরি করা কলি,পাতা ও ফুলগুলো তৈরি করা ডালে লাগিয়ে নিয়ে রজনীগন্ধার স্টিকটি বানিয়ে নিয়েছি।

উপস্থাপন

f21.jfif

f23.jfif

আশাকরি ক্লে দিয়ে আমার বানানো রজনীগন্ধা ফুলের স্টিকটি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টডাই
পোস্ট তৈরি@selina75
মোবাইলRedmi A-5
তারিখ১৫ই সেপ্টেম্বর,২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলেই আপু,নিম্মচাপ সৃষ্টি হয়েছে বেশ কয়েকদিন ধরে আমাদের এখানেও।যাইহোক আপনার তৈরি ক্লে দিয়ে আগেও কয়েকটি জিনিস দেখেছি।খুবই সুন্দর করে রজনীগন্ধা ফুলের স্টিক তৈরি করেছেন।একদম বাস্তবের মতোই লাগছে তবে একটি দুটি পাতা দিলে আরো ভালো লাগতো।ধন্যবাদ আপু।

গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

image.png

আপনি তো দেখছি ক্লে দিয়ে রজনীগন্ধা ফুল সহ স্টিক তৈরি করেছেন আপু।এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখে মুগ্ধ হলাম।যদিও কাজটি করা খুব সহজ নয় তবুও আপনি বেশ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন আপু ছোট ছোট কাজতো তাই সময় একটু বেশি লেগেছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

ক্লে দিয়ে রজনীগন্ধা ফুলের স্টিক সত্যিই অসাধারণ একটি কাজ করেছেন আপু ।দেখে তো একদম মুগ্ধ হয়ে গেলাম। প্রথম দেখায় আমি ভেবেছি সত্যি সত্যি রজনীগন্ধা ফুলের স্টিক।এত চমৎকার বানিয়েছেন দেখে বোঝাই যাচ্ছে না এটি ক্লে দিয়ে তৈরি করেছেন। নিখুঁত কাজ ছিল। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। চেস্টা করেছি কিছুটা কাছাকছি বানাতে। মতামতের জন্য ধন্যবাদ আপু।

আসলে ক্লে দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় তা আপনাদের পোস্টগুলো দেখে বোঝা যাচ্ছে। আসলে রজনীগন্ধা ফুল আমার অত্যন্ত একটি প্রিয় ফুল। আপনি খুব সুন্দর ভাবে এই ফুলটি তৈরীর প্রতিটা ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রজনীগন্ধা ফুলের ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ক্লে দিয়ে যে কত কিছু বানানো যায় তার কোন হিসাব নেই। কেবল সময় নিয়ে বসতে হয়। মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।

একদম ঠিক বলছেন আপু সারাদেশেই বৃষ্টি পড়ছে। তবে আল্লাহ তায়ালা জানেন কখন কি হয়।তবে অতি গরম থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। যাইহোক আপু এতো সুন্দর করে ক্লে দিয়ে যে রজনীগন্ধা ফুলের স্টিক তৈরি করেছেন ক্যাপশন না দিলে বুঝতেই পারতাম না। মাশাআল্লাহ আপু অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। অনেক অনেক ধন্যবাদ আপু।

ক্লে দিয়ে কোন কিছু বানালে দেখতে বেশ সুন্দর হয়। আর আমি সব সময় চেস্টা করি সুন্দর করে বানাতে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

ঠিকই যে হারে বৃষ্টি হচ্ছে তাতে তো মনে হচ্ছে আবার বিভিন্ন জায়গায় বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে । বৃষ্টি তো আজকে সারাদিন নেমেছে । যাই হোক আপু আপনার ক্লে দিয়ে বানানোর রজনীগন্ধা ফুলটা আমার কাছে খুব ভালো লেগেছে । এটি আমি দেখেছি আমার কাছে তখনই ভালো লেগেছিল ভেবেছিলাম বানাবো । আপনি বানিয়ে ফেলেছেন দেখে ভালো লাগলো।

আপনিও বানান আরও কিছু যুক্ত করে।তাহলে নতুন কিছু দেখার সুযোগ হবে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

এই বৃষ্টির রেস না কাটলে মনে আর শান্তি পাচ্ছি না।সারাদিন শুয়ে বসে আর থাকতে ইচ্ছা করে না।

ক্লে ব্যবহার করে আপনি আজ খুব চমৎকার একটি রজনি গোন্ধা ফুলের স্টিক বানিয়েছেন। অনেক দারুন হয়েছে দেখতে ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ পোস্টটি পড়ে যথাযথ মন্তব্য করার জন্য।

বৃষ্টির কারণে নতুন করে বন্যা দেখা দিচ্ছে জন্য আবারও দূর্ভোগ বেড়ে যাচ্ছে জনজীবনে। আপনি ক্লে দিয়ে চমৎকার সুন্দর করে রজনীগন্ধার স্টিকার বানিয়েছেন যা খুব সুন্দর হয়েছে। বানানো পদ্ধতি ধাপে ধাপে চমৎকার ভাবে তুলে ধরেছেন যা চাইলে যে কেউ আপনার পদ্ধতি অনুসরণ করে বানিয়ে ফেলতে পারবে চমৎকার রজনী গন্ধার স্টিকার টি।ধন্যবাদ আপনাকে সুন্দর ফুলের স্টিক বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

ক্লে দিয়ে কোন কিছু বানালে দেখতে বেশ সুন্দর হয়। তাই আমি চেস্টা করি ক্লের কাজ করতে। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

প্রথম অবস্থায় দেখে মনে হবে এ যেন আসল রজনীগন্ধা ফুল। ক্লে দিয়ে রজনীগন্ধা ফুলের স্টিক টা চমৎকার তৈরি করেছেন আপু। খুবই সুন্দর লাগছে। এবং পোস্টের প্রতিটা ধাপ দারুণ উপস্থাপন করেছেন। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার পোস্ট টা।

আপনার কাছে সত্যিকারের রজনীগন্ধার স্টিক মনে হয়েছে মানে আমার ফুল বানানো সার্থক। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

ক্লে দিয়ে খুব সুন্দর একটি রজনীগন্ধার স্টিক তৈরি করেছেন। সাদা ফুলগুলো সত্যিই দারুন লাগছে দেখতে। ‌ দেখে মনে হচ্ছে সত্যিকারের রজনীগন্ধা ফুলের স্টিক। খুব সুন্দর ভাবে পুরো জিনিসটা তৈরি করেছেন। ধন্যবাদ আপু।

আমার চেস্টা সফল মনে হচ্ছে আপনার মন্তব্য পড়ে। ধন্যবাদ আপু।

ক্লে দিয়ে নানা রকমের জিনিস তৈরি করা যায়। আর তৈরি করা হলে দেখতে ভীষণ ভালো ও লাগে। আপনার ক্লে দিয়ে তৈরি রজনীগন্ধা ফুলের স্টিকটি দারুন হয়েছে। আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন এজন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে।

ঠিক বলেছেন ক্লে দিয়ে অনেক কিছুই বানানো যায়। আর দেখতেও সুন্দর লাগে। মতামতের জন্য ধন্যবাদ আপু।

বাহ ক্লে দিয়ে তৈরি রজনীগন্ধা ফুলের স্টিক,মাথা নষ্ট করা প্রজেক্ট। সব সময় আপনার ডাই প্রজেক্ট গুলো সবার থেকে আলাদা হয়ে থাকে। আজকের প্রজেক্ট এর মাধ্যমেও আপনি অনেক প্রশংসা পাবেন। প্রজেক্টটা আমার কাছে সত্যিই অনেক অনেক ভালো লেগেছে। সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আমি চেস্টা করি নতুন ধরনের ডাই পোস্ট শেয়ার করতে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

বাহ্ আপনি তো দেখছি ক্লে খুবই সুন্দর করে রজনীগন্ধা ফুলের স্টিক তৈরি করেছেন। ক্লে দিয়ে কিছু তৈরি করলে দেখতে অনেক বেশি কিউট লাগে। আপনার তৈরি করা ফুলটি অনেক সুন্দর হয়েছে। তাছাড়া ক্লে দিয়ে এই রজনীগন্ধা ফুল কিভাবে তৈরি করেছেন তাও খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

জি আপু ক্লে দিয়ে কাজ করতে বেশ ভালো লাগে। আর বানানো জিনিসগুলো দেখতেও সুন্দর লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

রজনীগন্ধার স্টিক এর ছবিটি দেখে প্রথমে মনে করেছিলাম এটি একটি ফটোগ্রাফি। কিন্তু পরে পোস্টটি পড়ে দেখলাম যে এটি আপনি ক্লে দিয়ে তৈরি করেছেন।রজনীগন্ধার স্টিকটি দেখে বোঝার উপায় নাই এটি তৈরি করা। এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

এতো সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ আপু।