ম্যান্ডালা আর্টঃ বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা অংকন।

in hive-129948 •  2 years ago 

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভাল আছি। আজ্ ১৭ই জৈষ্ঠ্য ১৪৩০ বঙ্গাব্দ,৩১ মে,২০২৩ খ্রীস্টাব্দ। গত কয়েকদিন ধরে প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ট । তার উপর মরার উপর খাড়ার ঘা বিদ্যুতের যাওয়া আসা। বিশেষ করে গ্রামের অবস্থা বেশি খারাপ। তার উপর আবহাওয়াবিদরা বলছেন, বর্তমানে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপ প্রবাহ ! যা আগামি ৩/৪ দিন অব্যহত থাকার সম্ভবনা আছে। তাই শিশু ও বয়স্কদের যত্ন নিন।বন্ধুরা, আমি চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। তাইতো নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ম্যান্ডাল আর্ট নিয়ে। আমি আজ একটি রঙ্গিন ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। ছোট ছোট বিভিন্ন ডিজাইন আকা হয় বলে ম্যান্ডালা আর্টগুলো দেখতে বেশ সুন্দর লাগে। আজকের ম্যান্ডালা আর্টটি করার জন্য ব্যবহার করা হয়েছে সাদা কাগজ,পেন্সিল,রাবার জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, ম্যান্ডালা আর্টটি অংকনের বিভিন্ন ধাপ গুলো। আশাকরি ভালো লাগবে আপনাদের।

m12.jpg

উপকরণ

m1.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩। হ্লুদ রং এর সাইন পেন
৪। রাবার
৫। স্কেল
৬।পেন্সিল কম্পাস
৭। জেল পেন

ধাপ-১

m2.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি ছবির মতো করে। এর ভিতরেই ম্যান্ডালা আর্ট অংকন করবো।

ধাপ-২

m3.jpg

কাগজের মাঝ বরাবর পেন্সিল দিয়ে কয়েকটি বিভিন্ন মাপের বৃত্ত একে নিয়েছি।

ধাপ-৩

m4.jpg

m5.jpg

এবার একে নেয়া বৃত্তগুলোর মধ্যে ছোট বৃত্তটিতে ফুল একে নিয়েছি। এবং কিছু অংশ জেল পেন দিয়ে ভরাট করে নিয়েছি,দেখতে সুন্দর লাগার জন্য।

ধাপ-৪

m6.jpg

m8.jpg

m9.jpg

একইভাবে অন্যান্য বৃত্তগুলো বিভিন্ন ডিজাইন একে ভরাট করে নিয়েছি। এবং হলুদ রং এর সাইন পেন দিয়ে কিছু অংশ রং করে নিয়েছি।

শেষ ধাপ

m10.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে ম্যান্ডালা আর্ট অংকন শেষ করেছি।

উপস্থাপনা

m11.jpg

m13.jpg

আশকরি আজ আমার আঁকা ম্যান্ডালা আর্ট আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। এ গরমে নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের আকা ম্যান্ডালা আর্ট এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেণীম্যান্ডালা আর্ট
ক্যামেরাSamsungA10
পোস্ট তৈরি@selina75
লোকেশনঢাকা,বাংলাদেশ

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

ম্যান্ডেলা আর্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে অবসর টাইমে। আর আপনার মেন্ডেলা আর্টটি দেখে আমি মুগ্ধ হয়েছি সত্যি অনেক সুন্দর হয়েছে আপনার মেন্ডেল আর্ট এর প্রক্রিয়াটি।বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা অংকন। সব থেকে বেশি ভালো লেগেছে আপনার কালার কমিশন টা দেখে ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া।

আসলে ম্যান্ডেলা আর্ট দেখতে যতটা সহজ মনে হয় তৈরি করাটা ততটা সহজ নয়। এর আগে আমি কখনো ম্যান্ডেলা আর্ট তৈরি করিনি। আজকের আপনার এই আর্টটি দেখে পরবর্তীতে ভাবছি আমিও একটি ম্যান্ডেলা আর্ট পোস্ট করব আপনাদের মাঝে।

চেস্টা করেন। আশাকরি সুন্দর হবে। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা অংকন খুবি সুন্দর হয়েছে। আপনার চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম। ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আজকে আপনি আমাদের মাঝে বৃত্তের অসাধারণ একটি মেন্ডেলা আর্ট তৈরি করে উপস্থাপন করেছেন। বৃত্তের মাঝে এত সুন্দর দৃশ্য তৈরি করে আমাদের মাঝে শেয়ার করবেন তা যেন ভাবতেই অবাক লাগছে। আশা করি পরবর্তীতে আপনি আমাদের মাঝে এভাবে আরও অনেক নিত্য নতুন মেন্ডেলা আর্ট উপস্থাপন করবেন, সে প্রত্যাশায় রইলাম।

অবশ্যই ভাইয়া। অনেক ধন্যবাদ ।