ডাই প্রজেক্টঃpuss ডিজাইন এর কানের দুল তৈরি।

in hive-129948 •  last month 

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবাই সবসময় যেনো ভালো থাকেন। আজ ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, শরৎকাল, ১৪৩১বঙ্গাব্দ। ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ । আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

e16.jfif

বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন আর একটি পোস্ট নিয়ে। এসো নিজে করি সপ্তাহ উপলক্ষে আজ আমি এক জোড়া কানের দুল বানিয়েছি । কানের দুল বানানোর বিভিন্ন ধাপ আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি আপনাদেরো ভালো লাগবে। ক্লে দিয়ে যে কোন জিনিস বানালে দেখতে বেশ সুন্দর লাগে। তেমনই puss ডিজাইন এর কানের দুলও দেখতে বেশ সুন্দর লাগছিলো। যদিও মটির মতো করে ক্লে দিয়ে কাজ করা যায় না। তবুও মাটির মতো করে বিভিন্ন জিনিস বানানো যায় ক্লে দিয়ে । আর দেখতেও তেমনই সুন্দর লাগে। আজকে puss ডিজাইন এর কানের দুল বানাতে আমি ব্যবহার করেছি বিভন্ন রং এর ক্লে ও কাল রং এর সাইন পেন সাথে আরও কিছু উপকরণ। চলুন দেখে নেই ক্লে দিয়ে puss ডিজাইন এর কানের দুল তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের ক্লে দিয়ে বানানো puss ডিজাইন এর কানের দুল জোড়া আপনাদের ভালো ।

উপকরণ

e13.jfif

e11.jfif

১।বিভন্ন রং এর ক্লে
২। আই পিন
৩।কালো রং এর সাইন পেন
৪।জাম্প রিং
৫।ক্লে টুলস
৬।বর্শি হুক

ক্লে দিয়ে $puss ডিজাইন এর কানের দুল তৈরির ধাপ সমুহ

ধাপ-১

e1.jfif

প্রথমে puss এর মাথা বানানোর জন্য কমলা রং এর ক্লে কিছুটা পরিমাণ নিয়ে গোল করে চেপ্টা করে নিয়েছি।

ধাপ-২

e2.jfif

আরও কিছুটা ক্লে নিয়ে পাতার মতো করে দু'পিস বানিয়ে নিয়েছি puss এর কান বানাতে।

ধাপ-৩

e3.jfif

বানানো কান দু'টো মাথার সাথে লাগিয়ে দিয়েছি। কান দু'টো যাতে দেখতে সুন্দর লাগে সেজন্য কানে কিছুটা সাদা ক্লে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৪

e4.jfif

e5.jfif

এরপর puss এর চোখ ও মুখ বানিয়ে নিয়েছি বিভিন্ন রং এর ক্লে দিয়ে।

ধাপ-৫

e6.jfif

e7.jfif

e8.jfif

এবার কমলা রং এর ক্লে দিয়ে আবারও পাতার মতো বানিয়ে নিয়েছি puss এর শরীর বানানোর জন্য। বানানো শরীর মাথার সাথে লাগিয়ে নিয়েছি। এবং সাদা ও নীল রং এর ক্লে ব্যবহার করে puss এর গলার পেন্ডেন্ট বানিয়ে নিয়েছি। সুন্দর দেখার জন্য।

ধাপ-৬

e9.jfif

e10.jfif

এবার ক্লে প্যাচিয়ে puss এর লেজ বানিয়ে নিয়েছি। এবং তা বানানো পুসের সাথে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৭

e12.jfif

e21.jfif

সবশেষে আই পিন ও বর্শি হুক জাম্প রিং দিয়ে যুক্ত করে নিয়েছি। এবং আই পিন বানানো puss এর মাথায় ঢুকিয়ে দিয়ে কানের দুল বানানো শেষ করেছি। একইভাবে আরেকটি কানের দুল বানিয়ে নিয়েছি।সেই সাথে কাল সাইন পেন দিয়ে puss এর গোঁফ এঁকে নিয়েছি।আর এভাবেই ক্লে দিয়ে সুন্দর এক জোড়া puss ডিজাইন এর কানের দুল বানিয়ে নিলাম।

উপস্থাপন

e15.jfif

e16.jfif

আশাকরি আজকের ক্লে দিয়ে বানানো puss ডিজাইন এর কানের দুল আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের প্রতি বিশেষ যত্নশীল হন।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৩ই অক্টোবর, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png
image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার আইডিয়া দেখে আমি একেবারে মুগ্ধ হলাম। অনেক সুন্দর করে আপনি পুসের কানের দুল তৈরি করেছেন। আপনার তৈরি করা কানের দুল গুলো আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে। পুস গুলোকে দেখতে অনেক কিউট লাগছে। অনেক সুন্দর করে আপনি পুসের কানের দুল তৈরি করেছেন। এগুলো তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ।

আমার বাংলা ব্লগ নতুন নতুন আইডিয়া তৈরিতে সাহায্য করছে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপু অনেক সুন্দর হয়েছে ক্লে দিয়ে কানের দুল
জোড়া।আসলে আপু পুস দেখে অনেক ভালো লাগলো। আপনার ডাই গুলো সব সময় চমৎকার হয়।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন ধন্যবাদ আপনাকে ।

আমার ডাই প্রজেক্টগুলো আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

বাহ চমৎকার একটি ডাই প্রজেক্টা। ক্লে দিয়ে puss ডিজাইনের কানের দুল তৈরি করলেন আপনি। এত সুন্দর ডিজাইনের কানের দুল দেখে খুবই ভালো লাগলো। আপু এই কানের দুল পরলে কানে খুব সুন্দর দেখাবে। সুন্দর একটি ইউনিক ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করলেন অনেক ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Wow! It looks very aesthetic. Your handcraft instructions always made me surprised. The design of $Puss with clay is amazing, and this will encourage others to be interested in $puss.

মটির মতো করে ক্লে দিয়ে কাজ করা যায় না। তবুও মাটির মতো বিভিন্ন জিনিস বানানো যায়। আপনি অনেক সুন্দর ভাবে ডিজাইনের দুল বানিয়েছেন ।আপনার আইডিয়াটি অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপু সুন্দর ডিজাইনের দুল আমাদের সাথে শেয়ার করার জন্য।

ঠিক তাই। মটির মতো করে ক্লে ব্যবহার করা যায় না ঠিকই কিন্তু মাটির মতো অনেক জিনিস বানানো যায়। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

puss ডিজাইন এর কানের দুল তৈরি করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো আপু। আপনার হাতের কাজ দেখে আমি রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

কানের দুল সহ বিভিন্ন সাজগোজের জিনিস তো মেয়েদের বেশ পছন্দের হয়ে থাকে। আপনারা এগুলো বিভিন্ন ডিজাইনের নিয়ে থাকেন। বেশ চমৎকার লাগল আপনার তৈরি কানের দুলটা দেখে। Puss এখন এখানেও ভাবা যায়। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

পুস আমাদের ভালবাসা তাইতো কানের দুল বানালাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।

বাহ! আপনার আইডিয়া দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর লাগছে কানের দুল গুলো। Puss গুলো খুবই কিউট লাগছে দেখতে। এত সুন্দর একটি কানের দুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

আমার বানানো পুস এর কানের দুল আপনার কাছে কিউট লেগেছে জেনে ভাল লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

কানের দুল গুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আপু। আর আপনার আইডিয়াটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। Puss তৈরি করে সুন্দর করে দুল তৈরি করেছেন আপু। অসাধারণ হয়েছে দেখতে।

অনেক ধন্যবাদ আপু।

puss ডিজাইন এর কানের দুল তৈরি অসাধারণ হয়েছে। আসলে আপনার ইউনিক ধারনাটি দেখতে পেয়ে ভাল লাগল। এত সুন্দর ভাবে আপনি তৈরি করেছেন ধাপগুলো দেখে তৈরি করা শিখে নিলাম।

আমি সহজ করে কানের দুল তৈরির ধাপগুলো শেয়ার করেছি। যাতে যে কেউ বানাতে পারে। আপনি শিখতে পেরেছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপু আপনি ক্লে দিয়ে পুস ডিজাইনের কানের দুল তৈরি করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। আপনার আইডিয়াটা দেখে আমার বেশ ভালো লাগলো। আপনি অনেক দক্ষতার সাথে পুরো কাজটি সম্পন্ন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমার কাজটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

আপনাকে অনেক অনেক সুস্বাগতম।