নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির "থিম কবিতা"

in hive-129948 •  last year 


আসসালামু আলাইকুম/আদাব

☆꧁:স্বরচিত থিম কবিতা ꧂☆



꧁নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমি꧂


কবি আমি ছবি আমি
আমি সেলিনা সাথী
আঁধার ঘরে জ্বলে ওঠা
নিয়ন আলোর বাতি।

IMG-20240113-WA0004.jpg

সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আজকে কিছুটা সুস্থতা অনুভব করছি। সুস্থতা কত বড় নেয়ামত অসুস্থ না হলে তা বোঝা যায় না।আর তাই সকলের জন্য মন থেকে দোয়া করছি সবাই যেন সব সময় সুস্থ অবস্থায় থাকেন।


বন্ধুরা, আমার বহু আকাঙ্ক্ষিত স্বপ্ন,, নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি অ্যাক্যাডেমি।যদিও শুরুতে এর নাম ছিল নীলফামারী সাহিত্য একাডেমি।পরে সবার সিদ্ধান্তক্রমে নামটির একটু পরিবর্তন আনা হয়েছে।ইতিমধ্যে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি নীলফামারী সাহিত্য ও সাংস্কৃতি একাডেমির ব্যানারে।এছাড়াও আমরা নতুন করে নীলফামারী শিক্ষার্থী শাখা অপেন করেছি। যার কারনে স্কুল কলেজগুলোতেও এখন আমরা নিয়মিত সাহিত্যচর্চা চালিয়ে যেতে পারছি।ইতিমধ্যে আমাদের একাডেমীর প্রোগ্রামে এমপি থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র সহ উপস্থিত ছিলেন।যদিও নীলফামারী সাহিত্য ও সংস্কৃতির অস্থায়ী কার্যালয় সাথী পাঠাগার।আমরা আমাদের মাসিক আড্ডা গুলো সেখানেই করে থাকি। অনেক চিন্তা করে আমাদের একাডেমির একটি থিম কবিতা আজকে লিখলাম।।এই থিম কবিতাটি কেমন হয়েছে আপনাদের পরামর্শ পেলে উপকৃত হতাম।চলুন তাহলে থিম কবিতাটি পড়ে আসি।

IMG_20231201_163549.jpg

"নীলফামারী সাহিত্য ও সংস্কৃতিএকাডেমি"


🥀সেলিনা সাথী🥀


আমরা যুবক, আমরা প্রবীণ, আমরা নবিন দল,
সাহিত্য ও সংস্কৃতিকে, এগিয়ে নেব চল-
জ্ঞানের মশাল হাতে নিয়ে আমরা ছড়াই আলো,,
দীপ্ত পায়ে এগিয়ে চলি দূর করি সব কালো।

কলম হাতে দূর্বিনীত মোরা'ই বার্তাবাহক
অনির্বাণ শিখা হাতে আমরা কজন চাতক।
দুর্বার মোরা নির্ভীক মোরা আলোর দিশারী
মুক্ত মনের পথিক মোরা নয়তো শিকারি।

বোমা বারুদ নেইতো মোদের সাহিত্য প্রেম মনে
সাহিত্যের সাথে বসবাস করি সর্ব ক্ষণে
ন্যায়ের কথা বলব মোরা চলবো আলোর পথে,
সমাজটাকে বদলে দেবো এক হয়েছি মতে।

এক হয়েছি কলম সৈনিক মুক্তির সন্ধানে,
মূল্যবোধের ফুল ফোটাবো, কবিতার উদ্যানে।
বিদ্রোহ নয়, কটাক্ষ নয়, আনবো নতুন রবি,
নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির
নবীন প্রবীণ কবি।

প্রভাতফেরির কিরণ হব আনবো জয়ের মালা,,
সুভাষিত ফুলে ফুলে ভরিয়ে দেবো ডালা।
মেধা -স্বপ্ন -মূল্যবোধ কে বিকশিত করে,,
বিশুদ্ধ সাহিত্য চর্চার হাল রাখবো ধরে।

নীলফামারী সাহিত্যাঙ্গনে সংস্কৃতি চর্চা হবে,
শত শত যুগে যুগে, এই -একাডেমি রবে।
স্বপ্ন একদিন পূরণ হবে রেখে গেলাম আশা
কবিতার বর্ণমালায় দিলাম ভালোবাসা♥♥

.................................
১৫ জানুয়ারি২০২৪
সময় দুপুর ০১:৩৫
কবিতা কুটির নীলফামারী

IMG_20230730_201516.jpg

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: (থিম কবিতা)

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার লেখা কবিতাগুলো বেশ সুন্দর হয় । আর আজকের লিখা কবিতাটি বেশ সুন্দর হয়েছে। কবিতার মাধ্যমে আপনাদের সাহিত্য একাডেমীর বর্তমান ও ভবিষ্যত আকাংখাগুলো বেশ সুন্দরভাবে তুলে ধরেছেন। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

আপু আপনি অনেক সুন্দর ভাবে কবিতা লিখেছেন। সত্যি আপু এই কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার প্রতিভা বরাবরই আমাকে মুগ্ধ করে। অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল আপু।