বর্ণাঢ্য আয়োজনে হয়েছে "কাব্যকলির" মোড়ক উন্মোচন ।

in hive-129948 •  2 years ago 


আসসালামু আলাইকুম/আদাব

IMG_20230301_211310.jpg


শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। এটাই প্রত্যাশা করি।

IMG-20230218-WA0115.jpg

IMG_20230218_220408.jpg


বন্ধুরা,বর্ণাঢ্য আয়োজনে হয়েছে কাব্যকলির মোড়ক উন্মোচন ।

নীলফামারী সাহিত্য একাডেমির প্রথম প্রয়াস, বাংলাদেশ,ভারত ও প্রবাস বাংলার কবিদের লেখা নিয়ে প্রকাশিত - সেলিনা সাথী ও রাশেদুজ্জামান তাওহীদ সম্পাদিত কাব্যগ্রন্থ কাব্যকলি'র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জাতীয় শিশু একাডেমির ভিআইপি হলরুমে জাতীয় গ্রন্থাগার ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে


IMG_20230305_232809.jpg

IMG_20230305_232859.jpg


কাব্যকলির মোড়ক উন্মোচন করেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. তাজুল ইসলাম- এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ-এমপি, বাংলা একাডেমি সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ, কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাদ্দাম হোসেন, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান বাবু, ঢাবি ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ ও পাঠাগার আন্দোলন বাংলাদেশের উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক ইমাম হোসাইন, দৈনিক কালবেলার সম্পাদক আবেদ খান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর ড. হাসান কামাল,
বিশ্ব খাদ্য সংস্থা ও বিশ্ব ব্যাংকের উপদেষ্টা ও বিশেষজ্ঞ প্রফেসর ড. মাহমুদুল করিম, জাপান চেম্বার অব ইন্ড্রাস্ট্রিজ এন্ড কমার্সের সাবেক সভাপতি আব্দুল হক, সোনালী ব্যাংক লিমিটেডের ন্যায়পাল (অব:) কামরুল ইসলাম, আগামী প্রকাশনের স্বত্তাধিকারী ওসমান গনি, বাংলা টেলিভিশনের চেয়ারম্যান সৈয়দ শাহাদুল হক, নীলফামারী সাহিত্য একাডেমির সভাপতি সেলিনা সাথী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান তাওহীদ, নীলফামারী জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি ইশরাত জাহান পল্লবী প্রমুখ। বাংলাদেশে বেসরকারি গ্রন্থাগার পরিষদের সভাপতি ও পাঠাগার আন্দোলন বাংলাদেশের ট্রাস্টি মালিক খসরু পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচির পরিচালনা করেন জাতীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন-১৭) ও বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের মহাসচিব হাবিবা রহমান খান। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক রূপা চক্রবর্তী।


IMG_20230305_232719.jpg


অনুষ্ঠানে অতিথিবৃন্দ নীলফামারী সাহিত্য একাডেমির ভূয়সী প্রশংসা করেন। সংস্কৃতি বিষয়ক মাননীয় মন্ত্রী তাঁর আলোচনায় কাব্যকলি গ্রন্থটি সকলের সামনে উঁচিয়ে ধরে নীলফামারী সাহিত্য একাডেমির সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিতি ছিল সহস্রাধিক। অনুষ্ঠানটি সফল করতে মিডিয়া পার্টনার ছিলেন- জিটিভি, একুশে টেলিভিশন, গ্লোবাল টেলিভিশন, বাংলা টিভি, ক্যাপিটাল এফএম, বিজনেস বাংলাদেশ, যুগান্তর ও দ্যা নিউ এজসহ বিভিন্ন গণমাধ্যম। উল্লেখ্যযে, কাব্যকলি বইটি একুশে বইমেলায় পরিলেখ প্রকাশনীর ৯৮ নম্বর স্টলে পাওয়া গেছে। বইটি প্রকাশ করেছেন প্রকাশনা সংস্থা গ্রন্থলিপি প্রকাশন।

IMG_20230305_232653.jpg


বইমেলার তথ্যকেন্দ্র থেকে মুহুর্মুহু প্রচারিত হচ্ছিল কাব্যকলি নামটি। নিঃসন্দেহে কাব্যকলি একটি সফল কাব্যগ্রন্থ। বইটিতে যাদের লেখা স্থান পেয়েছে তারা বইটি শুভেচ্ছা মূল্য দিয়ে সংগ্রহ করে নীলফামারী সাহিত্য একাডেমিকে এগিয়ে নিতে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা পেলেই আগামীতে আরো ভালো কিছু উপহার দেয়া সম্ভব হবে। তবে সে ক্ষেত্রে আমার বাংলা ব্লগ খুবই চমৎকার ভাবে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। আমাদের বিভিন্ন প্রকাশনায় আমার বাংলা ব্লগ এর ইউজার দের লেখা ছাপিয়ে,, তাদেরকে আরো বেশি অনুপ্রাণিত ও উৎসাহ যোগাতে ভূমিকা রাখতে পারে।

কাব্যকলির মাধ্যমে আমার বাংলা ব্লগকে প্রচার করার চেষ্টা করেছি,সুকৌশলে।কারন আমার বাংলা ব্লগ আমার হৃদয়ের স্পন্দন।তাইতো মনের গভীর থেকে বারবার একটি শব্দ উচ্চারিত হচ্ছিল। যখন কাব্যকলি সম্পাদনা করি। তখন ভাবছিলাম এটা আরেকটা সুযোগ হতে পারে। আমার বাংলা ব্লগকে অনেকের মাঝে ছড়িয়ে দিতে।এবং আমার বাংলা ব্লগের সন্মানিত প্রতিষ্ঠাতা, সম্মানিত এডমিন, এবং সম্মানিত মডারেটরগণ যাদের লেখা ছাপানো হয়েছে। তাদের লেখার নিচে আমার বাংলা ব্লগ এবং পদবী টা লিখে দেয়া হয়েছে। এটা হৃদয় নিংড়ানো ভালোবাসা।নীলফামারী সাহিত্য একাডেমির পক্ষ থেকে।


IMG_20230217_231257.jpg

IMG_20230217_231735.jpg


dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার এইরকম উদ‍্যোগকে অনেক শ্রদ্ধা এবং সম্মান জানাই আপু। কাব‍্যকলির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের অনেক সম্মানিত ব‍্যক্তি উপস্থিত ছিলেন। এবং তাদের দ্বারা এইরকম কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এটা অনেক বড় পাওয়া। যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনি খুব ধৈর্য্য সহকারে পোস্ট পড়ে, সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদান করার জন্য।♥♥