সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমরা সপরিবারে অনেক অসুস্থ।103 ডিগ্রি জ্বর নিয়ে আজকের এই পোস্ট লিখতেছি।চোখে ঝাপসা দেখি।পুরো শরীর জুড়ে অনেক ব্যথা।সিয়ামের অবস্থাও সেম।সকলেই দোয়া করবেন আমরা যেন খুব দ্রুত সুস্থতা লাভ করতে পারি।প্রচন্ড জ্বরের ঘোরে গতকাল একটি কাল্পনিক কবিতা লিখেছিলাম।ভাবলাম আজ সেটাই শেয়ার করি আপনাদের সাথে।আশাকরি আপনাদের মন্দ লাগবে না।তবে চলুন শুরু করা যাক স্বরচিত কবিতা "রুপ"এই কবিতাটির সাথে আমার বাস্তবতার কোন মিল নাই শুধুই কল্পনিক একটি কবিতা।তবে কারো সাথে যদি মিলে যায় সেটা ভিন্ন কথা।তবে বর্তমান রিলেশনশিপ গুলো কিন্তু এরকমই হয়ে থাকে।বিশেষ করে ভার্চুয়াল জগতে।সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলব ভার্চুয়াল জগতে কাউকে কোনদিন কখনোই অন্ধভাবে বিশ্বাস করা যাবেনা।যদি অন্ধভাবে কাউকে বিশ্বাস করতে চান আপনার সরল মনে সরলতার সুযোগ নিয়ে প্রচুর আঘাত পাওয়ার আশঙ্কা থাকে। নারী হোক আর পুরুষ হোক অপরপ্রান্ত থেকে কেউ যদি আপনাকে বলে একদিন আপনার সাথে কথা না বলে থাকতে পারে না না দেখে থাকতে পারে না বিশ্বাস করুন এগুলো হান্ড্রেট পারসেন্ট মিথ্যে কথা।আর এই মিথ্যে কথাগুলো ওদের মিথ্যে প্রেমের পুঁজি।যারা মানুষের মন নিয়ে খেলে,,তারা আর যাই হোক মানুষ হতে পারে না।যাক সেসব কথা চলুন কবিতায় ফিরে যাই।
"রুপ"
সেলিনা সাথী
ঈদ এলেই চেনা যায়
তোমার আসল রূপ,,,
সারাদিনের প্রেমের বুলি
এক নিমিষেই চুপ।
একটু যদি দেরি হতো
ধরতে তোমার ফোন,,
রাগেমাগে উঠতে জ্বেলে
খারাপ হতো মন
জ্বরের ঘোরে বিভোর হয়ে
আছি যখন পড়ে,,,
তুমি তখনই সময় কাটাও
অন্য নারীর ঘরে।।
বন্ধুবান্ধব মজা মাস্তি
নিয়েই বেসামাল,,,
তোমার কাছে নির্ভরতা
আবেগে মাখা জঞ্জাল।
আত্মীয়-স্বজন -প্রতিবেশী
দেখতে এল সবাই,,,
একমাত্র প্রিয় মানুষ
করলো আমায় জবাই।
দুর্দিনে আজ একটিবারও
নিলেনা আমার খবর,,,
কেমনে তুমি দিয়ে গেলে
ভালোবাসার কবর।
তোমার ও এমন দুর্দিন
এসেছিল যেদিন,,,
পাশে থেকে সহমর্মিতা
জানিয়েছিলাম সেদিন।।
স্বার্থসিদ্ধির জন্য শুধু
করো বাহানা,,,
সত্যি করে বলছি "প্রিয়"
তোমার নেইকো তুলনা
বিপদে বন্ধুর পরিচয়
সর্ব লোকে কয়,,
এই কথাটির নতুন করে
হল আবার জয়।।।
এমনি করেই থেকো সুখে
এই দোয়াটাই করি,,,
নিয়না আর খবর তুমি
যদিও যাই মরি।।
[প্রচন্ড জ্বরে কাল্পনিক কবিতা]
দুয়া করবেন সবাই,,,,,,
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
আপনি সব সময় অনেক সুন্দর কিছু কবিতা আমাদের মাঝে উপহার দেন। কবিতাগুলো এত সুন্দর হয় যে ইচ্ছে করে আপনার ভেতরে প্রবেশ করে আইডিয়াগুলো বের করে নিয়ে আসি। হাহাহা। আসলেই আপু অনেক সুন্দর হয়েছে কবিতাটি আর আপনি সুস্থ হয়ে উঠুন এই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই বলি আপনার কবিতা আমার ভীষণ ভালো লাগে। তবে আপনার জ্বরের খবর শুনে বেশ খারাপ লাগলো। আশা করছি অতিদ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন। আর এভাবে সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দিবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই বলি তাড়াতাড়ি সুস্থ হয়ে জীবনের ছন্দে ফিরুন 🤲
দোয়া করছি।
বিপদে পরলে মানুষের আসল রুপ চেহারা অনেকটাই সামনে আসে। তবুও মানিয়ে চলার চেষ্টা করতেই হয় আমাদের।
দোয়া রইল পুরো পরিবারের জন্য।
কবিতা ভালো ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit