সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি কোন এক রকম। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি।
বন্ধুরা আপনারা অনেকেই অবগত আছেন যে, বেশ কিছুদিন আগে সিয়াম অনেক অসুস্থ ছিল।এবং গুরুতর অসুস্থ ছিল।ওকে ঢাকা থেকে নীলফামারী নিয়ে এসে যখন ডাক্তার দেখালাম। ডাক্তার বলল ওর মামপ্স হয়েছে। এটা একটি ভাইরাসজনিত রোগ।এই ভাইরাস থেকে রক্ষা পেতে প্রায় 15 দিন সময় লেগে যায়।এই রোগ আক্রমণ করলে কান থেকে নিচের অংশ ডান এবং বাম দু'পাশেই ফুলে যায়। এবং তীব্র ব্যথা ও সেইসাথে তীব্রতর জ্বর হয়! এমন ভাবে ফুলে যায় যেন হঠাৎ করে কেউ দেখলে চিনতে পারবে না।এত জটিল এবং কঠিন এই রোগ।আলহামদুলিল্লাহ সিয়াম এখন সম্পূর্ণ সুস্থ।কিন্তু গতকাল থেকে শিপুর অবস্থা অনেক ভয়াবহ।যেমনটি হয়েছিল সিয়ামের।শিপুর অনেক যত্ন নেয়া হচ্ছে।ডাক্তার দেখানো হয়েছে।আপনারা সকলেই দোয়া করবেন শিপু যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে।আপনারা অনেকেই জানেন যে শিপু এবার এইচএসসি পাস করেছে খুব ভালোভাবে।সামনে ওর ভার্সিটি ভর্তি এক্সাম।আগামী 12 ই মে এ ঢাকা ভার্সিটির পরীক্ষা দিতে হবে।17 ই মে চট্টগ্রাম ভার্সিটিতে পরীক্ষা দিতে হবে।ক্রমান্বয়ে আরো অনেকগুলো ভার্সিটির পরীক্ষা সে দেবে।অথচ এখন শরীর এতটাই খারাপ যে সে বসে থাকতে পারছে না।খেতে পারছে না।একবার ভেবে দেখুন কি পরিস্থিতিতে আমরা এখন বর্তমান বসবাস করছি।আসলে বাচ্চাদের কিছু হলে এত বেশি কষ্ট হয়,, যা ভাষায় প্রকাশ করে লিপিবদ্ধ করা যাবেনা।
আমি সকলকে অনুরোধ করবো একটু সাবধানে চলাফেরা করতে। কারণ মামপস্ করোনার মত আরেকটি ভাইরাসজনিত রোগ।আমরা অনেকেই জানি রোগ তিন প্রকার-
১.মেটাবলিক রোগ
২.জীবাণু ঘটিত রোগ
৩.বংশগত রোগ।
মেটাবলিক রোগ হয় ত্রুটি পূর্ণ জীবন যাপনের জন্য। যা নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের নিজেদের হাতে। আমাদের খাদ্যাভ্যাস আমাদের চলাফেরা, আমাদের পপরিবেশ সঠিক না থাকার কারণে যে রোগ গুলো হয়। সেগুলো বয়ে বেড়াতে হয় আমাদের সারাজীবন। এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত ওষুধ খেতে হয়। যেমন -হূদরোগ ডায়াবেটিস ইত্যাদি।
ভাইরাস বা জীবাণুঘটিত যে সমস্ত রোগ হয় সেগুলোর একটা নির্দিষ্ট মেয়াদ কাল শেষে আর ওষুধ খেতে হয় না।ফলে জীবাণু ঘটিত রোগ গুলো খুব সহজে ভালো হয়ে যায়,নির্দিষ্ট সময়ের মধ্যে। যেমন কলেরা আমাশা করোনা মামপ্স ইত্যাদি রোগ।
আর বংশগত রোগ হচ্ছে এমন একটি বিষয় যে রোগটি আমার বাবার ছিল কিংবা দাদার ছিল কিংবা বংশের যে কারো থাকতে পারে বংশীয় কারণে যে সমস্ত রোগ হয় সেগুলো বংশগত রোগ বলে।আসলে রোগ যেটাই হোক না কেন তা কোনটাই ভালো নয়।প্রতিটি অসুখেই অনেক যন্ত্রণাদায়ক।সুস্থতা কত বড় নিয়ামত তা আমরা বুঝতে পারি যখন জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে পড়ে থাকি।কিংবা দীর্ঘদিন ধরে প্যারালাইসিস হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে থাকি।তখন টাকা পয়সা ধন সম্পদ আত্মীয়-স্বজন তেমন খুব বেশি কাজে লাগে না।পুরো মানুষটাই অন্যের উপর বোঝা হতে হয়।তাই আসুন আমরা সুস্থ থাকা অবস্থায় সচেতন হই।এবং সুস্থ ভাবে জীবন যাপন করার প্রচেষ্টা চালিয়ে যাই।পরিবারের একটি মানুষ অসুস্থ হলে পুরো পরিবারটা অসুস্থ হয়ে পড়ে।এবং স্বাভাবিক জীবনযাপনের ব্যাঘাত ঘটে সকলের'ই।ঠিক যেমনটি হয়েছে এখন আমার পরিবারে।সেই কষ্ট থেকে আজ এতগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোকপাত করলাম।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।এবং অনুনয় করে বলছি ও যেন খুব দ্রুত সুস্থ হয়ে ভালোভাবে এক্সাম গুলো দিতে পারে।এবং ভালো একটা ভার্সিটিতে পড়ার সুযোহ পায়।আজ এ পর্যন্তই আগামীতে আবার আসব নতুন কোন বিষয় নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন সচেতন হবেন।এই প্রত্যাশায়। টা, টা,,,,,
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
প্রথমত আপু, শিপুর জন্য দোয়া রইল ও যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। তাছাড়া আমি নিজেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি৷ তবে শিপুর জন্য দ্রুত সুস্থতা কামনা করছি এবং ও যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে, এমনটাই প্রত্যাশা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও মন থেকে দোয়া করি মহান আল্লাহ তা'আলা যেন আপনাকে খুব দ্রুত সুস্থতা দান করেন।শিপুর এসময়ের অসুস্থতায় আমি একটু বেশি অস্থিরতায় আছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিপুর দ্রুত সুস্থতা কামনা করছি। যেহেতু সামনে পরীক্ষা, ব্যাপারটা শুনে বেশ ব্যথিত হলাম। তারপরেও সে দ্রুত সেরে উঠুক এবং ভালো ভাবে পরীক্ষা দিক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। 🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্যথিত হওয়ারই কথা ভাইয়া।শিপু পড়াশোনা ছাড়া কিছুই বুঝতে চায়না।উনলক উদ্দেশ্য হচ্ছে ভালো একটা ভার্সিটিতে যেন ওর পড়ার সুযোগ হয়।অথচ আজ তিনদিন ধরে প্রায় চোখ খুলে দেখতে পাচ্ছে না তেমন কিছু খেতেও পাচ্ছে না।।মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করি দ্রুত সুস্থ হয়ে উঠুক 12 তারিখ থেকে পরীক্ষা।ধন্যবাদ ভাইয়া সহমর্মিতা প্রকাশ করার জন্য♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই শিপুর সুস্থতা কামনা করছি। পোস্টটি পড়ে খুব খারাপ লাগলো। সামনে শিপুর পরিক্ষা এখন অসুস্থ খুব খারাপ অবস্থা। দোয়া করি খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ধন্যবাদ,
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিপুর অসুস্থতার কথা জেনে সত্যিই খারাপ লেগেছে। আসলে এই সময় অসুস্থ হয়ে পড়লে ক্যারিয়ারের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ভর্তি পরীক্ষার যুদ্ধে নামতে হবে তাকে। তাই তো সুস্থ থাকা অনেক গুরুত্বপূর্ণ। দোয়া করি আপু শিপু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু সত্যিই শ্রীপুর অসুস্থতার কথা শুনে বেশ খারাপ লাগছে। এখন সময় যার যুদ্ধে যাওয়ার সে যদি শয্যাশায়ী হয় তাহলে ক্যারিয়ার কি হবে আপু। আশা করি শিপ্রবেশ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এবং নিজের ক্যারিয়ার গড়ার দিকে মনোযোগ দিবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু শিপুর নামটি ঠিক করে লিখুন।বুঝিনা কেন জানি পরীক্ষার সময় গুলোতে করে ও অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। দোয়া করছিল যেন সুস্থ হয়ে ভালোভাবে পরীক্ষা দিতে পারে।এবং ভালো একটা ভার্সিটিতে পড়ার সুযোগ পায়। অনেক অনেক শুভকামনা আপনার জন্য♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই শিপুর সুস্থতা কামনা করছি আপু। আসলে এমন একটা সময় অসুখ বেঁধে গেছে যখন জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসতে হবে। কিন্তু কিছুই করার নেই, সবই সৃষ্টিকর্তার ইচ্ছা। আজকেই সিয়াম ভাইয়ের কাছ থেকে সবটা শুনছিলাম। যেহেতু চিকিৎসা শুরু হয়ে গেছে আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে ভাইয়া। আর এই অসুখটা নিয়ে এত ডিটেইলস জানা ছিল না একদমই। অনেক নতুন তথ্য জানতে পারলাম আজকে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এই ভাইরাস টা অনেকটা করোনা ভাইরাস এর মত।ভীষণ ছোঁয়াছে রোগ।এবং এই রোগ হলে প্রচন্ড রকমের ব্যথা হয় কানের নিচে এবং তীব্রতর জ্বর হয়।তবে সচেতনতার বিকল্প নেই।আমাদের অনেক বেশি সাবধান থাকতে হবে।গ্রামাঞ্চলে প্রায় ছড়িয়ে পড়েছে এই রোগটি।শিপুর 2 গাল ফুলে গেছে।মহান সৃষ্টিকর্তার কাছে আকুল আবেদন তিনি যেন শিপুর প্রতি সহায় হোন। আপনার মন্তব্য আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় অনেক বেশি উজ্জীবিত করে।অনেক অনেক দোয়া আপনার জন্য♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঈশ্বর আমাদের এমন পরিস্থিতিতে কখনোই ফেলেন না যেটা আমরা সহ্য করতে পারবো না। আমার বিশ্বাস ভালো কিছু হবে আপু। ❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আপনার সাথে সহমত পোষণ করছি মহান আল্লাহ তাআলা যখন যা করেন মঙ্গলের জন্যই করেন।এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি।
আমিও আশাবাদী ইনশাআল্লাহ ভালো কিছু হবে।♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit