কবি কন্ঠে শিশুতোষ ছড়া আবৃত্তির ভিডিও চিত্র ||~~

in hive-129948 •  7 months ago 


আসসালামু আলাইকুম/আদাব



কবি কন্ঠে শিশুতোষ ছড়া আবৃত্তির ভিডিও চিত্র -


received_277174658785414.jpeg

বন্ধুরা আমি নীলাঞ্চলের সেলিনা সাথী। বাংলাদেশের নীলফামারী জেলা থেকে।। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ও বেশ ভালো আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। সুন্দর থাকবেন। সমৃদ্ধ হবেন, এটাই প্রত্যাশা করি।

IMG-20240414-WA0047~2.jpg


বন্ধুরা আজ আবারও অনেকদিন পর সুকুমার রায়ের শিশুতোষ একটি ছড়া আবৃত্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। শিশুতোষ ছড়া পড়তে এবং আবৃত্তি করতে আমার কাছে দারুন লাগে। আর সুকুমার রায়ের ছড়া আমার কাছে বরাবরই ভালো লাগে। ছোটবেলায় সুকুমার রায়ের অনেক ছড়া পড়তাম। যে ছড়াগুলো পড়লে মনে অন্যরকম একটা ঢেউ দোল খায় হৃদয়ে। আজ হঠাৎ করে এই ছড়াটি চোখের সামনে চলে এলো। আর তাই ঝটপট সিদ্ধান্ত নিয়ে নিলাম ছড়াটি আবৃত্তি করা যাক।।ভাবতে ভাবতেই ছড়াটি দু একবার পড়ে এরপর রেকর্ডিং করলাম। আর ভাবলাম আমার প্রিয় আমার বাংলা ব্লগ পরিবারের সাথে ছড়াটি শেয়ার করে নেই।
ছড়াটির মধ্যে দারুন একটা নাটকীয়তা আছে। আর আবৃত্তির মধ্যে সেই নাটকীয়তা ফুটিয়ে তুলতে হয়। আমি চেষ্টা করেছি বাট কতটুকু পেরেছি তা আপনারাই বিচার করবেন।
তবে আমি এতোটুকু প্রত্যাশা করতেই পারি যে ছড়াটি আপনাদের কাছে মন্দ লাগবে না। এটি একটি শিশুতোষ ছড়া।এবং মোটামুটি জনপ্রিয় একটি ছড়া। সুকুমার রায়ের মজার মজার ছড়াগুলোর মধ্যে ভয় পেয়ো না ছড়াটি অন্যতম। আমার খুবই পছন্দের এই ছড়াটি। তবে আরও কিছু প্রিয় প্রিয় ছড়া আছে আমার সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করে নেব। এবং আমার বিশ্বাস আপনাদের অনেকেরই ভালো লাগবে। চলুন তাহলে ছড়াটি শুনে আসা যাক।

ছড়ার শিরোনাম -"ভয় পেওনা"
কলমে-কবি সুকুমার রায়
আবৃত্তি- সেলিনা সাথী

"আবৃত্তি'র ভিডিও"


🥀 কন্ঠ সেলিনা সাথী🥀

ভিডিও

কবিতা লিরিক্স

ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমায় আমি মারব না
সত্যি বলছি কুস্তি ক'রে তোমার সঙ্গে পারব না।
মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই,
তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্যি নেই!
মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না---
জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুঁতোই না?এস এস গর্তে এস, বাস ক'রে যাও চারটি দিন,
আদর ক'রে শিকেয় তুলে রাখব তোমায় রাত্রিদিন।
হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না?
মুগুর আমার হাল্‌কা এমন মারলে তোমার লাগবে না।
অভয় দিচ্ছি শুনছ না যে? ধরব নাকি ঠ্যাং দুটা?
বসলে তোমার মুণ্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা!
আমি আছি, গিন্নী আছেন, আছেন আমার নয় ছেলে
সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে।
♥♥

বন্ধুরা আমার আজকের ছড়া ভয় পেওনা আবৃত্তিটি, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে।আর আপনাদের ভালোলাগাই আমার সার্থকতা ও পরম পাওয়া।বন্ধুরা আজকে বিদায় নেব তার আগে জানিয়ে দিচ্ছি, আগামীতে আবারো আরো সুন্দর সুন্দর আবৃত্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি সেলিমের সাথী।♥♥

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: আবৃত্তির ভিডিও চিত্র

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপু আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে ভীষণ ভালো লাগে। আমার পছন্দের একটি কবিতা আজকে আবৃত্তি করেছেন। আপনার মিষ্টি কন্ঠে শুনতে পেয়ে খুশি হলাম। চমৎকার একটি পোস্ট আমাদের কে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

আমার কবিতা আবৃত্তি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাইয়া। প্রায় অনেকদিন ধরেই আবৃত্তি করা হয়ে ওঠেনা। আজ হঠাৎ এই ছড়াটির কথা মনে হল তাই আবৃত্তি করে ফেললাম ঝটপট।

বরাবরের মতই আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে আমার ভীষণ ভালো লাগে। অনেক দারুন ভাবে আপনি আজকে আমাদের মাঝে এই কবিতাটি আবৃত্তি করেছেন। শুনতেও ভালো লাগতেছে। আপনাকে দেখে ভীষণ অনুপ্রেরণা পায় ভালো কাজ করার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

কবিতা আবৃত্তি অনেক দারুন হয়েছে, সেই সাথে কবিতার মধ্যে আবেগ গুলো অনেক চমৎকারভাবে ফুটিয়ে তুলেছো, ধন্যবাদ তোমাকে।

সুন্দর গঠনমূলক এবং অনুপ্রেরণামূলক মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। ভালো থেকো সব সময়।