৫০ স্টিম পাওয়ার আপ

in hive-129948 •  2 months ago 

সসালামু আলাইকুম

নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য নিজের পাওয়ার আপ করা জরুরী। এই কথাটি বিশ্বাস করেই প্রতি সপ্তাহে ৫০ স্টিম করে পাওয়ার আপ করে যাচ্ছি। আজ ৫০ স্টিম পাওয়ার আপ করবো। এই সিজনের টার্গেট আমার বিশ হাজার স্টিম পাওয়ার। ডিসেম্বর সিজন ৫ এর পাওয়ার আপ প্রতিযোগিতায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগে পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক ভাগ্যবতী বলে মনে করছি। এভাবে নিয়মিত পাওয়ার আপের মাধ্যমে আমি আমার অবস্থানকে আরো শক্তিশালী করতে এই ধারাকে অব্যাহত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।



তাই সমস্বরে বলতে চাই
নিয়মিত পাওয়ার আপ করি
সক্ষমতা বৃদ্ধি করি


White And Purple Modern Professional The Ultimate Guide To Market Research _20240708_155418_0000.png


আমরা জানি ইতিমধ্যেই টার্গেট ডিসেম্বরে সিজন ৫ চালু হয়ে গেছে। আজ আমি আমার নতুন টার্গেট সেট করতে চাই।। আমি আগামী ডিসেম্বর মাসের মধ্যে ২০০০০ স্টিম পাওয়ার বানাতে ইচ্ছুক । ইতিমধ্যে আমি ১২০০০+ এসপি করতে সক্ষম হয়েছি। প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করতে না পারলেও ধীরে ধীরে আমার টার্গেটে পৌঁছে যাব ইনশাআল্লাহ।


এসপ্তাহে আমার ওয়ালেটে ১৩১২৮ স্টিম পাওয়ার ছিল। আজ আমি ৫০ স্টিম পাওয়ার আপ করলাম।
বর্তমানে আমার ওয়ালেটে ১৩১৭৮ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি সেটির পর্যায়ক্রমিক স্টেপগুলো নিম্নে দেওয়া হলঃ


1000035213.jpg

siam 2.png

1000035215.jpg

siam 2.png

1000035217.jpg

image.png


dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।





🌼ধন্যবাদ🌼

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি বিশ হাজার স্টিম পাওয়ার তৈরি করার উদ্দেশ্যে ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধিতে নিজের সক্ষমতা বৃদ্ধি করেছেন। এভাবেই ধীরে ধীরে পাওয়ার বৃদ্ধির মাধ্যমে আপনি আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবেন আপনার জন্য শুভকামনা রইল আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

প্রথমেই পাওয়ার আপ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনি আবারও বেশ বড় অ্যামাউন্ট এর পাওয়ার আপ করতে সক্ষম হয়েছেন। আপনার এই পাওয়ার আপ গুলো নিঃসন্দেহে আপনাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। অনেক ধন্যবাদ আপু পাওয়ার আপ করার জন্য।

আপনি এই সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ১৩,১৭৮+ এসপি তে পৌঁছে গেলেন। বেশ ভালো লাগলো আপনার পাওয়ার আপ পোস্ট দেখে। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, আপনার কাঙ্খিত লক্ষ্য ২০,০০০ এসপি এই সিজনে অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো।

প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহে ও আপনি আপনার একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করার জন্য পঞ্চাশ স্টিম পাওয়ার আপ করেছেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আশা করছি আপনি খুবই তাড়াতাড়ি আপনার টার্গেটে পৌঁছে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

বাহ্ আপনি তো দেখছি অনেক গুলো স্টিম পাওয়ার আপ করেছেন। পাওয়ার আপ করে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধির মত এমন একটি কাজ করতে দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছে। আশা করে পাওয়ার আপ করার এই ধারাবাহিকতা বজায় রাখবেন। শুভ কামনা রইল আপনার জন্য।

সিজন ৫ এর প্রথম সপ্তাহে আপনি ৫০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে শুরু করলেন।এভাবেই প্রতিনিয়ত পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রেখে আপনার লক্ষ্যের দিক এগিয়ে যেতে থাকুন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

1000006692.jpg

1000006689.jpg

1000006691.jpg

1000006690.jpg

সব সময় পাওয়ার আপ করা আমাদের জন্য জরুরী। কারণ পাওয়ার আপের মাধ্যমেই আমরা নিজের লক্ষ্যটা পূরণ করতে পারবো। যে যত বেশি পাওয়ার আপ করবে সে তত তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে। সক্ষমতা বৃদ্ধি করার জন্য এমনকি খুব তাড়াতাড়ি নিজের লক্ষ্য পূরণ করার জন্য পাওয়ার আপ গুরুত্বপূর্ণ। আপনার পাওয়ার বৃদ্ধি দেখলে সবাই অনেক উৎসাহিত হয়ে যাবে। পাওয়ার আপের প্রতি আগ্রহী হবে।

আপনি সিজন ৫ এর যাত্রা শুরু করলেন ৫০ স্টিম পাওয়ার আপ করে দেখে বেশ ভালো লাগলো। আপনি আপনার টার্গেটে পৌঁছাতে পারেন এ কামনাই করি। আপনি আপনার পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রাখেন আপনার জন্য শুভকামনা রইলো আপু।

আজকে আপনি অনেক বড় এমাউন্টের পাওয়ার আপ করেছেন। আর আপনার করা আজকের এই পাওয়ার আপ দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। সব সময় পাওয়ার বৃদ্ধি করলে অনেক তাড়াতাড়ি লক্ষ্য পূরণ করা সম্ভব। নতুন বছরের নতুন সিজনে, নতুন একটা টার্গেট নির্ধারণ করলেন দেখে ভালো লেগেছে। এভাবেই এগিয়ে যান সামনের দিকে।

আপনি দেখি প্রতি সপ্তাহে ভালোই অ্যামাউন্ট পাওয়ার আপ করেন। আসলে পাওয়ার আপ করা হচ্ছে বুদ্ধিমান এর কাছে। কারণ পাওয়ার আপ করলে নিজের জন্য ভাল হয়। আর পাওয়ার আপ এর মাধ্যমে নিজেকে এগিয়ে নেওয়া যায়। আশা করি অতীতের মত এইবারও আপনার কাঙ্খিত লক্ষ্য পূরণ করতে পারবেন পাওয়ার আপ এর মাধ্যমে।

টার্গেট ডিসেম্বর ফাইভে ৫০ স্টিম পাওয়ার আপ করে দিলেন। শুরুতেই বড় একটি অ্যামাউন্ট ভবিষ্যতের জন্য জমা হয়ে গেল। এটা আপনার ভবিষ্যতের জীবনে খুবই কাজে লাগবে। যারা জ্ঞানী মানুষ তারাই পাওয়ার আপ করে। ধন্যবাদ।

পাওয়ার আপ করা আমাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ৷ এই পাওয়ার আপ করার মধ্য দিয়ে আমাদের সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে৷ আজকে আপনি ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুবই ভালো লেগেছে৷ আজকের পাওয়ার আপ এর মধ্য দিয়ে আপনার একাউন্টের সক্ষমতা অনেক বেশি বুদ্ধি পেয়ে গেছে৷ আপনার টার্গেটের দিকে আপনি অনেকটা এগিয়ে গেলেন৷

একাউন্টঃ @selinasathi1
পাওয়ার বৃদ্ধিঃ = 0.380865%