আমার ২য় পাওয়ার আপ || 210 Sp Power UP & 501 SP Delegated to @heroism

in hive-129948 •  3 years ago 

20210921_102131_0000.png


গতকাল আমি একটি পাওয়ার আপ এর গুরুত্ব সম্পর্কে পোস্ট দেখেছিলাম। দেখেই অনেক কিছু বুঝতে পারলাম। এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে অবশ্যই পাওয়ার আপ এর গুরুত্ব অপরিসীম। গত সপ্তাহে আমি ২০০ পাওয়ার আপ করেছিলাম, এই সপ্তাহে আমি ২১০ SP পাওয়ার আপ করলাম এবং তার সাথে @heroism কে ৫০১ ডেলিগেশন করে দিলাম। টার্গেট ডিসেম্বরের এটি আমার দ্বিতীয় সপ্তাহের পোস্ট। আশা করি প্রতিনিয়ত এখন থেকে ডিসেম্বর প্রযন্ত পাওয়ার আপ করে যাবো। 10% Beneficiaries @shy-

siam,.png

Power Up


  • আমার পাওয়ার আপের আগে ৩৪৪ এসপি ছিলো।

Screenshot_2021-09-21-10-07-45-68.jpg


  • ২১০ এস পি পাওয়ার আপ করলাম।

Screenshot_2021-09-21-10-08-06-52.jpg


  • পাওয়ার আপের পর আমার মোট এসপি ৫৫৪।

Screenshot_2021-09-21-10-08-38-70.jpg

Screenshot_2021-09-21-10-26-08-95.jpg

siam,.png

ডেলিগেশন


  • 501 SP Delegated to @heroism. আমি আমার 90% পাওয়ার ডেলিগেশন করলাম।

Screenshot_2021-09-21-10-10-35-88.jpg


siam,.png

IMG_20210830_110535.jpg


siam,.png

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।



Cc:

@rme
@blacks


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চমৎকার আপু। এভাবেই এগিয়ে যান। ধন্যবাদ আপনাকে হেরোইজম প্রজেক্টে ডেলিগেশন করার জন্য।

শুভেচ্ছা ভাইয়া♥

আসলে আপনি একটি মহৎ কাজের প্রতি উদ্যোগ নিয়েছেন। আপনি যত পাওয়ার আপ করবেন। আপনার অবস্থান তত শক্ত হবে। আপনার মাধ্যমে আমরা যারা আছি তারা অনুপ্রাণিত হব। অনেক ভালো লাগলো আপু এভাবে চালিয়ে যান দোয়া রইল।

এভাবেই আপনি এগোতে থাকলে অবশ্যই এই প্ল্যাটফর্ম থেকে সফল হতে পারবেন. আপনার জন্য শুভকামনা রইল।

অনেক অনেক ধন্যবাদ♥

অনেক গুলো স্টিম পাওয়ার আপ করেছেন।অনেক অনেক দোয়া রইলো আপনার জন্য।আশা করছি এভাবেই এগিয়ে যাবেন।শুভ কামনা রইলো।

ধন্যবাদ ভাইয়া♥

বাহ্ খুবেই ভালো উদ্যোগ আপনি পাওয়া আপ করতেছেন দেখে অনেক ভালো লাগলো। আমিও ঠিক পাওয়া আপ করতে ভালোবাসি। এভাবেই পাওয়ার আপ করার মাধ্যমে এগিয়ে। যান। আপনার জন্য শুভকামনা রইলো আপু

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া♥

পাওয়ার আপ সেই সাথে ডেলিগেশন। বাহ খুব ভালো আপু। পাওয়ার বৃদ্ধি মানে সক্ষমতা বৃদ্ধি।
#welovepowerups

পাওয়ার আপ অনেক গুরুত্বপূর্ণ হয়েছে উঠেছে আমাদের কাছে। এই ধারা অব্যাহত রাখলে আমরা ও আমাদের কমিউনিটি সমৃদ্ধ হবে। ধন্যবাদ আপু।

ঠিক বলেছেন আপু♥