বন্ধুর অফিস থেকে বের হলাম দেরি না করে। সিড়ি দিয়ে নেমে বিজয় নগর রোডে সোজা উপস্থিত। গন্তব্য নারায়ণগঞ্জ এর চিটাগাং রোড।বাসের অপেক্ষায় আছি রাস্তার বাম পাশে দাড়িয়ে। কোন বাসে উঠবো বুঝতে পারতেছিনা। যতদূর জানি এদিকের সব বাস ই গুলিস্তানের দিকে যায়। তো একটি বাস থামতেই জিজ্ঞেস করে উঠে পরলাম।
twinge.lyricism.dean
ঐযে দুজন মানুষ বিশেষ কাম সারতেছো তখন আরো কিছু মানুষের চোখে পরলো তাদের কার্য্য কাম।দেখুন, মানুষ কত খারাপ হতে পারে নিজ চোখে না দেখলে বিশ্বাস হতো না।একটি মুরুব্বি পায়জামা থেকে টাকা সরানোর জন্য দির্ঘক্ষন ধরে টাকা সরানোর জন্য ব্যাস্ত। এদিকে বাসটির সকল যাত্রী জেনে গেল এই চোরদের কর্ম কান্ড।পিছন থেকে এক ২৭বছরের যুবক এসে দেরি না করে তাদের উত্তম মাদ্যম দিতে ব্যাস্ত হয়ে পরলো।
twinge.lyricism.dean
Device :Readmi 9
এখন গাড়ি থামালো ফ্লাই ওভারের উপরে। আমরাও কিছু যাত্রী এতে শরিক হলাম কিন্তু ততক্ষণে ওদের উত্তম মাধ্যমে শারীরিক অবস্থা অবনতি হওয়ার দিকে।আমাদের বাসের বয়োজ্যেষ্ঠ এক ভাই তাদের নামিয়ে দিল আর এদিকে ঐ মুরুব্বি যাত্রী যার টাকা নেওয়ার জন্য চোরগুলো পিছনে লেগেছিল সে নিজের সব চেকিং করে দেখতেছে সব ঠিক ঠাক আছেনি কিন্তু কখন যে সে টাকা নিয়ে গেছে টেরও পায়নি তখনই চিৎকার দিল আর বলতে লাগলো সব শেষ এই কথা বলতেই আবার বাসের যাত্রী গন দৌড়ে ধরে এনো সব চেকিং করে টাকা পেল আর আরো কিছু মাইর দিয়ে গাড়ি ছেড়ে দিল।এই যাত্রায় যাত্রীর ৩২,০০০হাজার টাকা হয়তো রক্ষা পেল কিন্তু যেই শিক্ষা পেলো মুরুব্বি জীবনে ও ভুলবেনা।
Device :Readmi 9
ততক্ষনে আমাদের বাস টি, ফ্লাই ওভার ব্রিজ পার হয়ে টোলপ্ল্যাজায় আসলো।টোল দিয়ে চিটাগাংরোডের কাছাকাছি পৌঁছে গেল। এভাবে সকলের সহযোগিতায় চোরদের হাত থেকে মানুষর টির টাকা গুলো খুয়ানোর হাত থেকে রক্ষা পেল।আমার আরো সতর্ক ভাবে রাস্তা ঘাটে চলাচল করতে হবে যেন আমাদের মূল্যবান সম্পদ ও জানমাল হেফাজত করতে পারি।
এতক্ষণ সময় নিয়ে এই ঘটনার যারা সাক্ষী হলেন তাদের প্রতি রইলো কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালবাসা। আপনারা ভালো ও সুস্থ থাকুন।
ভাই আপনার পুরাটা লেখা আপনি নিজে একবার পড়ুন।আপনি যে ঘটনা শেয়ার করেছেন তা অসম্পূর্ণ, আর লেখায় অনেক ভুল আছে। দয়া করে নিজের লেখা নিজে ভালো করে পড়ে পোস্ট করবেন।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেখার পরে পোস্ট শেয়ার করার আগে নিজে একাধিকবার ভালোভাবে পড়ে নেবেন। তাতে আপনার লেখার ভুলগুলো ধরা পড়বে আপনার কাছে। আপনার উপস্থাপনা টা ভালো হয়নি। যদিও বুঝতে পারছি আপনি একেবারেই নতুন। তবে চেষ্টা করুন ভালোভাবে আগে কাজটা শেখার জন্য। ভাল ভাল পোস্ট গুলি পড়ুন। আর আমাদের ডিসকর্ডে টিউটোরিয়াল আর্কাইভে একটি পোষ্ট দেয়া আছে। সেই পোষ্টের ভিতরে বেশ কয়েকটি পোস্ট আছে। সেই পোস্টগুলি ভালভাবে পড়ুন এবং পড়ে যা শিখলেন সেটা আপনার পোস্টে প্রয়োগ করুন। তাহলে দেখবেন অল্প কিছু দিনেই আপনি খুব ভালো কাজ শিখে যাবেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই, ইনশাআল্লাহ। আমি নতুন তাই ভুল হচ্ছে কিন্তু আমি বিশ্বাস করি ভুল করতে করতে একদিন সঠিক ভাবে লিখতে অবস্থ হবো।ধন্যবাদ রুপক ভাই কে অনুপ্রেরণা ও সাপোর্ট দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit