আজ বুধবার, বাংলা ১৭ই আশ্বিন- ১৪ ২৮,
ইংরেজি ১লা সেপ্টেম্বর ২০২১.
আকাশ গর্জন দিচ্ছে এই বুঝি বৃষ্টি এলো, চারপাশ অন্ধকার নেমে আসতেছে,দু-এক ফোটা বৃষ্টি পরতে শুরু করছে,,,
এর মধ্যে বাসায় ছোট বোন এসে হাজির, একটা উৎসব উৎসব আমেজ বিরাজ করতেছে বাসার ভিতরে কিন্তু কেহই বলছেনা তাদের ইচ্ছে টা,,, এর মধ্যে ছোট ভাই বলে উঠলো আজ একটি আয়োজন হলে কেমন হয় ভাইয়া এই বৃষ্টির দিনে?তখন আমি কম্পিউটারের টেবিলে,,,নেট কাজ করতেছি,,
আমি কিছুক্ষন অন্য মনস্ক হয়ে জিজ্ঞেস করলাম কি যেন বললি তোরা,অন্য পাশ থেকে ছোট বোন বললো আজ মাংস আর খিচুড়ির আয়োজন হলে কেমন হয়,
তো আমি বললাম, হে ভালো হয়,যে ই আমি বলেছি
সেই ওরা বলে দিল আজ তুই সব খরচ দিবি, ইতিমধ্যে আকাশ কালো আকার ধারণ করলো,,
তো আম্মু বললো দিলে তারাতাড়ি দে ছোট কে বাজারে পাঠাই,,,আমি তখন চটজলদি টাকা বের করে ছোট ভাই কে দিয়ে দিলাম,,,
বেলা ভারতে লাগলো কিন্তু অঝোর বৃষ্টির দেখা নেই,, এর মধ্যে এক চাচাতো ভাই আম্মু কে দেখা জন্য বাসায় এসে উপস্থিত,, আম্মু ওকে বললো তুই আজ থেকে যা,খিচুড়ি রান্না হবে খেয়ে যাস,,,
এর মধ্যে সবাই এক আড্ডায় মেতে উঠলো এক রুমে, কেহ গল্প বলছে আবার কেহ গান বলছে পালা ক্রমে গান হবে এতে মন খুলে মজা আর মাস্তি হবে,
এখানে আজ সবাই এক নো সিনিয়র জুনিয়র,,,,
ততক্ষণে ছোট ভাই মাংস আর যাবতীয় জিনিস পত্র নিয়ে চলে এসেছে,,,,,, তো ওকো ও বসিয়ে দিল আড্ডায়,,,,,,,
যাক গান শুরু হলো এক সাইট থেকে,,
নদীর কুল ছিলোনা, জল ছিলোনা ছিল শুধু ঢেউ,,,, আমার একটা নদী ছিল জানলো না তো কেউ,, এই বলাতে তো সবাই হেসে উটলো কি ব্যাপার,,,😀
এর পরে চাচাতো ভাই টান দিলো,,
কিছু কিছু মানুষের জীবনে, ভালবাসা চাওয়া টাই ভুল,
সেই ভুলে দিতে হয় আজীবন শুধু ভুলের মাশুল,,
কিছু কিছু মানুষের জীবন,,,,,,,,,
এভাবেই চলছো আমাদের আড্ডা কিন্তু বৃষ্টি যেন দেখা নেই,,, মনে হচ্ছে লুকোচুরি চলছে বৃষ্টি আর আমাদের সাথে,,,,,, আশেপাশের পরিবেশ থান্ডা থান্ড ভাব বিরাজ করতেছে এর ই মধ্যে আম্মু বলে উঠলো
তোরা একে একে সবাই গোসল সেরে নে।
এখন বোন গান টান দিলো, আল্লাহ মেঘ দে, পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে,,,
আড্ডা শেষ হতেই এখন আমার পালা,বাহিরে অন্ধকারে আকাশ যেন ঘুর্নি খাচ্ছে,,, কোথায় যেন মেঘগুলো☁ উরে যাচ্ছে, এর ই মধ্যে দুপুর ছুঁই ছুই,,,
বৃষ্টি যেন আর দেখা নেই,,, রান্না ঘর থেকে মাংস রান্নার ঘ্রান ভেসে মায়ের হাতের।
মায়ের হাতের রান্না কার না ভালো লাগে হে,,,
অনেক মানুষ ই আছে সব খানে,সব জায়গায় গিয়ে রান্না বিশেষ করে তরকারি খেতে পারে একেবারে ফিট,,কিন্তু আমি পারিনা আমার আম্মুর রান্না ছারা খেতে,, এই জন্য আমার খুব সমস্যা হয় কোথায় ভেড়াতে গেলে,,,আমি একটু বাছা খাই ছোট বেলা থেকেই,,,,,,
এবার আসি আড্ডাতে ফিরে ঐ যে আমার পালা এবার গান গাওয়ার,আমি তো চুপ হয়ে রয়েছি কি গান গাইবো মনে মনে ভাবতেছি আর দেখতেছি জানালার দিকে বৃষ্টি কেন আসছেনা।রান্না ঘর থেকে আম্মুর গলার আওয়াজ শোনা যাচ্ছে কিরে তোদের হলো?
শ্রাবনের মেঘগুলো জরো হলো আকাশে,
অঝড়ে নামলো বুঝি শ্রাবনের ধরা এই,
আজ কেন মন, উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে,,,
এই গানটি বলাতেই যেন হৈ চৈ পরে যায় রুমে,
আম্মু তো দৌড়ে এসে হাজির কি হইছে এখানে,,
তোরা এখন থাম,রান্না শেষ তাই তারাতাড়ি সবাই গোসল করে খাবার টেবিলে চলে আস,,এই বলে সবাই কে থামিয়ে সব ভন্ডুল করে দিলো,,,
এ দিকে বৃষ্টি এলো এলো করে আর এলোনা,,,
কিন্তু আমার বৃষ্টি দিনের খিচুড়ি ঠিক ই চলে এলো,,,
আসলে প্রকৃতি ই বুঝাই মুশকিল,, কখন কি হবে বুঝার কোন উপায় নেই কিন্তু আমরা মানুষ অপেক্ষায় থাকি।
এই মেঘলা দিনে হয়তো অনেকেই আমাদের মতো অপেক্ষায় ছিল, এই মেঘলা দিনে বৃষ্টি মধ্যে থান্ডা আবহাওয়ায় পরিবেশ টাই অন্য রকম হবে,,গরম খিচুড়ি খাওয়ার মজাই যেন অন্য রকম স্বাদ,,,
এই বৃষ্টির প্রতিক্ষার অবসান হয়ে ও যেন হলোনা,
প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই, অন্য দিন অন্য কোন বিষয় নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে
ততক্ষণ ভালো ও সুস্থ থাকুন, আমিন।
আর এতোক্ষণ একটু সময় নিয়ে যারা আমার সঙ্গে ছিলেন তাদের জানাই হাজারো সালাম ও নমস্কার,,
এই ব্লগ টি লিখতে গিয়ে যদি কোথাও কোন ভুল বা ভ্রান্তি চোখে পরে দায় করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি আপনাদের ই কারো ভাই বা আপন জন,,,ততক্ষণ ভালো ও সুস্থ থাকবেন।
'আমার বাংলা ব্লগ' একটি প্রিয় প্লাটফর্ম
তাই মনের গহীনে গেঁথে নিয়েছি,,,
যতদিন বাঁচি এই প্লাটফর্ম কে বুকে ধারণ করি❤️
সুন্দরভাবে আপনার দিনটির বর্ণনা দিয়েছেন। বেশ চমৎকার একটি দিন কাটিয়েছেন। এইভাবে ভাই-বোনদের সঙ্গে আড্ডা দিয়ে দিন কাটাতে খুবই মজা লাগে। সাথে যদি হয় মেঘলা আকাশ খিচুড়ি আর মাংস তাহলে তো আরো জমে যায়। আপনার জন্য আমার কিছু পরামর্শ।
এই ধরনের পোস্টে অবশ্যই what3word লোকেশন কোড ব্যবহার করবেন।
আর অতি দ্রুত মার্কডাউনের ব্যবহার শিখে নিন। তাহলে আপনার পোস্ট গুলো আরো সুন্দর করে সাজাতে পারবেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আমি সম্পূর্ণ নতুন এখানে, তাই অনেক কিছুর ধারণা নেই কিভাবে কি করতে হবে,,তবে 'আমার বাংলা ব্লগ 'এর প্রতিটা সদস্য ই সবার প্রতি আন্তরিক ও মমতা প্ররায়ন মনে হচ্ছে,,, যেন এভাবেই সবার সহযোগিতায় ও পরম মমতায় নিয়ে 'আমার বাংলা ব্লগ 'চিরদিন থাকতে পারি,,ধন্যবাদ ভাই আপনাকে উৎসাহ ও ভালো পরামর্শ দেওয়ার জন্য,,,
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit