আমি যখন কলেজ লাইফে ছিলাম তোখন থকে এই গান টি গেয়েছিলাম। সেই সময় এই গান টি আমার অনেক পছন্দের ছিলো। বুঝতেই পারছেন কলেজ লাইফ। শত শত বন্ধুদের আসা যাওয়া সেই সময়ে । আবেগ তোখন প্রতিটি কিশর এর জীবনকে কন্ট্রোল করতো।
আমার লাইফে এমন এক আবেগময় মূহুর্তের দেখা মিলেছিলো। আর ঠিক সেই সময় এই গান টি গেয়ে রেকর্ড করে রেখেছিলাম। আজ সুজগ এসেছে আপনাদের সাথে আমার সেই আবেগে ভরা সেই গান টি শোনানোর।
যদি ভুলে যাও না হয় আমাকে
পারবে কি ভুলে যেতে আমার স্নৃতিকে
যদি মুছে দাও আমার স্নৃতিকে
পারবে সুখি হতে আমাকে ভুলে
আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে
বুঝে নিও তুমি এ আমাকে
আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে
বুঝে নিও তুমি এ আমাকে
আহা..হা.. আ..আহা..হা.. আ..
জ্বালা গুলো আর জ্বালা দেয় না
জ্বালা গুলো ভুলে গেছি
ব্যাথা গুলো আর ব্যাথা দেয় না
ব্যাথা গুলো পুষে রাখি
জ্বালা গুলো আর জ্বালা দেয় না
জ্বালা গুলো ভুলে গেছি
ব্যাথা গুলো আর ব্যাথা দেয় না
ব্যাথা গুলো পুষে রাখি
অনেক কেঁদেছি আর কাঁদতে চাইনা
কাঁদতে আমার আর ভাল লাগেনা
আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে
বুঝে নিও তুমি এই আমাকে
আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে
বুঝে নিও তুমি এই আমাকে
আহা..হা.. আ..আহা..হা.. আ..
বৃষ্টি হলে ভেবেনিও তুমি
এ আমার চোখেরই জল
কত শত ভাবি তোমায় আমি
আসে কত স্মৃতিরও ঢল
বৃষ্টি হলে ভেবেনিও তুমি
এ আমার চোখেরই জল
কত শত ভাবি তোমায় আমি
আসে কত স্মৃতিরও ঢল
অনেক ভেবেছি আর ভাবতে চাইনা
ভাবতে আমার ভালো লাগে না
আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে
বুঝে নিও তুমি এ আমাকে
যদি ভুলে যাও না হয় আমাকে
পারবে কি ভুলে যেতে আমার স্নৃতিকে
যদি মুছে দাও আমার স্নৃতিকে
পারবে সুখি হতে আমাকে ভুলে
আহা..হা.. আ..আহা..হা.. আ..
শিল্পী : পলিন
Support @bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
SET @ rme as your proxy
X promote Link :https://x.com/Shahari73599011/status/1808813612666138863
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুবই ভালো গান করেন ভাইয়া। আপনার গান শুনে অনেক ভালো লাগলো। আর এত সুন্দর করে আপনি পরিবেশন করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।আবারো নতুন কোন গান আমাদের মাঝে উপস্থাপন করবেন এই প্রত্যাশাই করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাকে উত্সাহিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ. এভাবেই আমার সাথে থাকুন।নিশ্চয়ই আমি পরবর্তীতে আরেকটি গান ব্যবহার করে আপনাদের সাথে শেয়ার করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গানটি যেমন দারুন তেমনি আপনার ভয়েস। এই গানটি আগে খুব একটা শুনিনি। তবে আপনার কন্ঠে প্রথমবার এই গান শুনে ভালো লেগেছে আমার। অসাধারণ একটি গান শেয়ার করেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে দারুন একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার এই সুন্দর মন্তব্য আমাকে সবসময় অনুপ্রেরিত করে। গানটি যে ভালো হয়েছে এটি আমাকে মন্তব্যের মাধ্যমে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার কণ্ঠে গানটি শোনতে পেরে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর গান করেন। অনেক ভালো একটা গান কভার করেছেন। এই গানটি অনেক দিন পরে আপনার কণ্ঠে শোনতে পেরে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া যেমন গান তেমন আপনার কণ্ঠ। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে অনুপ্রাণিত করার জন্য চমৎকার মন্তব্য করে.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit