হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
বাসার পাশের কলেজেই নবীন বরণ অনুষ্ঠানে কাটানো মুহূর্তের কিছু কথা আজকে শেয়ার করে নেব। তার আগেই এই কলেজকে নিয়ে কিছু কথা বলতে চাই। বলতে চাচ্ছি আমি এই কলেজ শুরু লগ্নের কিছু কথা।
রংপুরের বদরগঞ্জ পৌরসভার একদম পূর্বের দিকে অবস্থিত একটি স্বনামধন্য ডিগ্রী কলেজ রয়েছে যার নাম হচ্ছে কুতুবপুর ডিগ্রী কলেজ। এই কলেজের প্রতিষ্ঠাতা হচ্ছেন মরহুম সুবহান আলী। প্রতিষ্ঠানিকভাবে যদিও বা এই কলেজের নামকরণ এবং স্থাপিত হয় ১৯৯৪ সালে তার আগে থেকেই কিন্তু এই সুবহানালী এই কলেজের অধ্যায়নরত স্টুডেন্টদের ব্যক্তিগতভাবে পড়াচ্ছিলেন। তখন অব্দি এই কলেজের কোন নামকরণ করা ছিল না।
কালের বিবর্তনে আস্তে আস্তে বর্তমানের এই কুতুবপুর ডিগ্রী কলেজ নামে নামকরণ হয়েছে। যা বর্তমানে বদরগঞ্জ পৌরসভার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। আমার বাসার পাশেই বলা চলে কলেজ। তথা আমার বাসা থেকে যদি অটো করে যাই তাহলে পাঁচ মিনিট লাগবে এরকম আরকি। যাই হোক চলুন মূল কোথায় যাওয়া যাক.....
সকালবেলা ঘুম থেকে উঠলাম ফজর নামাজ পর একটু বাইরে হেঁটে আসলাম। সকালে প্রায় ঘন্টা তিনেক পর শুনতেছি বক্স বাজতেছে। আমি অবাক হয়ে গেলাম এত সকাল সকাল কোথায় বক্স বাজে। তারপর খোঁজ নিয়ে দেখলাম সেই কলেজেই বক্স বাজতেছে। যেহেতু নবীন বরণ অনুষ্ঠান ছিল আজকে কলেজে তাই সাউন্ড সিস্টেমের লোকেরা সবকিছু চেকআপ করে নিচ্ছিলেন। তারপরে একটু খোজ নিয়ে আমি পুরোপুরি নিশ্চিত হলাম যে আমাদের এই কলেজে আজকে নবীন বরণ হবে আর সেই উপলক্ষে অনুষ্ঠান হবে। আর সেই অনুষ্ঠান হবে নবীন বরণ হওয়ার পর।
সময় গড়াতে থাকলো, বিকেল হয়ে এলো। ২ টার পর থেকেই কিন্তু একাধারে অনুষ্ঠান চলছেই তার পরেও বাসা থেকে আমি যাইনি। অবশেষে আসর নামাজ পর বেরিয়ে পড়লাম অনুষ্ঠানে যাওয়ার জন্য। বলে রাখি আমি একজন শান্তি প্রিয় মানুষ। কোলাহল আমার একদম পছন্দ নয়। তারপরেও গেলাম বিকেলের দিক অনুষ্ঠান শোনা এবং দেখার জন্য। একা একা বাসায় ভালো লাগছিল না তাই যাওয়া।
কি আর বলব, আমি যতক্ষণ সেখানে ছিলাম শুধু গান আর গান হচ্ছিল কোন নৃত্য হচ্ছিল না। বুঝতেই তো পারছেন একই জিনিস বারবার হলে কেমনডা লাগে। অনুষ্ঠানে কলেজের স্টুডেন্টসহ বহিরাগত শিল্পীও এসেছিল। এক ভাই বলতেছে কলেজের স্টুডেন্টরা নাকি চমৎকার নৃত্য করেছে তাছাড়া গানও নাকি দুর্দান্ত করেছে। তারপরেও শিল্পীগোষ্ঠী এসেছিল বহিরাগত। সব মিলিয়ে আর কি ভালই সময় কাটছিল ঐ অনুষ্ঠানে থাকার সময়টা।
যেহেতু একের পর এক গান হচ্ছিল তাই আমি আর বেশিক্ষণ থাকিনি কয়েকটি ফটোগ্রাফি করেই বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। ঐ যে বললাম কোলাহলপূর্ণ জায়গা আমার বিরক্তিকর। তাই সেখানে আর না থেকে বাসার উদ্দেশ্যে পা বাড়ালাম। তারপরেও এটাই বলব সুন্দর একটি সময় কাটিয়েছি বাসার পাশের কলেজে নবীন বরণ উপলক্ষে হওয়া অনুষ্ঠানে। আজকের মত এ পর্যন্তই.............
আশা করছি আমার আজকের এই লেখাটি বেশ ভালো লেগেছে আপনাদের। আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
নবীন বরণ মানেই নতুনকে বরণ করে নেওয়া। আর এই নতুন কে বরণ করে নেওয়ার জন্য সবাই একত্রিত হয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। ঠিক তেমনই আনন্দ উল্লাসের মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরেছেন তাই দেখার সুযোগ মিললো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই নবীনবরণ অনুষ্ঠান করা হয় নতুনদের বরণ করে নেওয়ার উপলক্ষেই। আর সকলে মিলে অনেক আনন্দ উপভোগ করা হয়। যাই হোক গঠনগুলোকে একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit