হ্যালো আমার বাংলা ব্লগ বাসি আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব রংপুর পৌর মার্কেটে মুরগির মাংস কিনতে যাওয়ার অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লাগবে। পোস্টটি পড়ার আমন্ত্রণ রইল এবং আপনাদের উজ্জল ভবিষ্যৎ কামনা করে, শুরু করছি আজকের আমার এই পর্ব।
মুরগির মাংস কেনার জন্য বাজারের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটার দিক বাসা থেকে বের হলাম। বাজার যেতে প্রায় ২০ মিনিটের মত লেগে গেল। তারপর দোকানে দোকানে ঘুরতে লাগলাম এবং মুরগি দেখতে থাকলাম কোনগুলো সব থেকে ভালো হবে এবং সুস্থ হবে। কেননা ওয়েদার চেঞ্জ হওয়ায় তথা শীতকাল এসেছে এবং এই শীতকালের কারণে অনেক মুরগি অসুস্থ হচ্ছে খামারের মধ্যে অনবরত। যেগুলোর জন্য খামারিরা প্রায়শই লোকসানের সম্মুখীন হচ্ছে। বাজারে অনেক রকম কোয়ালিটির মুরগি ছিল সেগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলাম। তো ঘুরতে ঘুরতে এক দোকানের কিছু মুরগি আমার খুব ভালো লেগে গেল।
বাজার অনেক কোয়ালিটির মুরগি ছিল যেমন পাকিস্তানি,ব্রয়লার,লেয়ার,দেশি ইত্যাদি কোয়ালিটির ছিল। এগুলোর মধ্যে আমার দেশি মুরগি অনেক প্রিয় এবং সেগুলো দেখে খুব ভালো লেগে যায়।আর বাসা থেকেও দেশি মুরগি কিনতে বলেছে। আমি যদিও বা অনেকদিন যাবৎ বাজারে আসিনি, আর বাবা ই মূলত বাজার করে। এর মধ্যে তিনি কাজের চাপে ব্যস্ত হাওয়ায় বাজার করার দায়িত্বটা আমার কাঁধে এসে পড়ে আজকে। তাই মুরগির মাংসের বাজার দর কেমন ছিল সেটা অবশ্য আমি জানতাম না। দোকানের কাছে দাম করলাম তো দোকানি বলতেছে প্রতি কেজি মুরগি ৬০০ টাকা কেজি দরে। আমিতো হাঁ হয়ে গেলাম। এত দাম বেড়ে গেছে, আনুমানিক এক মাস আগেই অবশ্য বাজারে এসেছিলাম তখন অবশ্য দাম ছিল ৪০০ টাকা কেজি। আসলে বাজারের ঊর্ধ্বগতি এতটাই দিন দিন বেড়ে যাচ্ছে যে,কিছু কিছু পণ্যের দাম এতটাই বেড়ে গেছে যেটা কল্পনাও করা যায় না। আমি ভাবলাম যে এর চেয়ে তো ইলিশ মাছ খাওয়াই বেটার হয়। বাসায় অবশ্য বলেছিল মুরগির মাংস নিতে এজন্যই বাধ্য হয়ে দেশি মুরগির মাংস কিনতে হবে।
তাই ভালো মানের মুরগি খুঁজতে চলে গেলাম আবার অন্য দোকানে এখান থেকে। বেশ কিছু মুরগি ভালো দেখে ৫০০ টাকা কেজির দরে কিনে নিলাম। মুরগিগুলো কিনে নিয়ে ওজন করে ওই দোকান ঘরেই পরিষ্কার করতে দিলাম। পরিষ্কার করতে বেশ খানিকটা সময় লেগে গেল।
যদিও বা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে কিন্তু মুরগি গুলো অনেক সুন্দর ভাবে পরিষ্কার করে দিয়েছিল। এরপর সব মূল্য পরিশোধ করে মাংস বুঝে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম।
আমার আজকের বাজার করার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মত এ পর্যন্তই সমাপ্ত করতেছি। আবার নতুন কোন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব পরবর্তী দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
সব কিছুর দামে আকাশ ছোঁয়া।মাঝে মাঝে বাজার করতে বেশ ভালোই লাগে কিন্তুু দাম শুনলে হতাশ হতে হয়।ইলিশ মাছ খওয়াই বেটার তবে মাছের এক স্বাদ আর মাংসের অন্য স্বাদও পুষ্টি ভাইয়া তাই যতো দামে হোক না কেন কিনতেই হয়।ধন্যবাদ ভাইয়া বাজারে যাওয়া ও বাজারের ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু আপনি ঠিকই বলছেন অবশ্য মাংস এবং মাছের স্বাদ অবশ্য আলাদা। আরে দাম তো কোনটারই কম নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দ্রব্যমূল্যের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। মাছ,মাংস, সবজি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীন ভাবে এতটাই বেড়ে চলেছে, সেটা নিয়ে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। যাইহোক আপনি শেষ পর্যন্ত ৫০০ টাকা কেজি দেশী মুরগি কিনলেন,এটা জেনে বেশ ভালো লাগলো। ইলিশ মাছের দাম তো আকাশছোঁয়া। এক কেজি সাইজের ইলিশ মাছের দাম ১৫০০ টাকা। যাইহোক দেশী মুরগি কেনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া ঠিকই বলছেন হে দ্রব্যমূল্যের ঊর্ধবতীর কারণে জনজীবন অনেক কঠিন হয়ে পড়েছে। ইলিশ মাছের দাম প্রায় ১৪ বা ১৫০০ টাকার মতই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit