হ্যালো..........
আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
"বিশ্বাস" শব্দটা অতি ক্ষুদ্র হলেও যার অর্থ অকল্পনীয়। এই একটি মাত্র শব্দকে কেন্দ্র করেই মানুষ মানুষের সাথে সম্পৃক্ততায় আবদ্ধ হয়। এই একটিমাত্র শব্দকে কেন্দ্র করেই মানুষ মানুষের সাথে বিভিন্ন বন্ধনে আবদ্ধ হয়। কি ভাবছেন বন্ধন বলতে প্রেম-ভালোবাসা বোঝাচ্ছি? এটা ভাবলে ভুল করবেন। কেননা এরকম কোন কিছুই বুঝাইনি আমি। তাহলে বিশ্বাস শব্দকে কেন্দ্র করে বন্ধন বলতে কোন জিনিসকে বুঝাইলাম আমি? নিচের লেখাগুলো পড়ে নিন বুঝে যাবেন....
মানুষ সামাজিক জীব কখনোই এরা একা একা বাঁচতে পারে না। ঠিক তেমনিভাবে কোন মানুষ এককভাবে সফলতা অর্জন করতে পারে না। তার জন্য অবশ্যই প্রয়োজন সঙ্গবদ্ধ ভাবে কাজ করা একত্রিতভাবে সবাই একটি বিষয়কে নিয়ে আলোকপাত করে সামনের দিকে এগিয়ে যাওয়া তবেই কিন্তু সেই কাজের উপর সাকসেস অর্জন করা সম্ভব। এখন আমার কথা হচ্ছে এই যে একত্রিতভাবে কাজ করে সাকসেস হওয়ার কথা বললাম, এটার জন্য পরস্পরের প্রতি থাকতে হবে অঘাধ বিশ্বাস। বিশ্বাস যদি না থাকে তাহলে ঐ টিমের মধ্যে ভাঙ্গন অবশ্যই ধরবে। সুতরাং বিশ্বাস ছাড়া একত্রিত ভাবে বা সঙ্গবদ্ধভাবে কাজ করেও সাকসেস হওয়া অসম্ভব।
এখন যদি আসি ব্যবসায়িক সূত্রে; পার্টনারশিপ ব্যবসা গুলো কেবলমাত্র এই বিশ্বাসের মধ্য দিয়েই বিশাল একটি প্রজেক্ট তৈরি হয়। যেখানে দুজন পার্টনারের একে অপরের প্রতি আমাদের ধারণার বাইরে বিশ্বাস বিদ্যমান থাকে।
আমার নিজের জীবনের বাস্তব কথা বলি একটি। সেটি হচ্ছে আমার বাবা এবং তার একজন বন্ধু সহ প্রথম আমবাগানের বিজনেস শুরু করে। বন্ধু হওয়ার পূর্বে তাদের মধ্যে কোন সম্পর্কই ছিল না। আম বাগান কেনা হয়ে গেলে , তিনি কখনোই আব্বুর কাছ থেকে হিসেব চাইত না। কারণ আমার বাবা এবং তার বন্ধু তথা আমার ঐ আংকেলের মধ্যে যে বিশ্বাসটা ছিল এটা আমি বলে শেষ করতে পারবো না। তো ছোট থেকেই আমি আমার আব্বুর সহচর্যে বড় হয়েছি। আমি সব সময় একটা বিষয় খেয়াল করতাম বাগান সম্পর্কিত কোন টাকাই আমার বাবা আলাদা খাতে ব্যয় করত না। যদিও বা ব্যয় করতো লিখে রাখতেন। বাগানের হিসেব শেষে আব্বু যে টাকাটা আগে খরচ করেছিলেন সেই পরিমাণের টাকাটা মোট হিসাব থেকে কম করে নিতেন এবং ওই আঙ্কেলের কাছে এই বিষয়টি প্রকাশ করতেন। হৃদয়বিদারক হলেও সত্য এটাই ওই আঙ্কেল এখন আর এই পৃথিবীতে নেই। ওনার পৃথিবী থেকে চলে যাওয়ার বিষয়টি আমার মনে এবং আমার ফ্যামিলিতে কি পরিমানে কষ্টের ছাপ ফেলেছিল সেটা আমি নিজ চোখে অবলোকন করেছি।
সেই প্রেক্ষিতে বর্তমান ওনার ছেলের সাথে বর্তমান আমিসহ এখনো সেই আম বাগানের বিজনেস চলমান রয়েছে। এই বিষয়টা উত্থাপন করার মূল কারণ হচ্ছে, এই যে এতদিন পর্যন্ত আঙ্কেলের সাথে আমার আব্বু এবং তার ছেলের সাথে আমার ব্যবসায়িক সূত্রটা চলমান রয়েছে এটা কেবলমাত্র বিশ্বাসের কারণে। মূলত বিশ্বাস নামক জিনিসটা আমি আমার আব্বুর কাছ থেকেই অর্জন করেছি। তার কাজকর্ম সবগুলোই আমার কাছে প্রশংসনীয়। বাবার এই আদর্শকে ইনশাআল্লাহ আমি কখনো ভুলে যাবো না। মূলত বিশ্বাসের কারণেই সবকিছু সম্ভব। তাই আমাদের উচিত আত্মবিশ্বাসী হওয়া। আজকের মত এ পর্যন্তই।
টাটা.......
আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/mdetshahidislam/status/1862145111800545317?t=FqkY3up5CP9JXhGMTJBnQA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা সামাজিক জীব। আমরা সঙ্ঘবদ্ধ হয়ে বসবাস করি সেটা ঠিক আছে। সামাজিকভাবে বসবাস করার জন্য একে অপরের প্রতি খুব সুন্দর বিশ্বাস থাকতে হয়। সেটা যে কোন সম্পর্কের ক্ষেত্রে হোক কিংবা ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে হোক। তাহলে সম্পর্কটি খুব সুন্দর থাকে। আপনি বেশ সুন্দর লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আমরা সামাজিক জীব হই আর যাই হই না কেনো ,একত্রে থাকতে গেলে আমাদের পরস্পরের প্রতি বিশ্বাস থাকাটা খুবই জরুরী। আপনিও বেশ সুন্দর কমেন্ট করেছেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে সম্পর্ক নির্ভর করে বিশ্বাসের উপর। আমি মনে করি পৃথিবীর সবকিছুই বিশ্বাস উপর ভাসমান। যদি বিশ্বাস না করা হয় তাহলে কোন কিছু হয় না। দুজনে একসাথে ব্যবসা করতে হলে বিশ্বাসের খুবই প্রয়োজন। কারণ দুজনের মাঝে বিশ্বাস না থাকলে ব্যবসা করা যায় না। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সঠিক বলেছেন ভাই ব্যবসা হোক কিংবা পরস্পর দুইজনের মধ্যে ভালো সম্পর্ক কিংবা পৃথিবীতে যেকোনো কিছু, সবটাই কেবলমাত্র বিশ্বাসের উপর নির্ভর করে। দারুন ছিলো আপনার কমেন্ট খানা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিশ্বাস সারা পৃথিবীর বুকে কোন কিছুই করা সম্ভব নয় একে অপরের প্রতি বিশ্বাস না থাকলে জীবন যাপন করা সম্ভব নয়। সকল ক্ষেত্রে একে অপরের প্রতি বিশ্বাস অর্জন করতে হবে আর এর মাধ্যমে জীবন চালিয়ে যেতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম সঠিক বলেছেন ভাই বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়িত্ব লাভ করতে পারবে না। গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit