❤️আসসালামু আলাইকুম ❤️ |
---|
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
সমাজ ভালো,মন্দ দু ধরনের লোক নিয়েই গঠিত।খারাপ লোক না থাকলে ভালো লোকের মর্যাদা কেউ করতে চায়না।ঠিক যেমনটা রাত না থাকলে দিনের মর্ম বুঝতাম না আমরা।ভালো মানুষের মাঝেই খারাপ মানুষ লুকিয়ে থাকে।সত্যি বলতে এই যুগে মানুষকে চেনা বড়ই দুষ্কর।কার মনে কি চলছে এটা তার উপরিভাগ দেখে বিবেচনা করলে হবে চরম ভুল।কেননা খারাপ লোকরাই সাধু সেজে ঠকবাজি করে বেড়ায়।আজ আপনাদের মাঝে এই ঠকবাজ মানুষদের নিয়ে কিছু কথা লিখে শেয়ার করবো।চলুন..….
আমাদের দেশে প্রতিটা সেক্টরেই কিছু অসাধু, চিটার লোকের অবস্থান রয়েছে।যেমন ধরেন বর্তমান সময়ের হাসপাতাল,ক্লিনিক সহ চিকিৎসা সেবার প্রতিটা সেক্টরে দালাল লোকেদের অবস্থান।যারা, চিকিৎসা নিতে আসা প্রত্যেকটা সাধারণ মানুষদের তাদের কথার জালে ফেলে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।যা সত্যিকার অর্থেই নিন্দনীয়।এই সকল ঠকবাজ লোকেদের দমন করার জন্যে কতৃপক্ষের উদ্যোগ গ্রহণ করা উচিত।আপনাদের সতর্ক থাকাটাও গুরুত্বপূর্ণ।
শিক্ষাঙ্গনেও দুর্নীতি হয় এখন।আহঃ কি এক কষ্টের কথা।যে শিক্ষা আমাদের সঠিক পথ দেখাবে সেই শিক্ষাগনেও দুর্নীতি।কিছুদিন আগেই আমাদের দেশে বিসিএস এর প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা ঘটলো।কি এক কষ্টের কথা।যে বিসিএস এর জন্য কেউ দিন রাত এক করে পড়াশোনা করছে সেখানে অন্যকেউ টাকার জোরে প্রশ্ন আগেই হাতে পেয়ে যাচ্ছে, হায় আফসোস। এটা হওয়ার মুল কারন হলো ঠকবাজ,বেঈমান লোক গুলো এই সকল সেক্টরে থাকার জন্যই হয়েছে।এসকল লোকদের উৎখাত করা জরুরি।
পাসপোর্ট অফিস,যদিওবা এখন পাসপোর্ট অফিসে দুর্নীতি নাই বললেই চলে। তাও এই জায়গাগুলোতে এক সময় যেনো টাকা ছাড়া কলম চালতোনা কর্তব্যরত ব্যক্তিদের।এখনো দুর্নীতি আছেই এই পাসপোর্ট অফিসে হয়তোবা তা গোপনে চলছে।শ্রমিক হিসেবে বাইরের দেশে যেতে চাইলে কি পরিমাণের প্রতারণার শিকার হতে হয় সেটা একমাত্র সেই বলতে পারবে যে এই প্রতারণার শিকার হয়েছে।
লেখাপড়া করে বর্তমানের চাকরির বাজারে চাকরি পাওয়া যেন সোনার হরিণ পাওয়া একই কথা। মোট কথা ঘুষ দিতে পারলেই আপনার চাকরি কনফার্ম।পুলিশের পাল্লায় যে পড়েছে সেও বলতে পারবে দুর্নীতি কারে বলে।তাছাড়াও অনেক সেক্টরেই দুর্নীতির সমাহার যা লিখে প্রকাশ করা সম্ভব নয়।এসব ছদ্মবেশী ঠকবাজ লোকেদের উৎখাত করার জন্য আমাদের নিজেদের সোচ্চার হতে হবে,তবেই সম্ভব।
উৎখাত করো ঠকবাজ লোকের দুর্নীতি।
..........................................................................
আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
x promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডেইলি টাস্ক প্রুফ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটি ঠিক ভালো এবং মন্দ মিলে মানুষের বসবাস। তবে ঠকবাজ মানুষ বেশি দেখা যায় সব জায়গাতে। আপনি হাসপাতাল বলেন শিক্ষাপ্রতিষ্ঠান বলেন এবং পাসপোর্ট অফিসে বলেন সব জায়গাতে চিটার বাটপার ঠকবাজ আছে। এদের কথার মায়াজালে অনেক মানুষ নিঃস্ব হয়ে যায়। আর এই লোকগুলোর কথা হয় অনেক বড় বড়। বাস্তবিক কথা নিয়ে সুন্দর একটি পোস্ট করাই ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই চিটার এবং বাটপার লোকেদের কথাগুলো হয় ছলনাময়ী এবং বড় বড়। যার ফলে মানুষ তাদের ফাঁদে পা দেয়। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করেছেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit