অরিগামি পোস্ট:-)সাদা পেপার দিয়ে নৌকার অরিগামি তৈরি।।

in hive-129948 •  4 months ago 
❤️আসসালামু আলাইকুম ❤️
হ্যাল্লো বন্ধুরা, কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে। বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব একটি অরিগমি পোস্ট। চলুন শুরু করা যাক

IMG_20240524_181000_1.jpg

রঙ্গিন কাগজ বা সাদা কাগজ দিয়ে এরকম অরিগামি গুলি বানাতে বেশ ভালো লাগে। তবে এগুলো তৈরির ক্ষেত্রে দুটি বিষয়ের দুটি বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। প্রথমত হচ্ছে এগুলোর মাপ অবশ্যই ঠিকঠাক রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এগুলোর ভাঁজ গুলো যেন একদম একুরেট থাকে। আমাদের কমিউনিটির অনেকেই দারুন কিছু অরিগামী আমাদের মাঝে উপস্থাপন করে থাকে। সেগুলো আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। যদিও বা ইতিপূর্বে প্রতি সপ্তাহে অরিগামী তৈরি করতে পারিনি তবে চেষ্টা করব এখন থেকে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য। বন্ধুরা চলুন কিভাবে আমি আজকের অরিগামিটি তৈরি করলাম তা ভাবে ধাপে দেখে নেয়া যাক।

অরিগামি তৈরির উপকরণসমূহ

•একটি সাদা পেপার

তৈরীর প্রক্রিয়া চলমান

IMG_20240524_173322.jpg

লম্বা একটি পেপার নিবো।তারপর পেপার টাকে মাজ বরাবর একটা ভাঁজ দিবো।

IMG_20240524_173414_1.jpg
দেখতে যেনো এরকম দেখায়।

IMG_20240524_173422_1.jpg
ভাঁজ দেওয়া পেপার টিকে সোজা করে নিবো।

IMG_20240524_173543_1.jpg
এখন আগের চিত্রে দেখানো ভাঁজ টিকে কেন্দ্র করে দুই পাশের দুই মাথা কে একত্রে করে নিবো।উপরের চিত্রের মত করে।
IMG_20240524_173612_1.jpg
এখন উপরের চিত্রের মত নিচের একটি অংশকে উপরের দিকে ভাঁজ দিবো।

IMG_20240524_173702_1.jpg
পরের পেজ টাকে ঘুরিয়ে একই রকম ভাবে ভাঁজ করে নিবো।

IMG_20240524_173744_1.jpg

IMG_20240524_174049_1.jpg
এখন উপরের চিত্রের মত করে ভাঁজ করে নিবো যেনো দেখতে বর্গাকৃতির হয়।

IMG_20240524_174633_1.jpg
এখন চিত্রে দেখানোর মতো করে নিচের একটি অংশকে আবার উপরের দিকে উঠিয়ে নিবো।

IMG_20240524_174713_1.jpg
বর্গাকৃতির অংশ টিকে ঘুরিয়ে আরো একটি ভাঁজ দিবো।দেখতে যেনো উপরের চিত্রের মত হবে।

IMG_20240524_174745_1.jpg
তারপর আগের দেখানো মত করে পুনরায় কাগজ টিকে বর্গাকৃতির মত করে ভাঁজ করে নিবো।

IMG_20240524_174911.jpg
এখন উপরে দেখানো চিত্রের মত করে দুই হাত দিয়ে দুই পাশে প্রসারিত করতে হবে।

IMG_20240524_174933.jpg

IMG_20240524_174917.jpg
উপরে দেখানো চিত্রের মতো করে আস্তে আস্তে পেপারের মোড়ক টি প্রসারিত করতে হবে।তারপর চেপে ধরে চিকন করে ফেলতে হবে।

IMG_20240524_175001.jpg

দেখতে জেমো এরকম দেখায়।

IMG_20240524_175104_1.jpg
তারপর আস্তে আস্তে পুনরায় নৌকাটি প্রসারিত নৌকা রূপ নিবে।তাহলেই আমার আজকের নৌকা বানানোর অরিগামি টি সম্পূর্ণ হবে।

❤️ফাইনাল আউটপুট ❤️

IMG_20240524_175223.jpg

IMG_20240524_175121_1.jpg

IMG_20240524_181000_1.jpg

IMG_20240524_181007_1.jpg

IMG_20240524_181000_1.jpg

বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ।

🥰পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ🥰

DeviceRedmi 9A
Camera13 MP
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

received_150935148111922.jpeg

received_6740871932674823.jpeg

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

vote@bangla.witness as a witness

received_686410693469029.jpeg

or

Set@rme as your proxy

received_1423949511668636.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব সুন্দর সাদা কাগজ দিয়ে অরিগ্যামি তৈরি করে শেয়ার করলেন দেখে খুব ভালো লাগলো। ছোট বেলায় এই ধরনের সাদা কাগজ দিয়ে নৌকা তৈরি করে অনেক খেলাধুলা করেছি। কিন্তু কিভাবে তৈরি করতে হয় এখন সম্পূর্ণ ভুলে গেছি। আপনার সাদা কাগজ দিয়ে তৈরি করা নৌকার অরিগ্যামি দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো।

জি আপু এরকম নৌকা গুলি আমরা বেশিরভাগ সময় ছোটবেলাতেই বর্ষার সময় তৈরি করতাম। এবং এগুলো পানিতে ছেড়ে দিয়ে আমরা পিছন থেকে পানি ছিটিয়ে দিতাম যাতে এগুলো পানিতে ভেসে বেড়ায়। আপনার সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

সাদা কাগজের নৌকা দেখে তো ছোট বেলায় স্মৃতি মনে পড়ে গেলো। ছোট বেলায় স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে কত নৌকা তৈরি করে পুকুরে ছেড়েছি তার হিসেব নেই। ভালো লাগলো আপনার নৌকার অরিগ্যামি দেখে ধন্যবাদ আপনাকে ভাই।

জি ভাই স্কুলে গিয়ে স্কুল ফাঁকি দিয়ে কত যে এই নৌকা বানিয়ে পুকুরের পানিতে ছেড়ে দিয়েছিলাম তা বলা মুশকিল। সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

সাদা পেপার দিয়ে আপনি খুব চমৎকার একটা নোকার অরিগামি করেছেন।স্কুলে থাকতে আমরাও এগুলো করতাম। অনেক সুন্দর লাগছে। বেশ গুছিয়ে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য ।

আপনার তৈরি করা এই পোস্ট দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল ভাইয়া। ছোটবেলায় কাগজ দিয়ে যে কত নৌকা তৈরি করেছি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। ছোটবেলার সেই স্মৃতিকে মনে করিয়া দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সাদা কাগজ দিয়ে নৌকা তৈরি প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে সাদা কাগজটি ভাজ করে নেওয়াটা খুবই চমৎকার হয়েছে। অনেক সুন্দর একটি নৌকার অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ছেলেবেলায় এমন কাগজ দিয়ে কত নৌকা বানিয়ে যে পানিতে ভাসিয়েছিলাম সেটা হিসাব করে বলা যাবে না। আজকে আপনার বানানো নৌকা দেখে সেই ছেলেবেলার কথাই মনে হয়ে গেল। বেশ সুন্দর করে আপনি নৌকার অরিগ্যামি তৈরি করেছেন। ধন্যবাদ সুন্দর করে এই পোস্ট টি শেয়ার করার জন্য।

সাদা কাগজের নৌকা খুব ভালো লাগে।ছোট বেলায় অসংখ্য এমন নৌকা বানিয়েছি খাতা ছিরে ছিরে তার কোন হিসেব নেই।এরকম নৌকা বানিয়ে জলে ছেরে দিতাম বেশ ভালো অনুভব হতো দেখতে।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে কাগজের নৌকা বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কাগজের নৌকা বানিয়ে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

আপনার তৈরী এই কাগজের নৌকাটি দেখে সত্যি ছোট বেলার কথা মনে পরে গেলো। আগে কাগজ দিয়ে এমন অনেক নৌকা বানিয়ে পানিতে ভাসিয়েছি। যাই হোক , আপনার জন্য শুভকামনা রইলো।

জ্বী আপু এরকম নৌকা গুলো দেখলে সেই শৈশবের স্মৃতিচারণগুলো মনে পড়ে যায়। আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

ওয়াও দারুন হয়েছে সাদা কাগজ দিয়ে বানানো নৌকার অরিগ্যামি টি। নৌকা টি দেখতে বেশ সুন্দর লাগতেছে। আপনি দারুণ ভাবে প্রতি টা ধাপ আমাদের মাঝে উপস্থাপন করছেন। ধাপ গুলোর সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

এত চমৎকার ভাবে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

আপনার নৌকার অরিগামি দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেলো ‌ । প্রাইমারি স্কুলে থাকতে এই রকম কাগজের নানা রকমের নৌকা তৈরি করতাম। আপনার নৌকার অরিগামি বেশ দুর্দান্ত হয়েছে। নৌকার অরিগামি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাই। নৌকার অরিগামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আসলেই ভাই এই নৌকা গুলি তৈরি করতাম আমরা আমাদের সেই স্কুলে থাকাকালীন সময়ে। বিশেষ করে বর্ষার সময়। এরকম নৌকা তৈরি করে আমরা খালের পানিতে ছেড়ে দিতাম। গুছিয়ে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

ছোটবেলায় এই জাতীয় নৌকা কত তৈরি করতাম ভাই। স্কুলে বসে বসে এমন অনেক কিছু তৈরি করতাম। আপনার আজকের এই নৌকা তৈরি করা দেখে যেন ছোটবেলার সেই স্মৃতি সব মনে আসলো। বেশ দারুন হয়েছে নৌকা তৈরি।

আপনার সাদা পেপার দিয়ে নৌকার অরিগামিটা দেখে আমার ছোট সময়ের কথা মনে পড়ে গেলো। স্কুলে পড়ার সময় কাগজ দিয়ে এরকম নৌকা তৈরী করতাম। আপনার কাগজের নৌকাটি দারুন হয়েছে। ধন্যবাদ।

আমরা ছোট সময় সাদা পেপার দিয়ে নৌকা বানিয়ে পুকুরের পানিতে ছাড়তাম। পানিতে ছেড়ে দেওয়ার এক মিনিট পরেই ডুবে যেতো,হে হে হে। ছোট সময়ের স্মৃতি মনে পড়লো। ধন্যবাদ।

কাগজ দিয়ে কিছু বানালে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। আজকে আপনি সাদা কাগজ দিয়ে খুব সুন্দর নৌকা এর অরিগামি বানিয়েছেন। ছোটকালে এভাবে নৌকা বানিয়ে পানিতে ভাসিয়ে দিতাম। খুব সুন্দর করে নৌকা তৈরি করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

আসলেই কাগজ দিয়ে এরকম অরিগামি গুলি তৈরি করতে ভীষণ ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু কমেন্টের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য।

ভাই ছোট থাকতে এরকম কাগজ দিয়ে অনেক গুলো নৌকা বানিয়ে খেলা করতাম। আজকে আপনি দেখতেছি কাগজ দিয়ে সুন্দর নৌকা বানিয়েছেন। আসলে কাগজের অরিগামি গুলো দেখতে এমনি বেশ ভালো লাগে। এ ধরনের নৌকা গুলো ছোট বাচ্চারা ফেলে খেলাধুলা করতে খুব পছন্দ করে। কাগজের নৌকা তৈরি আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন।

আপনি ঠিক বলেছেন এইরকম নৌকাগুলি ছোট বাচ্চারা ভীষণ পছন্দ করে। তারা এরকম নৌকা গুলিকে পানির মধ্যে ছেড়ে দিয়ে খেলা করতে আরো বেশি ভালোবাসে। যাই হোক পোস্টটি সুন্দরভাবে পড়ে খুবই সুবিন্যস্ত ভাবে একটি কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

কাগজ দিয়ে সুন্দর দুটি নৌকা তৈরি করেছেন ভাইয়া। ছোটবেলায় এরকম নৌকা অনেক তৈরি করে খেলতাম। আজ আপনার নৌকা গুলো দেখে সেই কথাগুলো মনে পড়ে গেল। এই নৌকাগুলো তৈরি করতে বেশ ভালই লাগে। অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে নৌকা তৈরি করা যায়।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।