হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমি কোন প্রফেশনাল কবি নই তাও মাঝে মাঝে মন খারাপ থাকলেই কবিতা লিখতে বসি। তবে এটা সত্যিকার অর্থেই বলছি কবিতা লেখাটা হচ্ছে মনের ভালোলাগার খোরাক। কবিতা এমন একটি শিল্প যেটায় অল্প কিছু ভাষার মধ্যে অনেক রকমের বিষয়বস্তু ফুটিয়ে তোলা যায়। কবিতা হল কবির চিন্তা মননশীল মনের ভাব কে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। কবি কবিতায় তার নিজের মনের চিন্তাধারাকে এবং নিজের আত্মপ্রকাশ ঘটায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের কবিতার লাইনগুলি:-
বাংলা আমার মাতৃভূমি
ই.টি শাহিদ ইসলাম
ঋতু বৈচিত্রের শ্রেষ্ঠ দেশ,
আমার প্রিয় বাংলাদেশ।
নদ নদীর শ্রেষ্ঠ দেশ,
আমার প্রিয় বাংলাদেশ।
জাতি হিসেবে মোরা অন্যায়ের বিদ্রোহী;
ইতিহাসে আছে তার গাঁথা বাণী।
হয়েছি বলি বাংলা থেকে,
অযাচিত হেম বোল বাংলা শিখিয়েছে।
যার পরতে পরতে লেখা রূপকথা!
সৌন্দর্যের অপর নাম প্রিয় বাংলা।
বহুবীর,বহুমহামানুষী,দিয়েছো তুমি জন্ম;
তোমার কীর্তি ভুলবো না কভুও।
তোমার প্রতি গর্বিত সবি,ওগো মোর মাতৃভূমি।
বাংলা আমার,বাংলা তোমার,সেতো সবারি
স্বদেশ শাস্ত্রসমেত চলো উজ্জ্বল বাংলা গড়ি।
একাত্তরের নীলকমলের মত;
জেগে ওঠে নতুন বাংলা গড়।
ওগো মোর বাংলা মাতৃভূমি,
যেও নাকো মোরে ভুলি।
চর্যাপদের রূপ কথার ন্যায়
দিও ঠাঁই মোরে এক কোণায়।
শোনো গো অপরুপা মাতৃভূমি!
অমৃত কর তোমায় ভালোবাসি।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
নিজের জন্মভূমির প্রতি সকলেরই অন্যরকম ভালোবাসা রয়েছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে নিজের জন্মভূমি নিয়ে একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো। আপনি কবিতার প্রতিটি লাইন খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা বিরাজমান। চেষ্টা করেছি ভালো করে লেখা এবং উপস্থাপন করার জন্য। যাইহোক সুন্দর করে কমেন্ট করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেশ মাতৃভূমি এবং মাতৃভাষার প্রতি ভালোবাসা রয়েছে বলেই এত সুন্দর কবিতা লিখতে পেরেছেন। আপনার লেখা কবিতা আমাকে মুগ্ধ করেছে। অনেক সুন্দর হয়েছে ভাইয়া আপনার লেখা কবিতাটা। এমন সুন্দর কবিতা আমাদের মাঝে নিজেকে প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা সত্য যে দেশ মাতৃকার প্রতি অতি শ্রদ্ধাশীল। স্বদেশকে ভীষণ ভালোবাসি। সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কয়টি করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেশাত্মবোধক গান কিংবা কবিতাগুলো আমার বেশ ভালো লাগে। আপনি আজকে নিজের মাতৃভূমিকে নিয়ে চমৎকার একটা কবিতা লিখেছেন। মাতৃভূমির প্রতি সবারই ভালোবাসা থাকে। প্রত্যেকটা লাইন খুব সুন্দর ছন্দ সাজিয়ে লিখেছেন ভাইয়া। এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। যেখানে দেশ প্রেম জাগ্রত হয়েছে। দেশের প্রতি ভালোলাগা মাতৃভাষার প্রতি ভালোলাগা খুঁজে পেলাম আপনার কবিতার মধ্যে। প্রত্যেকটা লাইন কিন্তু চমৎকারভাবে লেখার চেষ্টা করেছেন আপনি। আমার সুন্দর কবিতা যেন মন ছুঁয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এরকম দেশকে নিয়ে কবিতাগুলো লিখলে দেশের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং দেশপ্রেম সবকিছুই জাগ্রত হয়। যাইহোক ভাই গুছিয়ে গঠনমূলক মন্তব্যটি করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে তো দেখছি আপনার মাঝেমধ্যে মন খারাপ হওয়াই ভালো। সুন্দর সুন্দর কবিতা লিখে ফেলতে পারেন। আমার অবশ্য কবিতা প্রিপারেশন নিয়ে লিখলে লেখা হয় না। যাই হোক আপনার আজকের কবিতাটি বেশ ভালো লেগেছে আমার কাছে। প্রতিটি লাইন সহজ ভাষায় লেখার কারণে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি যথাসাধ্য চেষ্টা করি কবিতাগুলোকে খুবই সাবলীল ভাষায় লেখার জন্য। আর আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা খুঁজে পাই। যাই হোক গুছিয়ে একটি গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit