হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
মানুষ এখন যাবে কোথায়?অসুস্থ হলেও যেনো সেই অসুস্থ মানুষের উপর থেকে অন্য মানুষ ফায়দা তুলার জন্য ওতপেতে বসে থাকে।মানবতা আজ কোথায়?সাধারণত মানুষ অসুস্থ হলে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যাওয়া চেষ্টা করে।কিন্তু সেখানেও সাধারণ মানুষ হচ্ছে প্রতারিত!অবাক হওয়ার কিছু নেই,চলুন নিচে এই বিষয় নিয়ে কিছু কথা শেয়ার করি।
আমি মনে করি মানুষের জীবনের সব থেকে খারাপ সময় হলো তার নিজের অসুস্থতা।একজন অসুস্থ মানুষ যখন সুস্থ হয় তাকে জিজ্ঞেস করলেই সহজে উত্তর পেয়ে যাবেন সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত।সুস্থ মানুষের কাছে অসুস্থ বিষয়টা জলভাবের মত লাগতে পারে।তবে যখন সুস্থ মানুষটি অসুস্থ হয়ে পড়ে তখনই তার মনেহয় জীবনের সুস্থতাই হলো বড় পাওয়া।কিন্তু মানুষ অসুস্থ হলে কি করে?
মানুষ অসুস্থ হলে বাসায় হয়তো সেই অসুস্থতার জন্যে ঘরোয়া ট্রিটমেন্ট করে।তাতে কাজ না হলে তখন ডাক্তারের শরণাপন্ন হয়।কিন্তু ডাক্তারের কাছে গিয়ে কি সঠিক ট্রিটমেন্ট টা পাচ্ছে তারা সুলভ মূল্যে?আমার তো মনেহয় না।কারণ ডাক্তারগণও এখন অর্থের দিকেই ঝুঁকে পড়েছেন(যদিওবা সব ডাক্তারের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।কিভাবে ডাক্তারগণ অর্থের দিকে ঝুঁকেছে?
আপনি নিজেই লক্ষ্য করুন,যখন আপনি মেডিকেল বা ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার দেখান,তখন ডাক্তার আপনার সাথে কিছুক্ষণ আপনার রোগ বিষয় কথা বলবেন তার পরই তাদের খাতা আর কলমের কাজ শুরু।আপনার যাই হোক হোক আপনাকে বিভিন্ন ধরনের টেস্ট করাতে দিবে অবশ্যই। এটা মাস্ট।যে টেস্ট গুলো দেয় সেগুলো যৌক্তিক আর কতটুক অপ্রয়োজনীয় সাধারণ মানুষ বুঝতেও পারবেনা।
এখন যদি বলি ওষুধের কথা,সেটাতো বলার বাইরে।যে কোম্পানি থেকে যত বেশি পার্সেন্টেজ পাবে সেই কোম্পানির ওষুধ খাতায় ততো বেশি লেখা হয়।হোক সেটা নরমাল কোম্পানি বা তীব্রোমাত্রার সাইডইফেক্টযুক্ত।
আমি যদিওবা তাদের বিষয় সমালোচনা করার যোগ্যতা রাখিনা,তাদের তুলনায় আমি নগণ্য মানুষ।তবে দীর্ঘ তেরো মাস অব্দি ডাক্তার চেম্বার অ্যাসিস্টেন থাকার অভিজ্ঞতা থেকে কথাগুলো লিখলাম। কথার মধ্যে ভুল ত্রুটি মার্জনা করবেন।
................................................................
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
ডেইলি টাস্ক প্রুফ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/mdetshahidislam/status/1878492857868447773?t=4rhjFyxmJ3jEuaCgoGZ01g&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমাদের সঙ্গে থাকা সিস্টেমটাই ডাক্তারদের এমন তৈরি করে দেয় ভাই। ডাক্তাররা বিভিন্ন সময় নিজেদের স্ট্যান্ডে অনড় থাকতে পারেন না। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ওষুধ দিতে বাধ্য হন। আর এইরকম জায়গা থেকেই তাদের অমানবিক বিষয়গুলি মনের মধ্যে বসতে শুরু করে। যার খেসারত দিতে হয় সাধারণ মানুষকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই একদম তাই ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডাক্তারদের বড় ব্যবসা অপ্রয়োজনে অতিরিক্ত টেস্ট দিয়ে টাকা হাতিয়ে নেওয়া। আর ভিজিটের নামে ডাকাতি করে অতীত পরিমাণ টাকা নেওয়া। এই দুইটা বিষয়ের জন্য আমার মন চায় না ডাক্তারের কাছে যায়। বর্তমান সময়ে ডাক্তারি নামে ডাকাতের কার্যক্রম অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। দেশের একটা আইন প্রয়োজন যেটা জনগনের জন্য ভোগান্তি কমাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে অসুস্থ মানুষ বুঝে সুস্থতা কত বড় নেয়ামত। আর অসুস্থ না হলে সুস্থতার মর্ম বুঝে না। তবে এটি ঠিক মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে গেলে বিভিন্ন ধরনের টেস্ট এবং ওষুধ দিয়ে পেরেশানি করে। এখন চিকিৎসা নামে ব্যবসা চালু হয়ে গেছে। আর অনেক সময় অনেক মানুষ বুঝতেও পারেনা তারা প্রতারণা শিকার হচ্ছে। পোষ্টের মধ্যে বাস্তবিক কথা তুলে ধরেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit