আমার আজকের পোস্ট এর টাইটেল দেখে হয়তো অনেকেই অবাক হচ্ছেন। যে কমিউনিটির কি এমন ভুল সংশোধনে আমাদের কমিউনিটি আরো সমৃদ্ধ হতে পারে। আমি ছোট মানুষ তাই নিজের মতো করে বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করেছি।
সঙ্ঘবদ্ধ ভাবে মানুষ পরিবারে বসবাস করা। এই নিয়মটা চলে আসছে আমাদের সেই আদি যুগ থেকে। একা একা মানুষ কোনদিনও বাঁচতে পারে না। ফ্যামিলিগতভাবে বসবাস করতেই মানুষ বেশি স্বাচ্ছন্দ বোধ করে। কেননা একটা ফ্যামিলির মধ্যে সমস্ত বিষয়কে উপলব্ধি করা যায়। দুঃখ ,কষ্ট ,রাগ ,অভিমান ,শাসন ,ভালোবাসা, উপভোগ্য সময় সমস্ত কিছু একটা পরিবার থেকেই মানুষ পেয়ে থাকে। আর প্রতিটি পরিবারেই একজন করে কর্তা থাকেন। যিনি পুরো পরিবারটাকে খুবই দক্ষতার সাথে সুন্দরভাবে সুখের মধ্য দিয়ে পরিচালনা করার চেষ্টা করে থাকেন।
এককভাবে কোন কিছু কেই পরিপূর্ণ রূপ দেওয়া সম্ভব নয়। ঠিক তেমনি একজন পরিবারের কর্তা যতই চেষ্টা করুক না কেনো তার পরিবারকে সুখে সমৃদ্ধিতে রাখার ,তবুও সে ব্যর্থ হবে যদি পরিবারের প্রতিটি সদস্য নিজ দায়িত্বে পরিবারকে সাজিয়ে না নেয়। কথায় আছে "সবে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ"। পরিবারের কর্তাকে যদি পরিবারের বাকি সদস্যরা কিঞ্চিত পরিমাণ হলেও সাহায্য করার চেষ্টা করে তাহলে পরিবারের কর্তা একটু হলেও অবকাশ পান। সাথে ঐ পরিবারটি ধীরে ধীরে সুখময় হয়ে ওঠে।
যাইহোক এখন আসি মূল কথায়, আমরা সকলেই জানি আমাদের নিজেদের পরিবারের মতোই, পরিবারের মতই বললে ভুল হবে, সত্যি বলতে আমার বাংলা ব্লগ আমাদের সকলের খুবই প্রিয় একটি পরিবার। যে পরিবারে এখন 7,523 জন সদস্য আছেন। যেহেতু আমরা সকলেই আমাদের একটা প্রিয় পরিবারের সদস্য তাই আমাদের উচিত এই পরিবারকে কিভাবে ভালো রাখা যায় কিভাবে সব সদস্য সুখময় থেকে বসবাস করতে পারে সেদিকে নজরদারি করা। ঠিক যেমনটা আমরা আমাদের নিজেদের পরিবারের জন্য করে থাকি। আমাদের সকলের প্রিয় বড় দাদা এবং ছোট দাদা সহ সকলের প্রিয় কমিউনিটির এডমিন, মডারেটর গণ আমাদের সবাইকে কিভাবে সুখময় পরিবেশে রাখা যায় সেদিকে সর্বোচ্চ সজাগ। আমাদেরও উচিত নিজেদের জায়গা থেকে নিজের দায়িত্ববোধ মনে করে সব কাজ দায়িত্বের সাথে করে তাদেরকে একটু হলেও সাহায্য করার প্রয়াস করা। যেমনটা উপরে পরিবারের সদস্যদের দায়িত্ব নিয়ে কথা বলেছিলাম।
###বাংলা ব্লগে আমাদের কিছু দায়িত্ববোধের কথা শেয়ার করি:-
১•নিজের কাজে নিজেই যত্নশীলতা অবলম্বন করুন।
২•কোয়ালিটিসম্পূর্ণ পোস্ট ও কমেন্ট করার সাথে সাথে বানানের দিকে যত্নশীল হন।
৩•গুরুত্বপূর্ণ যেই বিষয়টি সেটি হচ্ছে,কমেন্ট এর মাধ্যমে অন্যকে শুধু উৎসাহ না দিয়ে তার পোস্ট এর ভুল গুলোও কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিন।
৪•কমেন্ট এর রিপ্লাই দেওয়ার সময় সজাগ হন,কমেন্টকারীর বানানের ভুল রিপ্লাই এ তুলে ধরুন,তাতে পরবর্তীতে সে শুদ্ধ কমেন্ট এর দিকে নজর দিবে।
৫•ভয় নয় ন্যায্য মন্তব্য তুলে ধরুন,অন্যের পোস্ট এ কি কি ভুল হয়েছে সেটা অবশ্যই কমেন্ট এ জানিয়ে দিন।এটা ভাববেন না যে আমি তার ভুল উল্লেখ করলে সে আমার বিষয় খারাপ ভাববে।আপনার এই সাহসটুকুই ,একজন পোস্ট লেখক কে সঠিক মার্কডাউন ব্যবহারে পরিশুদ্ধ করবে।যা আমাদের কমিউনিটির জন্যে সর্বোচ্চ উপকারী হবে।
৬•কমিউনিটির রুলস গুলোকে যথার্থভাবে জানুন সে অনুযায়ী কাজে তার ব্যবহার করুন।হয়তো সব নিয়ম সবসময় মেনে কাজ করতে কষ্ট হবে,কিন্তু আপনার এই সামান্য কষ্টই প্রিয় বাংলা ব্লগ কে একটি উজ্জ্বল সাফল্যের শীর্ষে তুলবে। যার ভাগীদার আপনিও হবেন।
৭•অন্যকে প্রতিযোগী নয় ,একজন পরিবারের সদস্য হিসেবে কাছের মানুষ মনে করে, বন্ধুসুলভ ভাবে পরস্পরের সাথে সামঞ্জস্য রেখে, উৎসাহ দিয়ে কাজ করুন।
৮• বিশেষ ভাবে মানতে হবে এটা,আমাদের কমিউনিটির সকলের অতি প্রিয় @rme দাদা কখন কি করলেন না করলেন,কাকে কি দিলেন না দিলেন,কোন নিয়ম প্রণয়ন করলেন এটা ঠিক নাকি ভুল ,অল এভরিথিং ম্যাটার গুলোকে মাথাপেতে মেনে নিতে হবে।এটুকু মাথায় রাখতে হবে যে তিনি যেটাই করবেন আমাদের ভবিষ্যৎ ভালোর জন্যেই করবেন।তাছাড়াও আমাদের কমিউনিটি শ্রদ্ধাভাজন সকল এডমিন,মডারেটরের কোনো নিয়ম,কথাবার্তার প্রতি ঈর্ষণীয় হয়ে রিয়েক্ট করা থেকে বিরত থাকুন।মাথায় রাখুন তারা আমাদের তুলনায় অনেক অভিজ্ঞ ব্লগ বিষয়। যার নিরিখেই তারা আমাদের মেন্টর।হ্যা তারাও মানুষ তাদের ভুল হতে পারে, কিন্তু তাদের ভুল সংশোধন করার জন্যে দাদা সহ এডমিন,মডারেটরগণ আছেন।আমরা জাস্ট বলতে পারি ভুলের কথাটা,কিন্তু তাদের কে"কেন?"নামক প্রশ্ন করাটা আমাদের সাধ্যের বাইরে।
৯•আমাদের সকলের প্রিয়@suvo ভাই কমিউনিটির সংস্কার মূলক অনুষ্ঠানে একটা কথা বলেছিলেন যে"লেগে থাকুন একদিন ভালো কিছু পাবেন"কথাটার গভীর অর্থ আছে,সেটা বুঝে কাজ করুন।
১০•সর্বোপরি আপনি লক্ষ্য রাখুন কি এমন কাজ করলে আপনার আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"পরিবার সমৃদ্ধির উচ্চ চূড়ায় পৌঁছে যাবে।
পোস্ট টি অনেক বড় হয়ে গেলো বন্ধুরা সাথে থাকার জন্যে ধন্যবাদ।ছোট হিসেবে ভুল ত্রুটি করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি।
বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পোস্টের সব লেখা ইটালিসকসে করলে সৌন্দর্য্যতা হারায়। চেষ্টা করবেন সোজা হরফে লিখতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দাদা সুন্দরভাবে গাইড করার জন্যে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit