বেশ কিছুদিন আগেই আব্বুর অসুস্থ্যতার জন্যে অনেক বেশি ভোগান্তির সময় পার করেছি।আব্বু এখনো সম্পূর্ণ সুস্থ না হতেই আবার ও মন পীড়া দায়ক সংবাদ চলে আসলো।মনটা বেশ কয়েকদিন ধরেই খুব খারাপ।কিছুদিন আগেই আমার আম্মা হটাৎ করেই অসুস্থ হয়ে পড়েন,সেহরির সময় হটাৎ গায়ে কাঁপুনি দিয়ে জর আসে,আর তার পরেই শুরু হয় নানাবিধ কারণ।
সেহরি শেষ করে আম্মু নামাজ আদায় করার জন্যে ওয়াশরুম এ যায় ওযু করতে ,যথারীতি আমিও নামাজ পড়তে যাই মসজিদে।নামাজ পড়ে বাসায় আসতে না আসতেই আম্মু বলছেন তার শরীরটা বেশি একটা ভালো লাগছেনা।আর ঘুমানো হলনা।একটু পায়েচারি করতে করতেই ভোরের আলো ফুটে গেলো।
তারপর আম্মু সহ বের হলাম আমাদের বাড়ির একটু দূরের একটি কমিউনিটি হসপিটাল এ।কিন্তু এত সকালে তো আর কোনো গাড়ি সহজে পাওয়া যায়।বেশ অনেক্ষণ রাস্তায় দাড়িয়ে অপেক্ষা করতে করতে একটা অটো আসলো।তারপর আম্মু সহ দেরি না করে অটো তে ওঠে ক্লিনিক এর উদ্দেশ্যে রওয়ানা হলাম।
এদিকে আম্মুর অবস্থা বেশ খারাপ হয়ে যাচ্ছে।লক্ষ্য করলাম আম্মুর পায়ে পানি জমেছে।একটি টিপা দিয়েই দেখি তলিয়ে যাচ্ছে।বিষয়টা বেশ ভাবিয়ে তুললো আমায়।কারণ এরকম একই অবস্থা আমার ও হয়েছিল প্রায় 11 বছর আগে।তারপর আম্মু কে তার শরীরের অবস্থা জিজ্ঞেস করায় তিনি বলেন বেশ দুর্বল লাগছে।এটা শুনে আরো ভয় লাগতে শুরু করলো আমায়।এরকম আম্মুর সাথে কথা বলতে বলতে চলে আসলাম ক্লিনিক এ।আমাদের আসার একটু পরেই ডক্টর ও আসলো চেম্বারে।তাড়াতাড়ি করে ডক্টর ফি দিয়ে ডক্টর এর চেম্বারে চলে গেলাম।
ডক্টর সব কিছু চেকআপ করে বললেন,টেনশন এর কারণ নেই,পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে।কথাটি যদিও মনে একটু সস্থি দিচ্ছিল তাও কেনো জানিনা মনে শুধু ভীতির সঞ্চার হচ্চিল।ডক্টর কিছু টেস্ট দিলেন ।দ্রুত সব টেস্ট করাতে আম্মু নিয়ে গেলাম।টেস্ট এর রিপোর্ট বের হতে প্রায় 4 ঘন্টা লেগে যায়।অবশেষে রিপোর্ট হাতে পেয়েই চলে গেলাম পুনরায় ডক্টরের চেম্বারে।
সব রিপোর্ট দেখে অনি বললেন ভয়ের কোনো কারণ নেই।কিছু মেডিসিন লিখে দিচ্ছি এগুলো খেলে সব ঠিক হয়ে যাবে।সব শেষ করে জানতে পারলাম শরীর দুর্বলতা,প্রেসার এর জন্যে এরকম হয়েছিল।এখন আম্মার অবস্থা মোটামুটি ঠিক হয়েছে।আর সুস্থ ও আছেন মোটামুটি।আশা করছি ধীরে ধীরে আম্মা সুস্থ হয়ে উঠবেন।আপনাদের সকলের কাছে আম্মু জন্যে দোয়া প্রার্থী আমি।দোয়া করবেন আম্মু যেনো তারাতারি সুস্থ হয়ে ওঠেন। সত্যই বলছি আম্মুর এরকম অসুস্থতায় মনটা অনেক বেশি খারাপ হয়ে আছে।বুঝতেই তো পারছেন আম্মু ,আব্বু অসুস্থ হলে কেমন লাগে।আজকে আর বেশি কিছু লিখলাম না বন্ধুরা।কারণ মন মানুষিকতা ভালো নেই।
বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদিকে আপনার বাবা এখনো ঠিকভাবে সুস্থ হয়ে ওঠেননি অন্যদিকে আপনার মা অসুস্থ হয়ে পড়েছেন জেনে সত্যিই খারাপ লাগলো ভাইয়া। আসলে পরিবারের কেউ অসুস্থ থাকলে অনেক খারাপ লাগে। আপনার বাবা-মা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে এই দোয়াই করি ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দোয়া করবেন আপু আমার মা বাবার জন্যে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া টেনশনের কোন কারন নেই। আপনার আম্মার রক্তে সুগার কিছুটা কমে গেছে। ডাক্তার যে ঔষুধ দিয়েছে সে গুলো ঠিক ভাবে খাওয়া সুস্থ হয়ে যাবে,ইনশাআল্লাহ। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit