হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
একজন পুরুষ এবং নারীর জন্য বিবাহ একটি গুরুত্বপূর্ণ জিনিস। কেননা এই বিবাহের মাধ্যমেই একজন নারী এবং পুরুষের জীবনের নতুন তম অধ্যায়ের সূচনা হয়। যদি জীবনসঙ্গী বা সঙ্গিনী উত্তম এবং শ্রেষ্ঠ হয় তাহলে জীবন অত্যন্ত আলোকিত এবং সফলতায় সমৃদ্ধ হয়। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের কমিউনিটি প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় @rme দাদা এবং তার সহধর্মিনী শ্রদ্ধেয়া @tanuja বৌদি। দাদা এবং বৌদিকে সপ্তম তম বিবাহ বার্ষিকী উপলক্ষে আমার পক্ষ থেকে রইল শুভেচ্ছা এবং শুভকামনা।
দেখতে দেখতে দাদা এবং বৌদির বিবাহের সাতটি বছর কেটে গেল। আর এই সাত বছরের মধ্যেই কত চরাই উথরাই পার করে এসেছেন কেবলমাত্র ওনারাই জানে ন। এত সমস্যা এবং ঝামেলার মধ্যে একে অপরের ডাল রূপে পাশে থেকে আজ এ পর্যন্ত এসেছেন। এখান থেকে স্পষ্টতা বহন করে যে জীবন সঙ্গী এবং সঙ্গিনী হিসেবে দাদা আর বৌদির মতন হওয়া উচিত। যেখানে একে অপরের প্রতি থাকবে অসীম শ্রদ্ধা এবং সীমাহীন ভালোবাসা।
আমরা সকলেই জানি দাদা এবং বৌদি কি রকম উত্তম মন মানসিকতার মানুষ। সেই দৃষ্টিকোণ থেকে উনাদের উদ্দেশ্যে প্রমোশনাল কথা বলার কোন অধিকার নেই আমার। কারণ ওনারা উত্তম জ্ঞানী আমার থেকে অন্তত। তারপরেও কিছু কথা বলতে চাই আমি। দাদা এবং বৌদিকে আমি আমার পক্ষ থেকে এতটুকুই কথা বলব জীবন চলার পথে নানান রকম বাধা বিপত্তি অবশ্যই আসবে কিন্তু সেই বাধা বিপদ থেকে কাটিয়ে ওঠার জন্য আপনারা এতদিন যেভাবে একে অপরের পাশে একদম আঠার মত লেগেছিলেন আমি গভীর আশা ব্যক্ত করছি ঠিক তেমনি ভাবে আগামী দিনগুলোতেও আপনারা একই ভাবে একে অপরের সহযোগী হয়ে সমস্ত বিপদগুলোকে উৎখাত করে সফলতার দিকে এগিয়ে যাবেন। জীবন যেখানে যুদ্ধক্ষেত্র সেখানে বিপদ আসা স্বাভাবিক। তাই জন্য দুজনকেই একসাথে থাকা অত্যন্ত জরুরী। কারণ হাজব্যান্ড ওয়াইফ যদি একত্রিত ভাবে কোন সমস্যাকে সমাধান করার চেষ্টা করে সেখানে সফলতা ১০০%।
শ্রদ্ধেয় দাদা এবং বৌদি জীবনের সাতটি বছর একে অপরের ডাল হয়ে পাশে থেকে অতিবাহিত করেছেন। আনন্দ, দুঃখ,কষ্টগুলোকে যেমন ভাগাভাগি করে নিয়ে সামনের দিকে এগিয়ে গেছেন। ঠিক তেমনি ভাবে আমি এটাও আশা করছি যে আগামীর দিনগুলো যেন আপনাদের অত্যন্ত সুখের এবং সমৃদ্ধ হয়। এই এনিভার্সারি শব্দটা যেন আপনাদের জীবনে বারবার ফিরে আসে। আমরা চাই বারবার আপনাদের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতে। সর্বোপরি আপনাদের এবং আপনাদের পরিবারের জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে কামনা করছি আপনাদের জীবনের পরবর্তী সময় গুলো পুষ্প সজ্জিত হোক। পরিশেষে আবারো জানাচ্ছি দাদা এবং বৌদিকে সপ্তম তম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা এবং অভিনন্দন।
আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/mdetshahidislam/status/1864350537002725500?t=X_Hq1XaTpcxYeKGLTDT0tQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডেইলি টাস্ক প্রুফ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আমাদের সবার প্রিয় দাদা ও বৌদির বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা রইল। এই দিনটি যেন বারবার ফিরে আসে এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তারা যেন ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকে এবং সর্বদাই সুস্থ রাখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা এবং বৌদির ভালোবাসা অটুট থাকুক। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit