হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
•বাড়তি কোনো কথা নয়, চলে যাবো আমার পোষ্টের আজকে মেইন পয়েন্ট এ।পতাকা অবমাননা।কথাটা শুনলেই যেন পুলকের আবেশে মন খারাপ হয়ে যায়।পতাকা আমাদের মাতৃত্বের,এবং জাতীয়তার পরিচয় বহন করে। দেশের এবং জাতির এত্ত বড় একটা পরিচয় বহনকারী জিনিসকে এভাবে অবমাননার কথা শুনলেই যেন মনে দাগা দিয়ে ওঠে।এই টপিক্স এর উপর কয়েকদিন থেকেই পোস্ট লিখতে চাচ্ছিলাম,তবে রাজনৈতিক বিষয় আলোচনা করা যেহেতু আমাদের কমিউনিটিতে নিষিদ্ধ তাই আর লেখা হয়নি।কিন্তু আজকে যখন অ্যানাউসমেন্ট চ্যানেলে দেখলাম @nusuranur আপু এই বিষয়েই পোস্ট করতে বলেছেন তাই স্বাধীনভাবে এখন পতাকা অবমাননা নিয়ে পোস্ট লিখতে শুরু করলাম।চলুন নিচে এই বিষয় আরো আলোচনা করি..…..
• প্রথমেই বলে রাখি আমি কোন রাজনীতিবিদ নই বা কোন বিশ্লেষক নই আমি একজন দেশের সাধারণ নাগরিক। এখন আসি মূল কথায় এই পতাকা অবমাননা প্রক্রিয়াটি কোথা থেকে শুরু হলো? আমার জানামতে পতাকা অবমাননা শুরু হয় ‘ইসকন’ ইস্যুকে কেন্দ্র করেই। এখন ইসকন ইস্যু জিনিসটা কি? এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না। গুগল বা ইউটিউবে দেখে নিবেন। আমার কথা হচ্ছে যে ইস্যু নিয়েই ঝামেলা তৈরি হোক না কেন দেশমাতৃকার পরিচয় বহনকারী জিনিসের উপর কেন অমানবিকতার প্রকাশ ঘটাবো? এটা কি আদৌ কোন শিক্ষিত জাতির অন্তরায় পড়ে? সে যাই হোক আমি বলতে চাচ্ছি এই কাজটি যে বা যারাই করেছে তারা শিক্ষিত নামের কলঙ্ক। সুশিক্ষায় শিক্ষিত নয় বরং শিক্ষা নামক জিনিসটাকে কুলুষিত করেছেন।
•জাতীয় পতাকা কেবলমাত্র একটি কাপড়ের তৈরি হলেও এর মর্যাদা এবং সম্মান ব্যাপক বিস্তর। কাপড়ের তৈরি এই পতাকাটি আমরা কে কোন দেশের নাগরিক তার পরিচয় মাথা উঁচু করে জানান দেয়। সেই দেশ মাতৃকার পরিচয় কে অবমাননা করার কারণেই বর্তমান সময়ে বাংলাদেশ ভারতের চির বন্ধুত্ব সম্পর্ক ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। দেখুন বন্ধুত্ব এমন একটি জিনিস যেখানে ফাটল ধরানোর জন্য অনেকেই অনেক রকম প্রচার প্রচারণা করে থাকে। যা আমরা বর্তমান সময়ে বাংলাদেশ ভারতের পতাকা অবমাননায় দিক থেকে বিশেষভাবে দেখতে পাচ্ছি। আমি মনে করি এটি একটি কুচক্র মহলের কাজ যার শিকার হচ্ছে বাংলাদেশ-ভারত দু'দেশই।
•খেয়াল করে দেখুন যখন বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত এবং পাক হানাদার বাহিনীর কাছে নির্মম অত্যাচারের শিকার হয়ে অন্ধকারের রক্ত লাল কুঠুরিতে অবস্থান করছিল। ঠিক তখনই আমাদের পাশের রাজ্য ভারত আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ফলে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। আমাদের হয়েছে একটি স্বাধীন পতাকা। ছোট্ট একটি ইস্যুকে কেন্দ্র করেই আমরা কি রকম শোচনীয় একটি পরিবেশ তৈরি করে ফেলেছি। এটা কেবলমাত্র আমাদের দুই হাতের কর্মফল এবং বিবেক শূন্য মন মানসিকতার একটি রূপ।
•আমি আমার মন থেকে এটাই চাইবো সব অবসানকে দূরীভূত করে সব ভুল বোঝাবুঝিকে এবং হিংসা, জেদকে দূরীভূত করে পুনরায় আমরা বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হই। নিজেদের মধ্যে অমানবিক নির্যাতন করে বন্ধুত্বকে শত্রুতায় পরিণত করা বোকামি ছাড়া কিছুই হবে না। পরিশেষে আমি এটাই প্রার্থনা করব দু দেশের মধ্যে পুনরায় বন্ধুসুলভ সম্পর্ক তৈরি হোক এবং সবাই আমরা সঙ্ঘবদ্ধ ভাবে কাজ করি, তবেই দুই দেশের মঙ্গল সাধিত হবে এবং সাফল্যের শীর্ষ চূড়ায় পৌঁছাতে পারবো আমরা।
অবমাননা,হিংসা নয়, বন্ধুত্বই হোক আমাদের আসল পরিচয়!
আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
https://x.com/mdetshahidislam/status/1863812709122474203?t=WEFcxPBDHilVFivo2SDhxQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit