❤️আসসালামু আলাইকুম ❤️ |
---|
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমাদের জীবনটা বহমান নদীর মত যা বয়েই চলে। আর এই জীবন চলার পথে আমাদের সাথে কত রকম মানুষের সাথে দেখা হয় সেটা আমরা নিজেরাও হয়তো কল্পনা করতে পারি না। ঠিক সেভাবেই আমাদের বাংলা ব্লগের সকল মেম্বারদের মধ্যে সকলের কাছে পরিচিত একটি মুখ হল@nusuranur আপু। আর আমাদের জীবনে নির্দিষ্ট একটি দিন থাকে যেদিন আমরা এই সুন্দর রঙ্গিন ধরায় এসেছিলাম। যে দিনটিকে আমরা জন্মদিন বলি। সেই জন্মদিনের প্রেক্ষিতে সকলের প্রিয় নূশুরা আপুকে উৎসর্গ করা কিছু কথা লিখব আজ। চলুন......
প্রিয় আপু,
শুরুতেই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করছি। জীবন এমন একটি অধ্যায় যেখানে অনুচ্ছেদের শেষ নেই। যেখানে অজস্র বাণী কথা নিহিত থাকে। যতই আমরা এই জীবন নামক অধ্যায়ের সামনে এগোবো এবং যতই আমরা এই জীবন নামক অধ্যায়ের পৃষ্ঠা উল্টাবো ততই নতুন কিছু শিখতে পারবো, নতুন কিছু জানতে পারবো। তাই অতীতের পড়ে আসা অধ্যায়গুলো থেকে নতুন কিছু শিখে সামনের অধ্যায়গুলোতে সঠিকভাবে পদার্পণ করার জন্য মানসিক এবং শারীরিক; দুভাবেই স্রষ্টা আপনাকে বলিয়ান করুন এই প্রার্থনা করি।
জীবনে এমন কিছু মুহূর্ত পাওয়া যাবে তখন মনে হবে, এ জীবন সত্যিকার অর্থেই উপভোগ্য।আবার জীবনে হয়তো কিছু কিছু মুহূর্তের অনুভূতি আপনাকে এমনভাবে দুমড়ে মুছরে দিবে মনে হবে সব শেষ , কিন্তু না! এভাবে নিজের আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলা যাবে না। নতুন করে নিজেকে সাজিয়ে তুলতে হবে। যতই বাধা আসুক নিজেকে পুনরায় স্টান্ড করার জন্য স্রষ্টা আপনার মনের শক্তিকে সর্বদাই দৃঢ় রাখুক এই প্রার্থনা রাখি।
আজকের এই দিনটির মধ্য দিয়ে আপনার জীবনের আরও একটি বছর গত হয়ে গেল। আমি জানিনা কতটুকু আনন্দ এবং সুখের সময় অতিবাহিত করেছেন। তবে দোয়া রইল আপনার জীবনের গত হওয়া সময় গুলো যতটা আনন্দের কেটেছে তার থেকেও অসংখ্য গুনে ভালো কাটুক আপনার আগামীর দিনগুলি। জীবন হোক পুষ্প সজ্জিত। দুঃখ কষ্ট গুলো সরে যাক অথৈ দূরে।
আপনার আজকের এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে আপনার থেকে এটাই আশা করব, আপনি থেকে যান আজীবন আমাদের মাঝে আমাদের বড় আপু হিসেবে। আমাদের সকলের মাঝে সকলের বন্ধন অটুট থাকুক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে। আপনার আগামীর পথ চলা হোক সুখকর এবং আনন্দঘন। ভরে উঠুক প্রতিটা মুহূর্ত সোনায় সোহাগা অমূল্য রত্নের মতো। বেঁচে থাকুন আমাদের মাঝে গোলাপ ফুলের সুগন্ধির মত মিষ্টি সুবাসের সাথে।শুভ জন্মদিন শ্রদ্ধেয় নুসুরা আপু।
..........................................................................
আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/mdetshahidislam/status/1874124518874399052?t=FAaK9dQ6g19IL07Mp2aGBQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডেইলি টাস্ক প্রুফ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপুর আজকে জন্মদিন এটা আমার জানা ছিল না। আপনার মাধ্যমে জানতে পারলাম আপুর জন্মদিন। আপুর জন্মদিন উপলক্ষে আপনি সুন্দর একটি পোস্ট উপস্থাপন করে দেখেন। অনেক ভালো লাগলো আপনার এই পোস্ট দেখে। আমার পক্ষ থেকে আপুর জন্য অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল। পাশাপাশি নতুন বছর যেন শুভ হয় আমাদের সকলের সেই দোয়া রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit