জেনারেল রাইটিং//Superwalk এর আমার গত এক সপ্তাহের এক্টিভিটিস// প্রো মুড//

in hive-129948 •  6 days ago 
❤️আসসালামু আলাইকুম ❤️

হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।

1000010888.jpg

সুপার ওয়াক অ্যাপস এর সাথে মোটামুটি আপনারা প্রত্যেকেই পরিচিত। আর এই অ্যাপসে দুটি মুড রয়েছে এই বিষয়টিও আপনারা অনেক আগে থেকেই জেনে গিয়েছেন। তবে অনেকেই এনএফটি কিনেছিলেন আবার অনেকেই কিনেনি। আমিও বেশ কয়েকদিন আগে এনএফটি কিনেছিলাম শ্রদ্ধেয় সুমন ভাই অ্যালার্ট করায়। গত ১ সপ্তাহ সুপার ওয়াক প্রো মুড ইউজ করলাম বেশ ভালই লাগলো। তাই ভাবলাম গত এক সপ্তাহে প্রো মুড এ আমার একটিভিটিস কেমন ছিল সেই বিষয়টি আপনাদের মাঝে উপস্থাপন করি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার গত এক সপ্তাহে সুপারওয়াকে প্রো মুড এ একটিভিটিস কেমন ছিল।

1000010885.jpg1000010873.jpg1000010879.jpg

যদিও বা বর্তমান সময়ে সুপার ওয়াকের এক্টিভিটিস তুলে ধরাটা বাধ্যতামূলক নয় কিন্তু যেহেতু আমি প্রো মুড ইউজ করতেছি তাই এখান থেকে কিছু ওয়াক টোকেন পাওয়া যায় সেগুলো পাওয়ার লক্ষ্যেই মূলত এই একটিভিটিস গুলো তুলে ধরা।গত সপ্তাহের প্রথম দিনে আমার একটিভিটিস মোটামুটি ভালোই ছিলো। গত সপ্তাহের প্রথম দিনে আমি হাটাহাটি করেছিলাম ২. ১১ কিলোমিটার। যা ছিলো ২৯৮৮ স্টেপ। আবার গত সপ্তাহের দ্বিতীয় দিনে আমি হেঁটেছিলাম 0.98 কিলোমিটার। সেদিন আমার স্টেপ পূর্ণ হয়েছিলো ১৩৭৪। আর গত সপ্তাহের তৃতীয় দিনে হাটাহাটি করেছিলাম ১.৫১ কিলোমিটার। সেদিন আমি স্টেপ হেঁটেছিলাম 2073 স্টেপ।

1000010883.jpg1000010884.jpg1000010877.jpg

গত সপ্তাহের চতুর্থ দিনে আমি হেঁটেছিলাম 2.02 কিলোমিটার রাস্তা। স্টেপ আকারে প্রায় ২৭০৩ স্টেপ হেটেছিলাম। আবার গত সপ্তাহের পঞ্চম দিনে আমি ২.০৫ কিলোমিটার রাস্তা হেঁটেছিলাম। নিয়ম অনুযায়ী সেই দিন মোট ২৭৪৯ স্টেপ হেঁটেছিলাম। আর গত সপ্তাহের ষষ্ঠ দিনে আমি 1.39 কিলোমিটার রাস্তা হেটেছিলাম। যার স্টেপ আকার হিসেব করলে দাঁড়ায় ১৯০৭ স্টেপ।

1000010875.jpg
আর গত সপ্তাহের শেষ দিন তথা সপ্তম দিনে আমি হেঁটেছিলাম ১.০৮ কিলোমিটার রাস্তা। যা স্টেপ আকারে ছিলো ১৫০৩ স্টেপ। বন্ধুরা এই ছিল আমার গত সপ্তাহে সুপার ওয়াক এপ্সে প্রো মুড এর একটিভিটিস। কেমন লাগলো আমার আজকের পোস্টটি কমেন্টের মাধ্যমে জানাতেই পারেন। আজকের মত এখানেই শেষ করছি। খোদা হাফেজ।

🥀The End🔚


আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BWKv98gTbE1TzYxKxSHqXe...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

🥰পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ🥰

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

k75bsZMwYNu2L3iBMXq5y7xeiy1isFJsZxnMZSXuXEsxe4ee1cUkGyPJCLZGCQakf7rhdF4BCfDEoapH4mouM2Aj146hJMSXi5HTTVzEz8XniqvusjNXQUvd6kFHpbLjdG3Z8nsUFv1dnwNyF9UpV6ZzrnVNin21C.png

DeviceRedmi 12
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3Rp5T1Aj83qwWXbYzKZLUma3XzAsJ7UoKSejtoYXxVGV3kHf8Uo7UdHQJYZHUi5gx9LPQXZyuHqAsReGqf...YUgm8z2tK3Hr7tLML4RyHcCDo3af4EkZ1S1UbbQfxR4yLQ4jwG4LZyb3gUseycTTMAnyU1KuY3dBanNZeVa5KTsPVYSpcVb2e8L22BVgAkEwUBSizJYW2bQRTC.png

1000006435.jpg

আমি মোঃ শাহিদ ইসলাম। রংপুর বিভাগের রংপুর জেলায় বসবাস করি। অবিবাহিত। আমি একজন বাঙালি হিসেবে মাতৃভাষা বাংলায় কথা বলতে এবং বাংলায় নিজেকে প্রকাশ করতে ভীষণ রকম স্বাচ্ছন্দ্যবোধ করি। বর্তমানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় (অক্সফোর্ড খ্যাত)রংপুর কারমাইকেল কলেজ এর(IHC )ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং আরবী ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ(OBWKM)মাদ্রাসা থেকে ফাজিল করতেছি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন ভেরিফাইড ব্লগার। সংকল্প নিয়েছি এমনভাবে ব্লগিং করব যাতে প্রিয় বাংলা ব্লগ এর সাফল্যের ভাগীদার হতে পারি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব। তাছাড়াও ভিন্ন ভিন্ন বিষয় কনটেন্ট লেখা-লেখি,কবিতা লেখা ,আর্ট করা ,ওয়ালমেট তৈরি , অরিগামী ডিজাইন, ফটোগ্রাফি করা ,গজল-গান কভার করা,ভ্রমণ করা,রেসিপি রিভিউ , কবিতা আবৃতি সহ সব রকম কাজ করতে আমি ভীষণ পছন্দ করি। আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। সর্বোপরি ধন্যবাদ জানাই বড়দাদা এবং ছোট দাদাকে।

APJuWYdNufXfexVJdadzh84ubwxgJmQjFLw8A4brEnLhiNQZMwLugdSp3uqms5vy2mBSzFXGayCQ89zkBUH9WJkpJyLtrjBFWFg3yqJLgMpGXpKhoS7sRn5caj7o7E...okWcbV7VCrdshaTLgcMPZmGgv1EUs7rKcDejZqhvw3cPa35fbfbMp99zZNpB8cMkTyWhtbyLEmPVy8QBYtG2hcHEjm4GepX64cwR1WHiuRyC5d7EFb9axxoEFf.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74b6kDtcK947Vx3vBbQJoP...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

ডেইলি টাস্ক প্রুফ

1000010890.jpg

1000010889.jpg

আপনি আপনার চমৎকার একটিভিটিস আমাদের দেখিয়েছেন। আমি মনে করি আমাদের সব সময় হাটাহাটি করা প্রয়োজন। আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। সুযোগ বুঝে সকাল বিকেল এভাবে হাঁটাচলা করলে পরে একদিকে সুপার ওয়ার্ক হয়ে যায় আরেকদিকে নিজের ভালো থাকা যায়।

আজকে আপনি আপনার একটি সপ্তাহের এক্টিভিটিজ উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাই। অসাধারণ ছিল আপনার এক্টিভিটিস। আশা করব এভাবে আপনি হাঁটাহাঁটি চালিয়ে যাবেন।

আপনি আপনার গত সপ্তাহের সাত দিনের সুপার ওয়াল্কের এক্টিভিটিস শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনি প্রতি সপ্তাহে আপনার এক্টিভিটিস শেয়ার করেন এটা অনেক ভালো একটি উদ্যোগ। আপনি আপনার এক্টিভিটিস ধরে রেখেছেন, এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।