হ্যাল্লো,
আমার বাংলা ব্লগ এর সকল বন্ধুরা,, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।আমার আজকের ব্লগের বিষয় হচ্ছে নাটক রিভিউ।নাটকের নাম হচ্ছে গরীবের বউ। এর আগে আমি এই নাটকের চারটি পর্ব আপনাদের মাঝে শেয়ার করেছি। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন পর্ব শেয়ার করতে চলে আসলাম।এটি হচ্ছে পঞ্চম পর্ব বা শেষ পর্ব।আশা করি আমার আজকের নাটক রিভিউ ব্লগ টি আপনাদের ভালো লাগবে। ।চুলুন শুরু করি তাহলে।
নাটকটির গুরুত্ববহ তথ্যসমূহ:
নাটকের নাম: | গরীবের বউ |
পর্ব নং: | পঞ্চম |
পরিচালক: | কচি আহমেদ |
প্রযোজক: | ইগল টিম |
অভিনয়: | ইফতিখার ইফতি,আফরিবা খান মুমু,অদিতি জামান স্নেহা,লিপু মামা,মনি ইত্যাদি |
রচনা: | সোলায়মান |
চিত্র গ্রহণ: | নয়ন মোল্লা |
সম্পাদনা: | অনিক ইসলাম ও শাহিন জামান |
নাটকটির দৈর্ঘ্য | ৫৬ মিনিট |
ভাষা | বাংলা |
দেশ | বাংলাদেশ |
নাটকটির সংক্ষিপ্ত বর্ণনা: |
নাটকের নায়ক ইফতিখার ইফতি নাটকের মধ্যে রাতুল নামে পরিচিত আর নায়িকা আফরিবা খান মুমু নাজমা নামে পরিচিত।
গল্পের নায়ক এবং নায়িকা প্রথম ঢাকা শহরে এসে ,পড়ে যায় বিশাল বিপাকে। কেননা তারা কে কি করবে না করবে সে বিষয় নিয়ে বেশ ঝামেলায় ছিল। অবশেষে গল্পের নায়ক রাতুল সিদ্ধান্ত নেয় রিকশা চালানোর আর নায়িকা নাজমা সিদ্ধান্ত নেয় বাসায় বাসায় কাজ করবে। কিন্তু বাসায় কাজ করতে যেয়ে নাজমা পড়ে আরেক ঝামেলায়। প্রথমেই কাজ খুঁজতে চলে যায় তার বড় বোনের বাসায়।সে জানতোনা অবশ্য যে এটা তার বড় বোনদের বাসা। যদিও সে ভুল করে তাদের বড় বোনের বাসায় গিয়েছিল তাদের বড় বোনের বাসা না চিনে। যেই না তার বড় বোন তাকে দেখলো যে তাদের ছোট বোন নাজমা তাদের বাসায় কাজের বুয়া হিসেবে কাজ করতে এসেছে তখনি নাজমার বড় দুই বোন নাজমাকে অপমান করে অপদস্ত করে। অতঃপর নাজমা সেখান থেকে রাগ করে চলে আসে। রাতুল রিকশা চালাতে যেয়ে তার বড় দুলাভাইরা তাকে রাস্তায় দেখে তার সাথে খারাপ ব্যবহার করে এমনকি তার গায়ে পর্যন্ত হাত তুলে। অবশেষে নাজমা সুইপারের কাজ করা শুরু করে আর রাতুল বিল্ডিং এর কাজ করা শুরু করে। এভাবেই নাজমা এবং রাতুল কাজ করে একটি মাটির ব্যাংক এ ২৩ হাজার টাকা জমায়।
সেই টাকা দিয়েই নাজমা এবং রাতুল ব্যবসা করার সিদ্ধান্ত নেয়। প্রথমেই তারা ভ্যানে করে নিলামি কাপড় বিক্রি করতে থাকে। তারপরে সবজি বিক্রি করতে থাকে। এভাবেই তারা বিভিন্ন ব্যবসার মধ্য দিয়ে দিন পার করছিল। ছোট ছোট এরকম ব্যবসা করতে করতে প্রায় তিন বছর পর তাদের যে অবস্থান হলো মাথা ঘুরে যাওয়ার মত। নাজমা এবং রাতুল এভাবেই বড় একটি কাপড়ের শোরুম দেয়।
সেই ছোট্ট রিক্সা চালক থেকে আর কাজের বুয়া থেকে আস্তে আস্তে নাজমা এবং রাতুল নিজের লক্ষ্যের দিকে পৌঁছে যেতে শুরু করলো। তারা কোন বাধা কেই ভয় না করে সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। দারুন উদ্যোগ নিয়ে তারা তাদের সফলতার দিকে অগ্রসর হতে শুরু করল। আস্তে আস্তে করে রাতুল ঢাকা শহরের মধ্যে একজন সফল বিজনেসম্যান হিসেবে পরিচিতি পেতে শুরু করলো। তারই ধারাবাহিকতায় রাতুল একদিন এক শিল্পপতির সাথে একটি গুরুত্বপূর্ণ মিটিং এ বসে। শিল্পপতি বলে রাতুলকে তার একটা নতুন গার্মেন্টস ফ্যাক্টরিতে রাতুলকে শেয়ার পার্টনার হিসেবে যোগ দিতে। রাতুল ভয় পেয়ে যায় আর বলে স্যার আমার কাছে এতগুলা টাকা নেই। তখন সেই গার্মেন্টস মালিক রাতুলকে বলে ভয় পেয়ো না সব টাকা আমি দেবো তুমি শুধু গার্মেন্টসের দেখাশোনা করবে। অবশেষে রাতুল সেই গার্মেন্টসের শেয়ারপার্টনার হিসেবে যোগ দিলো।
এদিকে নাজমার দুই বড় বোন এবং তাদের হাজবেন্ডদের অবস্থা দিন যেতে থাকলো খারাপ হতে থাকলো। নাজমার দুই বড় দুলাভাই সব ব্যবসায় লস খেয়ে বসলো এবং সব হারিয়ে পথে বসলো। তাদের অবস্থা নিঃস্ব হওয়ার কারণে বাসা মালিক তাদেরকে বাসা খালি করে দেওয়ার জন্য কড়া হুঁশিয়ারি জানিয়ে দিল। ফলে তারা বিপদগ্রস্ত হয়। নাজমার বড় দুই বোনকে তাদের হাসবেন্ডরা রাস্তায় ফেরি করতে বলে। তাদের অবস্থা একদম ভয়াবহ হতে শুরু করল আর এদিকে নাজমা সুখে শান্তিতে জীবন যাপন শুরু করল। এরই মাঝে নাজমার বাবা নাজমার ছোট বোন লিজাকে নিয়ে ঢাকা শহরে আসে তার চিকিৎসার জন্য। হঠাৎ করেই নাজমার বড় বোনের হাজবেন্ডের সাথে নাজমার বাবার রাস্তায় দেখা হয়ে যায়। নাজমার বাবা তার বড় দুই জামাই এবং মেয়ের করুন অবস্থার কথা শুনে অনেক কষ্ট পায়। অবশেষে নাজমার বাবা নাজমার বাসায় গিয়ে ওঠে।
নাজমা তার বাবা এবং ছোট বোনকে তার বাসায় আসতে দেখে ভীষণ খুশি হয়। নাজমা তার ছোট বোনের অসুস্থতার কথা শুনে তাৎক্ষণিকভাবে ডক্টরের কাছে নিয়ে যায় এবং প্রয়োজনীয় ওষুধ কিনে নেয় ডক্টর দেখিয়ে। এরই মাঝে হঠাৎ রাতুলের অফিসে নাজমার মেজো বোনের হাজবেন্ড চাকরি নিতে আসে। কিন্তু চাকরি না নিয়ে রাতুলকে এমডির চেয়ারে দেখে অবাক হয়ে নিজেই মাথানত করে চলে যায় রাতুলের অফিস থেকে।
তারপরে নাজমা তার ছোট বোনকে নিয়ে তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গ্রামে গিয়ে নাজমা এবং রাতুল গ্রামের লোকদের সহযোগিতা করে অর্থ দিয়ে এবং আরো অন্যান্য সাহায্য দিয়ে। যার কারনে রাতুল এবং নাজমা গ্রামের সবার কাছেই জনপ্রিয় হয়ে ওঠে। শেষ অব্দি নাজমার বড় দুই বোন ও নাজমার কাছে সাহায্য চাইতে আসে। তাই রাতুল গ্রামে একটি সিরামিকস ফ্যাক্টরি দেয় আর সেখানে নাজমার বড় দুই বোনের জামাইকে দেখাশোনার করার জন্য রেখে দেয়। তারপর তারা সুখের সমৃদ্ধিতে জীবন যাপন করে। এরই মধ্য দিয়ে গরীবের বউ নাটকটির সমাপ্তি ঘটলো।
আজকের মত এখানেই শেষ করলাম বন্ধুরা।দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।
নাটকের এই পর্বকে নিয়ে আমার মন্তব্য:
######সম্পদ এবং নিজের অবস্থান কখনোই এক জায়গায় স্থির থাকে না। যে কোন সময় একজন মানুষের অবস্থান পরিবর্তন হয়ে যেতে পারে। শুধুমাত্র নিজের দৃঢ় মনোবল এবং কঠিন অধ্যবসায়ের মাধ্যমেই নিজের জীবনকে সফলতার উচ্চতম চূড়ায় নিয়ে যাওয়া সম্ভব। আর কারোর ক্ষতি করে কখনো নিজে ভালো থাকা সম্ভব নয়। অন্যের ক্ষতি করতে চাইলে নিজেই ক্ষতির মধ্যে পতিত হতে হয়। এই সবগুলো কথার উজ্জ্বল দৃষ্টান্ত হলো গরিবের বউ নাটকটি।
নাটকের সব পিকচার গুলা ইউটিউব থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে এবং নাটকের লিংক টিও ইউটিউব থেকে কপি লিংক করা হয়েছে |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গরিবের বউ নাটক টি আমি দেখছি সব গুলো পর্ব দেখা হয়েছে। তবে আবার নতুন করে নাটকটির রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। নাটকের শেষে তারা দুইজনে ভালো একটা ব্যবসা করে ও সবার থেকে তারা উঁচু পরিবারের মানুষ হয়ে যায়।এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মানুষকে কখনো ঠকিয়ে নিজে ভালো থাকা যায় না যাইহোক নাটকটির রিভিউ আপনি সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই পোস্ট টি করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অন্যের ক্ষতি করে কখনো নিজে ভালো থাকা যায়না এটা চরম বাস্তব ভাইয়া,আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি নাটক আপনি আমাদের মাঝে রিভিউ করেছেন। আপনার নাটক রিভিউটা আমার কাছে বেশ দারুন লেগেছে। আমার কাছে মনে হলো নাটকটা বেশ শিক্ষামূলক। গরিবের বউ নাটকের পঞ্চম পর্ব এবং শেষ পর্ব এটা। নাটকটার কিছু অংশ দেখে অনেক কিছু বুঝতে পারলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সুচিন্তিত মতামত শেয়ার করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গরিবের বউ নাটকটার কয়েকটি পর্ব আমি দেখেছিলাম। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল এই নাটকটার পর্ব গুলো দেখতে। আজ আপনি অনেক সুন্দর করে গরিবের বউ নাটকটির ৫ তম পর্বের রিভিউ শেয়ার করেছেন অথবা শেষ পর্বই বলা যায়। যারা আগে গরিব ছিল তাদের সফলতার কাছে এখন অন্য ভাই-বোনেরা আর কিছুই নয়। তারাও শেষ পর্যন্ত নিজেদের ভুল বুঝতে পেরেছে এটা দেখে সত্যি অনেক ভালো লাগলো আমার কাছে। এখন তারা সবাই একসাথেই থাকবে, এ বিষয়টা খুব ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী ভাইয়া ভুল করে ভুল বুঝতে পেরে নিজেকে সংশোধন মুখি করাটাও একটা গুণের কাজ। আপনার মন্তব্য পেয়ে বেশ উৎসাহিত হলাম। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit