থ্রিডি ম্যান্ডেলা আর্ট //,,১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য

in hive-129948 •  3 years ago  (edited)

"প্রসঙ্গঃ আর্ট "

🇧🇩 বাংলাদেশ থেকে

আমি @shahin05

রোজঃ সোমবার
২৮ এ মার্চ ২০২২

আশা করি আপনারা সবাই ভাল আছেন । আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি । প্রথমে জানাই আমার বাংলা ব্লগ এর সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন । অনেকদিন পর তাদের জন্য আবারও নিয়ে আসলাম নিজ হাতে আর্ট । একটি থ্রিডি ম্যান্ডেলা আজকে নিয়ে আসলাম আমার প্রিয় কমিউনিটি তে । তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আমার তৈরি করা ম্যান্ডেলা টি দেখে নেওয়া যাক

IMG_20220328_142216.jpg

ম্যান্ডেলা টি আর্ট করার জন্য যা যা প্রয়োজন

  • একটি পেন্সিল ।
  • খাতা।
  • রাবার ।
  • রুল কম্পাস ।
  • রুল কাটার ।
  • স্কেল

তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ধাপ গুলো দেখে নেওয়া যাক

🎨ধাপ নং ১ 🎨

IMG_20220328_081741_1.jpg

প্রথমে আমরা রুল কম্পাস ব্যবহার করে চিত্রের মতো করে গোল করে নেব ।

🎨ধাপ নং ২ 🎨

IMG_20220328_081933.jpg

এরপর আমরা স্কেল ব্যবহার করে দাগ দিয়ে দিব । কারণ দাগ দিলে পরবর্তী পর্যায়ে তৈরি করা সোজা হয় ।

🎨ধাপ নং ৩🎨

IMG_20220328_082718.jpg

এখন রুল কম্পাস ব্যবহার করে বৃত্তের উপর ঐরকম অংশ তৈরি করে নেব । নেওয়ার পর দাগগুলো রাবার দিয়ে মিশিয়ে দিব ।

🎨ধাপ নং ৪ 🎨

IMG_20220328_141558_791.jpg

এখন আমরা ধীরে ধীরে ম্যান্ডেলার নকশা তৈরি করতে থাকবো ।

🎨ধাপ নং ৫ 🎨

IMG_20220328_085807.jpg

নকশা তৈরি করার মাঝপথে নিজের হাতের আংগুলের সঙ্গে ছবিটি তুললাম ।

🎨ধাপ নং ৬ 🎨

IMG_20220328_094651.jpg

অবশেষে নকশা তৈরি করা সম্পূর্ণ করে ম্যান্ডেলা আর্ট টিকে পরিপূর্ণভাবে তৈরী করে নিলাম ।


মডেলডিভাইস
আইটেলভিশন ১
ফটোগ্রাফার@shahin05
লোকেশনW3W

আশা করি আমার তৈরি করা ম্যান্ডেলা টি আপনাদের সবার ভালো লাগবে । তাই সবার সুস্থতা দান করে এখানেই শেষ করলাম । তবে লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

❤️ সবাইকে ধন্যবাদ ❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণএকটি ম্যান্ডেলা একেছেন আপনি। দেখতে চমৎকার দেখাচ্ছে। সেই সাথে উপস্থাপনা টাও অনেক গুছিয়ে করেছেন। ধন্যবাদ

আপনাকে অসংখ্য ধন্যবাদ

উফ অসাধারণ, চোখ জুড়িয়ে যাওয়ার মত একটি ম্যান্ডেলা আর্ট দেখতে পেলাম আপনার কাছ থেকে। সত্যিই দারুণ হয়েছে এবং খুব ধৈর্য্য ও দক্ষতার সাথে দারুন ভাবে সম্পন্ন করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

সুন্দর কমেন্ট ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ

ম্যান্ডেলা এবং থ্রিডি আর্ট দুটোই একই সাথে। অসাধারণ একটি আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আর্ট টি খুবই সুন্দর হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক ধৈর্য্য এবং সময় নিয়ে আর্ট টি করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ড্রয়িং শেয়ার করার জন্য। আপনি যদি জেল পেন ব্যবহার করেন ম্যান্ডেলা আর্ট করার সময় তাহলে আরো দারুন ভাবে ফুটে উঠবে। শুভকামনা রইল।

ধন্যবাদ আপু

ওয়াও ভাইয়া অনেক সুন্দর একটি থ্রিডি আর্ট অঙ্কন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার এই থ্রিডি আর্ট অঙ্কন। আপনি অনেক নিখুঁতভাবে এবং অনেক দক্ষতার সাথে এটি অঙ্কন করেছেন। ধাপে ধাপে অনেক সুন্দরভাবে আপনি এই থ্রিডি আর্ট উপস্থাপনা করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও আমাদের সবার সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ আপু

আপনার ম্যান্ডেলার টি অসাধারণ হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি আপনার অঙ্কন পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

বাহ চমৎকার লাগল আপনার এই থ্রিডি ম্যান্ডেলা আর্ট টি। খুবই সুন্দর ভাবে বর্ণনার মাধ্যমে উপস্থাপন করেছেন ভাই। সবগুলো ধাপ খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাই। 💞💞

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া

ভাইয়া, খুবই চমৎকার করে থ্রিডি ম্যান্ডেলা আর্ট সম্পন্ন করেছেন। যা দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত এই ম্যান্ডেলা আর্ট টি কিভাবে সম্পন্ন করেছেন তার প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার থ্রিডি ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে। এই ধরনের ম্যান্ডেলা আর্ট দেখতে আমার খুবই ভালো লাগে ।সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

থ্রিডি আর্ট গুলো এমনিতেই অনেক ভালো লাগে এবং আকর্ষনীয় বটে। আপনি খুব সুন্দর একটি মান্ডালা থ্রিডি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া

  ·  3 years ago (edited)

বাহ আপনার আজকের মান্ডালি আর্ট টা বেশ চমকপ্রদ এবং অন‍্যধরনের ছিল। বৃওের সাহায্যে খুব সুন্দর করেছেন আর্টটা। প্রাথমিকভাবে খুব কঠিন মনে হলেই দারুণভাবে সহজভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। অনেক সুন্দর ছিল আর্ট এবং পোস্ট টা ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ

ভাই থ্রিডি ম্যান্ডেলা টি অসাধারণ হয়েছে দেখতে। আপনি খুবই সহজে কয়েকটি বৃত্ত তৈরির মাধ্যমে চমৎকার এই ম্যান্ডেলা টি শেয়ার করেছেন আপনি।
ধন্যবাদ আপনাকে।

কমেন্ট করার জন্য ধন্যবাদ

আজকে আপনি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে একটি থ্রিডি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন ভাইয়া। আপনার অঙ্কন করা এই ম্যান্ডেলা আর্ট টি ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটা জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ

এক কথায় অসাধারণ ভাই। অসাধারণ এঁকেছেন একটি থ্রিডি ম্যান্ডেলার চিত্র। ম্যান্ডেলার চিত্রগুলো আঁকতে অনেক ধৈর্যের ব্যাপার। সবচেয়ে ভালো লাগলো যে আপনি থ্রিডি ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেছেন। প্রতিটি ধাপের বর্ণনা খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন।এরকম সুন্দর একটি ম্যান্ডেলার চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ

থ্রিডি ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি খুবই নিখুঁতভাবে ম্যান্ডেলা আর্ট এর ডিজাইন টি তৈরি করেছেন। ডিজাইনটি আমার খুবই পছন্দ হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া

আপনার ম্যান্ডেলাটির অঙ্কন প্রক্রিয়া অন্তন সুন্দর হয়েছে। এছাড়া অংকন প্রক্রিয়ার প্রতিটি ধাপ আপনি সুন্দর ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

বাহ্ আপনি তো খুবই চমৎকারভাবে থ্রিডি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সৃজীনশীল কাজ আমাদেরকে উপহার দেয়ার জন্য।

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য

আপনার ম্যান্ডেলা আর্ট টি অসাধারণ হয়েছে ।আমার কাছে তো বেশ ভালো লাগছে। এ ধরনের আর্ট করতে প্রচুর সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। যেটি আপনি খুব ভালোভাবে করেছেন। প্রতিটি ধাপের উপস্থাপন ছিল চমৎকার। যা দেখে খুব সহজেই আপনার আর্টের পদ্ধতি গুলো বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

থ্রিডি আর্ট দেখতে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে একটি থ্রিডি আর্ট করলেন। যা দেখে অনেক ভালো লাগলো। অসাধারন কাজ আপনার। প্রশংসা না করে পারলাম না। অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি অঙ্কন উপহার দেওয়ার জন্য। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ

অও,অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া ম্যান্ডেলা আর্টটি।👌👌আমার কাছে খুবই ভালো লেগেছে, আসলে ম্যান্ডেলা আর্টগুলির মধ্যে ছোট ছোট অনেক বিষয় ফুটে ওঠে।ধন্যবাদ ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

ভাইয়া আপনি অনেক সুন্দর করে থ্রিডি ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন। সত্যি অসাধারণ হয়েছে ভাইয়া। আপনার আর্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার উপস্থাপনা ভালো হয়েছে। আপনার জন্য শুভেচ্ছা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

থ্রিডি আর্ট আর মান্ডালা আর্ট কি একই জিনিস? আমার ঠিক জানা নেই বিষয়টা। একটু নিশ্চিত হয়ে বিষয়টা জানাবেন। তবে আপনার ছবিটা খুব সুন্দর হয়েছে। এটা সম্ভবত শুধুই মানডালা আর্ট। ধন্যবাদ আপনাকে।

ইউটিউব দেখে আমি আর্ট টি করছি ভাইয়া ।
সেখানেই থ্রিডি ম্যান্ডেলা দেওয়া রয়েছে ।
তাই আমি টাইটেল হিসেবে সেটাই দিয়েছি ।
কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

থ্রিডি ম্যান্ডেলা আর্টটি দেখতে অনেক ভালো লাগছে।মনে হচ্ছে অনেক ধৈর্য নিয়ে কাজটি সম্পূর্ণ করেছেন। পরিপূর্ণ ভাবে দেখিয়েছেন।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইল।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু