লেভেল-১ হতে আমার অর্জন by @shahin05, ১০% লাজুক খ্যাঁকের জন্য

in hive-129948 •  3 years ago  (edited)

হ্যালো

আমার প্রিয় বন্ধুরা

আমি @shahin05 বাংলাদেশ থেকে 🇧🇩

আশা করি আপনারা সবাই ভালো আছেন।
আপনাদের দোয়া ও আল্লাহ তায়ালার রহমতে আমিও ভালো আছি। আজকে আমি যে পোস্ট নিয়ে আসলাম। সেটা হলো আমার লেভেল-১ ক্লাস থেকে আমার জানা কিছু বিষয়। তবে জানার বিষয়গুলোর সঙ্গে সঙ্গে আমার আইডি লেভেল-১ এর জন্য আবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাকঃ

আমার পরিচয়

IMG_20211105_090647.jpg

আমার নাম মোঃ সোহেল রানা।আমার ইউজার আইডি @shahin05। আমি ইন্টারের ২য় বর্ষের লেখাপড়া করি। আমার বাবার নাম আব্বাস আলী এবং মায়ের নাম মোছাঃ অচিনা বেগম। আমার বাবা একজন কৃষক আর মা একজন গৃহিনী। আমি জমিরহাট উচ্চ বিদ্যালয় থেকে আমার মাধ্যমিক জীবন শেষ করি। এরপর খোলাহাটি কলেজ এ ভর্তি হই। সেখানেই বিজ্ঞান বিভাগে পড়তেছি। আমার পরিবারের মোট সদস্য ৫ জন। তবে আমার বোনদের বিয়ে হয়ে গেছে তাই এখন শুধু আমি একাই রয়ে গেছি । @amarbanglablog এই কমিনিটির নাম সর্বপ্রথম আমার চাচাতো ভাইয়ের কাছে থেকে শুনেছিলাম। সে আমাকে @amarbanglablog এ নিয়ে এসেছে। তার স্টিমিট আইডি @sumon01। তার জন্য আমি আমাদের প্রিয় কমিনিটিতে আমার সকল ধরনের যোগ্যতা প্রকাশ করার জন্য সুযোগ পেয়েছি।

IMG_20211016_135941.jpg

এখানে সবসময় চেষ্টা করবো নিজের দক্ষতা দিয়ে কিছু উপহার দেওয়ার জন্য। আমার সাথেযার ছবি রয়েছে সে হলো আমার খালাতো ভাই। প্রায় সময় এ আমরা একসঙ্গে ঘুরাঘুরি করে থাকি

IMG_20211016_090617.jpg

নানির বাসায় গিয়ে খালাতো মামাতো ভাইয়ের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। তখনে তাদের সাথে মজা করে ছবি তুলেছিলাম।

আমার স্বপ্ন

ছোটবেলা থেকে অনেক ধরনের আশায় রয়েছে। তবে লেখাপড়া করে মা- বাবার সেবা করবো আগে তারপর নিজের জীবন নিয়ে ভাববো। যে মা বাবা ছোট থেকে লালন পালন করলো সেই মা বাবার সব সময় সেবার কাজে নিয়োজিত থাকবো। সব সময় অসহায় মানুষের পাশে দাড়াবো, তাদের বিপদের পাশে তাদের কাছে দাড়ানো ইত্যাদি আমার জীবনের লক্ষ্য।

লেভেল-১ ক্লাস থেকে আমরা যা শিখতে পেরেছিঃ

Screenshot_20211105-223845.png

লেভেল-১ এ প্রায় কমিনিটির সকল ভাইয়েরা আমাদের সাহায্য করার জন্য আমাদের পাশে থাকে। তবে শুভ ভাই তার ক্লাসের মাধ্যমে আমাদের জানা অজানা বিষয়গুলো জানতে পেরেছি
শিখানো বিষয়গুলোর মধ্যে আমি লেভেল-১ এর প্রশ্নগুলোর উত্তর দিতে যাচ্ছি। তাহলে চলুন আমাদের লেভেল -১ এর উত্তরগুলো দেখে নেওয়া যাকঃ

  • যদি আমরা একটি কমেন্ট সব পোস্টের মাঝে করি তাহলে সেটা আমাদের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য করা হবে। এই কাজটি থেকে আমাদের দূরে থাকতে হবে।

  • যদি আমরা @amarbanglablog এ পোস্ট সুন্দর করার জন্য যেকোনো ওয়েবসাইট থেকে ছবি সংগ্রহ করে চালিয়ে দেই। তাহলে সেটা আমাদের কমিনিটি থেকে গ্রহণযোগ্য হবে না। আমরা সকলে প্রায় এই ফটো কপিরাইটের ভুলটায় করে থাকি। কারণ আমরা জানি না যে, এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলো থেকে ছবি সংগ্রহ করলে সেটা আমাদের কপি রাইট হিসাবে গণ্য করা হবে না।

  • ফটো কপিরাইট ফ্রি অনেকগুলো ওয়েসাইট এ রয়েছে। সেগুলোর মধ্যে
    ‌ 1.pixabay.com
    2.pexels.com
    3.freeimage.com.
    এই তিনটি ওয়েবসাইট থেকে যেকোনো ছবি আমরা স্টিমিটে দিতে পারবো। তবে ছবিটির লিংক শেয়ার করতে হবে আমাদের।

  • এখন আসবো আমরা ট্যাগ এর বিষয়ঃ
    ট্যাগ ব্যবহারের কারণে আমাদের কমিনিটির সামনে আমরা তাড়াতাড়ি চলে যাই। আমাদের কমিনিটিতে অনেকজন এ কাজ করে তাদের মধ্যে সব পোস্ট খুজে দেখা প্রায় অনেক সময় লেগে যায়। তাই কমিনিটির সুবিধার জন্য এই সব ট্যাগ ব্যবহার করে থাকি। তারা ট্যাগ দিয়ে সার্চ করলেই আমাদের পোস্টটি তাদের সামনে চলে যায়। তবে আমাদের পোস্টের ধরণ অনুযায়ী আমাদের ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে কমিনিটির কাছে পোস্টটি গণ্য হিসাবে ধরা হবে। আর যদি ভুল ট্যাগ ব্যবহার করি তাহলে আমাদের পোস্টটি খুজে পাওয়া যাবে না। যেমনঃ আমরা যদি কোথাও বেড়াতে যাই। তাহলে সেখনে ট্যাগ হিসাবে recipe দেই তাহলে সেটা গণ্য হবে না। সেখানে ট্যাগ হিসাবে আমাদের travel দিতে হবে।

  • কমিটিতে ধর্ম ও রাজনৈতিক বিষয়ের বিভেদ নিয়ে কোনো ধরনের পোস্ট লেখা যাবে না।

  • আমরা যদি কোনো ধরনের ওয়েবসাইট থেকে কিছু কোনো বিষয়ের উের জ্ঞান আহরণ করে নিজের দক্মতা দিয়ে সেটা লিখে থাকি তাহলে সেটাকে আমরা re-write আর্টিকেল বলবো।
    তবে পোস্টটি লেখার সময় আমাদের অনেক ধরনের re-write আর্টিকেল ব্যবহার করতে হয়।
    যেমনঃ .. ৭৫%-৮০% লেখা সম্পূর্ণ মৌলিক হতে হবে। যদি ওয়েবসাইট থেকে আমরা কোনো ধরনের ছবি নেই। তাহলে সেটা কপিরাইট ফ্রি হতে হবে এবং সেটার সোর্স দিতে হবে।

  • একটি পোস্টের মধ্যে যখন শুধু মাত্র একটি ছবি এবং ১০০ এর কম শব্দ হয় তখন সেই পোস্টটিকে আমরা ম্যাক্রো পোস্ট হিসাবে গণ্য করে থাকি।

  • @amarbanglablog এ আমরা প্রতিদিন ৩ টি করে পোস্ট করতে পারবো।

আমার পোস্টটি মাঝে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে। তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

◼️◾সবাইকে ধন্যবাদ ◾◼️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অভিনন্দন ভাইয়া আপনাকে আমার বাংলা ব্লগে। আপনি খুব সুন্দর করে লেভেল ওয়ান করার জন্য আবেদন করেছেন। আপনার এই পোস্টটি পড়লে নতুন কেউ অনেক কিছু জানতে পারবে। শুভকামনা রইল আপনার জন্য। আশা করি আমার বাংলা ব্লগে আপনার পথচলা সুন্দর হবে।

ধন্যবাদ আপনাকে

আমার বাংলা ব্লগে আপনাকে আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

অসংখ্যা ধন্যবাদ আপনাকে

তোমার জন্য শুভ কামনা রইলো ভাই।
সামনের দিকে এগিয়ে যাও,,❤️❤️

ধন্যবাদ ভাইয়া,, ❤️❤️

আপনার পোস্টে কিছু বানান ভুল আছে। সেগুলো ঠিক করে নিন।

ওকে ভাইয়া,,,

এই পোস্টটা দেখে প্রথমে শিখুন। তারপর পোস্টটা এডিট করুন।

https://steemit.com/hive-129948/@abb-school/or-or-level-01-exam

ওকে ভাইয়া