[DIY]°°{এসো নিজে আঁক করি }°°( একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট)°°//.. ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য

in hive-129948 •  3 years ago 

হ্যালো

আমার প্রিয় বন্ধুরা

🇧🇩 বাংলাদেশ থেকে

আমি @shahin05




  • ১৯ জানুয়ারি ২০২২
  • রোজঃ বুধবার।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তায়ালা অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আবারো আমার প্রিয় কমিনিটিতে নিয়ে আসলাম ম্যান্ডেলা আর্ট। আর্টটা তেমন আমি পারি না তবুও চেষ্টা করি। ঠিক চেষ্টার মাধ্যমে আবারো আজকে নিয়ে আসলাম প্রজাপতির ম্যান্ডেলা আর্ট। তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয় সেটা দেখে নেওয়া যাকঃ

IMG_20220118_162012.jpg
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

ম্যান্ডেলাটি তৈরি করার জন্য যা যা লাগবেঃ

  • পেনসিল।
  • খাতা।
  • রাবার।
  • রুল কাটার।

তাহলে চলুন বন্ধুরা ম্যান্ডেলাটি তৈরি করার ধাপগুলো দেখে নেওয়া যাকঃ

🔥ধাপ নং ১ 🔥

IMG_20220118_142600.jpg
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

  • প্রথমে একটি সাদা পেজ এ এই রকম একটা অংশ আঁক করে নিবো।

🔥ধাপ নং ২ 🔥

IMG_20220118_142917.jpg
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

  • এখন আমরা সেটার উপর দুটা শির আঁক করে দিবো।

🔥ধাপ নং ৩ 🔥

IMG_20220118_144638.jpg
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

  • দুইদিকে দুটি পাখনা আঁক করে দিবো।

🔥ধাপ নং ৪ 🔥

IMG_20220118_145218.jpg
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

  • এখন নিচের ফাকা অংশটাতেও পাখনা আঁক করে দিবো।

🔥ধাপ নং ৫ 🔥

IMG_20220118_150036.jpg
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

  • মাঝের অংশটিতে নিজের ইচ্ছে মতো একটা ম্যান্ডেলা আর্ট করে দিবো। তার সাথে বড় পাখনাগুলোতে দুটি করে দাগ দিয়ে দিবো।

🔥ধাপ নং ৬ 🔥

IMG_20220118_151403.jpg
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

  • সেগুলোর উপর আবারো গোল গোল ম্যান্ডেলা দিয়ে পূর্ণ করে নিবো।

🔥ধাপ নং ৭ 🔥

IMG_20220118_152344.jpg
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

  • যেকোনো একটি পাখায় এখন নকশার কাজ শুরু করে দিবো।

🔥ধাপ নং ৮ 🔥

IMG_20220118_153758.jpg
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

  • অবশেষে একটি পাখনার নকশা আর্ট করা শেষ হলো।

🔥ধাপ নং ৯ 🔥

IMG_20220118_154627_1.jpg
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

  • অপর পাখনাটিতে আবারো নকশা করা শুরু করলাম।

🔥ধাপ নং ১০ 🔥

IMG_20220118_155142_1.jpg
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

  • এখন দুটো পাখনার এ নকশার কাজ শেষ করে নিলাম।

🔥ধাপ নং ১১ 🔥

IMG_20220118_160548.jpg
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

  • নিচের পাখনা দুটির নকশার কাজ শুরু করে দিবো।

🔥ধাপ নং ১২ 🔥

IMG_20220118_162012.jpg
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

  • সর্বশেষে নকশা সম্পূর্ণ করে ম্যান্ডেলা আর্টটি সম্পূর্ণ করলাম।

🔥ধাপ নং ১৩ 🔥

IMG_20220118_162116.jpg
EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4-2.png

  • ম্যান্ডেলাটিকে নিয়ে নিজের সাথে একটা সেলফি তুলে নিলাম।
ডিভাইসমডেল
আইটেলভিশন ১
ফটোগ্রাফার@shahin05
লোকেশনW3W
আশা করি আমার আঁকানো ম্যান্ডেলাটি আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা দান করে এখানেই শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

❤️ সবাইকে ধন্যবাদ ❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও ভাইয়া আপনার প্রজাপতির ম্যান্ডেলা আর্টটি দেখতে অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

➡️ আপনার ম্যান্ডেলা অংকটি খুব সুন্দর হয়েছে। প্রজাপতির ম্যান্ডেলা খুবই সুন্দর লেগেছে। এককথায় খুবই অসাধারণ একটি ম্যান্ডেলা অঙ্কন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য। কমেডি

সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ

ভাইয়া আপনি বললেন আর্ট তেমন ভালো একটা পারেন না কিন্তু তারপরও আপনার আর্ট অনেক সুন্দর হয়েছে। আপনি একটি প্রজাপতি ম্যান্ডেলা আর্ট করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে।ম্যান্ডেলা আর্টগুলো যতই দেখি ততই ভালো লাগে ছোট ছোট করে নিখুঁত ডিজাইনগুলো করা হয় এই কারণে দেখতে অনেক ভালো লাগে।

হুম আপু আর্টটা তেমন করতে পারি না। তবে সেটা এখন চেষ্টা করতেছি। সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু,, ❤️

ভাই খুব অসাধারণ একটি ম্যান্ডেলার চিত্রাংকন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে

ওয়াও আপনি খুবই সুন্দর প্রজাপতির ম্যান্ডেলা আর্ট করেছেন ।আপনার আর্টটি আমার কাছে যথেষ্ট ভাল লেগেছে ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন যেটি আপনার পোস্টকে আরো বেশি সুন্দর লাগছে।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ

এই কমিউনিটিতে এর আগেও প্রজাপতির ম্যান্ডেলা আর্ট দেখেছি। তবে আজ আপনার আঁকা টা মনে হয় সবার উর্ধ্বে ছিল। খুব চমৎকার লাগছে আমার 👌

আপনাকে অসংখ্য ধন্যবাদ,, ❤️❤️

দারুন ছিল ম্যান্ডেলা আর্ট টি।ধৈর্য আর আর দক্ষতা থাকলে এমন মেন্ডেলা বানানো সম্ভব যেটা আপনার অংকন থেকে স্পষ্ট। অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি ম্যান্ডেলার আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

সুন্দর কমেন্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া,, ❤️❤️

অসাধারণ একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট করেছেন। প্রজাপতির ভিতরের ডিজাইন গুলো খুব সুন্দর ভাবে ছোট ছোট করে করেছেন। এত অসাধারণ ভাবে ম্যান্ডেলাকে করেছেন দেখতে অনেক ভালো লাগছে। এত সুন্দর একটি প্রজাপতির মেন্ডেলা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ আপু,, ❤️❤️