জন্মদিন উদযাপন ১৪ ফেব্রুয়ারী ২০২২ 🎂 ১০% লাজুক খেঁকের জন্য

in hive-129948 •  3 years ago  (edited)
তামিমের জন্মদিন

IMG_20220214_165246-01.jpeg

জন্মদিনের ট্রিট- আহা ভাবতেই ভালো লাগে। বন্ধুদের থেকে ট্রিট পাওয়ার থেকে আনন্দের আর কি বা হতে পারে। অনেক ভালোভাবেই বিকালটা কেটে গেল।

IMG_20220214_142812-01.jpeg

রাত ১২ টা ০১ মিনিট- গুগল ফটো আমাকে জানিয়ে দিলো আজকে বন্ধু তামিমের জন্মদিন। জন্মদিনের শুভাচ্ছা পোস্ট করে দিলাম এবং সাথে সাথে বন্ধুর রিপ্লে কালকে কবি নজরুল কলেজে দেখা কর বিকালে। কবি নজরুল কলেজ আমাদের কলেজ যেখানে কেটে গেছে আমাদের অনেকটা সময়।

IMG_20220214_145655-01.jpeg

বেলা ৩ টায় সবাই একসাথে হলাম কবি নজরুল কলেজের ক্যম্পাসে। অনেক ভালো লাগলো বন্ধুদের সাথে দেখা হয়ে। সেখানে বসে আড্ডা দেওয়া হলো এবং ঠিক করা হলো ধানমন্ডি লেকে যাবো। অনেক দিন পর দেখা একটু ঘুরাঘুরি না করলে হয় না।

IMG_20220214_162742_1-01.jpeg

উঠে গেলাম বাসে গন্তব্য গুলিস্তান মাজার। মাজারের সামনে থেকে রিকশা করে সোজা চলে গেলাম ধানমন্ডি পিলখানার সামনে। ইচ্ছে ছিলো আগে লেকে যাবো কিন্তু একবন্ধু দুপুরে খেয়ে বের হয় নাই। বন্ধুর জন্মদিন বলে কথা অনেক খেতে হবে।

IMG_20220214_180321-01.jpeg

একটু হেটে চলে গেলাম সুলতান ডাইনে। কিন্তু কপাল খারাপ সব বুকিং। ভালোবাসা দিবস যে আজকে। সব কাপলরা ভিড় করেছে সুলতান ডাইনে তাই জায়গা হলো না। তারপর ২/৩ মিনিট হেটে চলে গেলাম পাপ্রিকা রেস্টুরেন্টে।

IMG_20220214_170941-01.jpeg

রেস্টুরেন্টটা অনেক ভালো ছিলো। সুন্দর ভাবে সাজানো গোছানো। মনোমুগ্ধকর একটা পরিবেশ। প্রথমে একটা কেক অর্ডার করলাম। জন্মদিন বলে কথা কেক না কাটলে কি আর হয়।

IMG_20220214_165532-01.jpeg

বন্ধু কেক কাটলো বন্ধুকে কেক খাওয়ালাম। বন্ধু আমাদের কেক খাওয়ালো। অনেক আনন্দের সময় কাটালাম।

IMG_20220214_171813-01.jpeg

এবার অর্ডার করলাম জামাইকান জ্যক চিকেন সেট এবং পেপসি। এটাতে ছিলো ফ্রাইড রাইস, ভেজিটেবল, গ্রিল চিকেন। খাবারটা বেশ মজার আবাদের সবার পছন্দের। খাওয়া শেষ হলো।

IMG_20220214_175831-01.jpeg

এবার বিল দেওয়ার পালা। তখন ভালোভাবে খেয়াল করে দেখি ১০% ভ্যাটও আছে। টোটাল দাড়ালো ১৮১৪ টাকা। বন্ধু বিল দিয়ে দিলো এবং আমরা বাইরে চলে আসলাম।

IMG_20220214_183750-01.jpeg

এবার ২ মিনিট হেটে ধানমন্ডি লেকে চলে গেলাম। কিছুক্ষন হাটলাম আর দেখলাম ভালোবাসা দিবসে ঘুরতে বের হওয়া অনেক কাপল। হঠৎ মনে হলো চা খেতে হবে যেমন চিন্তা তেমন কাজ চারজনেই মটকা মালাই চা নিয়ে নিলাম।

IMG_20220214_184425-01.jpeg

এবার বাসায় ফিরার পালা। বাসে উঠে চলে এলাম বাসায়। দিনটা অনেক ভালো ছিলো। আসা করি এমন দিন বার বার ফিরে আসুক।

ছবির বিবরণ
বিভাগজন্মদিন উদযাপন
ডিভাইসredmi note 10
লোকেশনবাংলাদেশ

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার বন্ধুকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। অনেক ভালো একটি সময় কাটিয়েছেন আপনারা। বন্ধুদের থেকে পাওয়া ট্রিট গুলো সব সময় মজা হয়। এক সাথে অনেক গুলো বন্ধুর সাথে দেখা হয়। দিন টাই অসাধারন যায়। শুভেচ্ছা রইলো ভাই।

ভালোবাসা দিবস 14 ই ফেব্রুয়ারি তে জন্মগ্রহণ করেছেন তামিম। ভালোবাসার এই দিনে জন্মদিন উপলক্ষে তাকে জানাই অসংখ্য শুভকামনা এবং ভালোবাসা। শুভ জন্মদিন তামিম ভাই আপনার আগামীর জন্য শুভ কামনা রইলো।

প্রথমেই আপনার বন্ধুকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। আপনার বন্ধুর ভবিষ্যৎ দিনগুলো শুভ হোক এই কামনাই করি। আপনার বন্ধু আপনাদেরকে জন্মদিন উপলক্ষে ভালো একটা ট্রিট দিয়েছে। দিনটা আপনার বন্ধুর দৌলতে অনেক ভাল উপভোগ করেছেন। আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

হিন্দি মুভি বন্ধুদের থেকে ট্রিট পাওয়ার সত্যি সৌভাগ্যের। বেটাগুলো এতো কিপটে হয় যে ট্রিট দিতেই চায় না। যাইহোক আপনার বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। এবং আপনাদের এই বন্ধুত্ব অটুট থাকুক ভরে যাক ভালোবাসায়।

আপনাকে আমি অনেকবার নিয়মিত হতে বলেছি, গত হ্যাংআউটেও আমি বলেছিলাম। আপনি টিকিট কেটে আমার সাথে কথা বলেছেন বলেছেন। আপনি বলেছিলেন, নিয়মিত হবেন কিন্তু আপনার নিয়মিত হবার কোন উপায় আমি দেখছি না। আপনি পোস্টও করেনা ঠিকমতো। এটাই আপনার জন্য লাস্ট ওয়ার্নিং এবার নিয়মিত না হলে আমরা আপনাকে লিস্ট থেকে বাদ দিতে বাধ্য হব।