নিজের মনকে ভালো রাখার চেষ্টা করুন-(১০% শিয়াল মশাই)

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।

আমার জীবনকে আমাকেই অতিবাহিত করতে হবে। নিজের সুন্দর এবং গোছানো করতে না পারলে কেউ আপনাকে বুঝিয়ে দিবে না। কেউ জীবনকে সুন্দর করে দিতে পারে না। উপদেশ দিতে পারে সবাই কিন্তু মেনে চলার দায়িত্ব প্রত্যেকের নিজের।

man-g464a597c8_1280.png

Image Source

মন মানসিকতা ভালো এবং প্রফুল্ল থাকা খুবই জরুরী ।কারণ মন খারাপ থাকলে আপনার কোন কিছুতেই মন বসবে না। সবকিছু মাথার উপর চাপ মনে হবে। কোনো কাজেই ভালোবাসা আসবে না। বিষন্ন এবং মনমরা থাকতে থাকতে আপনার জীবনের উদ্দেশ্য থেকে আপনি যে কখন ছিটকে গিয়ে বিপদাপন্ন অবস্থায় পড়ে গিয়েছেন তা কখনোই বুঝতে পারবেন না।

abundance-gadc5a0650_1280.png

Image Source

সব সময় চেষ্টা করা উচিত নিজের মনকে ভালো রাখার। নিজের মনের বিরুদ্ধে কোন কাজ করে শান্তি পাওয়া যায় না। আর কোন একটি কাজ জোর করে করলেও পরবর্তীতে কাজ নিজের উপর পাথরের মতো বোঝা মনে হতে থাকে।

pexels-shvets-production-7203693 (1).jpg

Image Source

আমার নিজের ক্ষেত্রে বলি ছোটবেলা থেকে হোস্টেলে থেকে স্যারদের তত্ত্বাবধানে থেকে পড়াশোনা করে এখনো পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছি। পরিবারের সদস্যদের সাথে ভাল সম্পর্ক রাখা খুবই জরুরি। কারণ দিনশেষে আপনার মা-বাবা আপনার পাশে থাকবে।তারা আপনার জন্য সকল স্বার্থ ত্যাগ করে দেয়। সব ধরনের সাহায্য করে যাবে। মন খারাপের সময় অন্য কেউ না থাকলেও আপনার পরিবারের মা-বাবা সব সময় আপনাকে সাপোর্ট দিয়ে যাবে আর এইসময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ বিপদের সময় সাপোর্ট যে কতটা গুরুত্বপূর্ণ নিজের জীবনের সাথে না ঘটলে বোঝা যায় না।

pexels-bess-hamiti-35537.jpg

Image Source

জীবনে এমন কিছু কিছু ঘটনা থাকে সেসব কথা সবার সাথে শেয়ার করা যায় না। কিন্তু একটা ভালো বন্ধু থাকলে তার সাথে শেয়ার করা যায় এজন্য জীবনে চলার পথে এবং মনকে প্রফুল্ল রাখতে বন্ধু নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ কারণ কোন সমস্যা হলে বন্ধুদের সাথে গিয়ে আলোচনা করে সমাধান সহজেই পাওয়া যায়। আনন্দ দুঃখ হাসি বেদনার মাধ্যমেই জীবন শুরু থেকে শেষ পর্যন্ত আবহমান থাকে কিন্তু বন্ধুর মত বন্ধু থাকলে এ ধরনের সব রকমের সমস্যা কোন কিছুই মনে হয় না।

pexels-pavel-danilyuk-8421949.jpg

Image Source

নিজেই নিজেকে উপহার দেয়ার চেষ্টা করুন। এতে আপনি প্রত্যেকটি সময় কাজের মধ্যে থাকার অভ্যাস তৈরি হয়ে যাবে এবং মন খারাপ হওয়ার সময় এবং সুযোগ পাওয়া যাবে না। এতে মন মানসিকতা সুন্দর হবে এবং চিন্তাশক্তির প্রখরতা ধীরে ধীরে বাড়তে থাকবে।

pexels-monstera-5708963.jpg

Image Source

দীর্ঘদিন একটানা কাজ করতে হবে বিরক্তভাব চলে আসে।এজন্য পরিবারের সদস্যদের সাথে অথবা বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে বের হয়ে যান।ফলে নৈতিক শিক্ষার জ্ঞান বাড়বে এবং নেটওয়ার্ক বাড়তে থাকবে। প্রাকৃতিক সৌন্দর্যের পরশে লাগিয়ে থাকলে মন মানসিকতা সুন্দর এবং প্রশস্ত হবে।

pexels-fauxels-3184431.jpg

Image Source

প্রতিদিন বেশি বেশি বই পড়ার অভ্যাস করুন। প্রতিদিন নতুন নতুন বই পড়ার মাধ্যমে নতুন নতুন বিষয় শিখতে পারবেন এবং সেই বিষয়ে নিজের জীবনের বাস্তব প্রয়োগ ঘটাতে পারলে জীবন সুন্দর হয়ে যায় এবং চিন্তাশক্তির প্রশস্ততা দিন দিন ভালো হতে থাকবে।

মন খারাপ হওয়ার সুযোগ আসবে না যদি ব্যস্ততার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা হয় কারণ ব্যস্ত থাকলে নিয়মের মধ্যে দিয়ে দিন অতিবাহিত হয়ে যায়। আর ব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার করলে মন খারাপ হওয়ার সুযোগ আসে না।

pexels-elliot-ogbeiwi-4683339.jpg

Image Source

হঠাৎ করে নিত্যদিনের রুটিন ব্রেক করলে অন্য রকম তৃপ্তি পাবেন। মনকে ভালো রাখতে হলে মাঝেমধ্যে মন যা চায় তাই করে ফেলুন।

জীবনকে কঠিন করে নিবেন না সহজ করে নিলে সবকিছু সহজ হয়ে যাবে।
নিজে ভাল থাকুন এবং অন্যজনকে ভালো রাখার চেষ্টা করুন। মন ভালো থাকলেই ভালো চিন্তা ভাবনা মাথা থেকে বের হয়ে আসবে। আর ভালো চিন্তা ভাবনা আসতেই নতুন নতুন আবিষ্কার এবং আমাদের নিত্যদিনের কার্যকলাপে পরিবর্তন আসবে এতে দেশ ও জাতির কল্যাণ সাধিত হবে।

pexels-tamara-velazquez-5199141.jpg

Image Source

নিজ নিজ ধর্মের নিয়ম কানুন মেনে চলুন প্রত্যেক ধর্মের নিজ নিজ সৃষ্টি কর্তার প্রার্থনা করার মাধ্যমে আলাদা তৃপ্তি এবং প্রশান্তি পাওয়া যায় যা অন্য কোন দুনিয়ার কাজের মধ্যে দিয়ে পাওয়া যায়না।

বিশ্বাস রাখুন আপনার দ্বারাই সম্ভব আপনি চাইলেই সবকিছু পানির মত সহজ হয়ে যাবে।

pexels-mikhail-nilov-6620333.jpg

Image Source

আশা হারাবেন না। ভালো চিন্তা করার অভ্যাস করুন এবং অন্যদেরকে ভালো চিন্তা ভাবনা করার সুযোগ করে দিন‌।

pexels-lukas-rychvalsky-671549.jpg

আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।এর মধ্যে যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নিজস্ব কিছু ব্যস্ততার কারণে বেশ কয়েকদিন লেখালেখি করা সম্ভব হয়নি। আশা করি সামনে নিয়মিত লেখালেখি করতে পারব। সকলের নিকট দোয়া প্রার্থী।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  3 years ago (edited)

আপনি দীর্ঘ ২৫ দিন পর পোস্ট করেছেন। এতদিন আর কোন পোস্ট কেন করেন নি সেটা কি জানতে পারি? আপনি আপনার সমস্যার কথা কি কাউকে জানিয়েছিলেন?

সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল।
এজন্য লেখালেখি করা হয়ে ওঠে নি।
-জানানো হয় নি ভাই।