প্রকৃতির সৌন্দর্যে আমি নবীন বাংলা কবিতা,
গ্রাম্য প্রান্তর বিদ্যুৎসীমা ও আবহাওয়া।
আমার কবিতা সৃষ্টির গান,
পৃথিবীর মাটির আত্মসংগীত।
বৃষ্টির পাখা কালরাত্রির পথে,
বন্য পাখির হস্তিশার কোমল গতি।
পুষ্পসম্পর্কে বলব আমি,
গাছের কন্ঠে ভীষণ কারুকার্য।
সমুদ্রের কমল ও অম্বরের স্পন্দন,
গর্বিত পঙ্গুগুলির সংগীত।
আমার কবিতা মহান হিমের উপমযান,
পর্বতশিখরে সাদা মেঘের ছায়া।
স্বপ্নের নগরে কবিতা বাস করে,
বুকের ভিতর আজহারের সুর।
প্রকৃতির প্রেমে আমি মধুর মাতাল,
আবর্জনা ধানের আত্মবিশ্বাস।
সঠিক নিয়ম কানুন না জেনে যেভাবে সেভাবে যেখানে সেখানে পোস্ট করা মোটেও ঠিক নয় আশা করছি এ বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit