আমি ক্লান্ত (পর্ব:-০১)

in hive-129948 •  3 years ago 

FB_IMG_1646990643190.jpg
দীর্ঘ আট বছর,, প্রবাসে কাটিয়ে যখন কাউ কে না জানিয়ে বাড়িতে আসি সারপ্রাইজ দিবো বলে,, বাড়িতে এসে আমি সারপ্রাইজ হয়ে যাই কারণ আজকে আমরা ছোট ভাইয়ের বিয়ে অথচ আমাকে কেউ একবার বলেনি,, আমি বাড়িতে আসায় কেউ খুশি হতে পারেনি আমি ভালো বুঝতে পারছিলাম,, কারণ তাদের চেহারায় খুশির চেয়ে বিরক্ত ভাব টা বেশি ছিলো,, সবার সাথে কোশল বিনিময় করে ঘরে যাই,, তখন বাবা আমার পিছন পিছন পিছন আসে,,

— কিরে নিলয় হঠাৎ বাড়িতে চলে আসলি যে কোন সমস্যা হইছে
— না বাব সমস্যা হয় নাই,, তোমাদের দেখতে মন চাইলো তাই চলে আসলাম,,
— ওওও তা আবার কখন যাবি
— বাবার কথা শুনে কিছু টা অনেক টা অবাক হলাম,, এই মাএ বাড়ি আসলে,, আর এখন জিজ্ঞেস করছে কখন যাবি,, একটা মুচকি দিয়ে বললাম,, কিছু পর চলে যাবো বাবা,,
— ওহ্ এখন না এসে কিছু দিন পর আসতি,, এখনো অনেক লেনাদেনা বাকি আছে আমাদের
— বাবার কথা শুনে কিছু বললাম না,, তখন মা বললো
— কিরে বাবা চলে আসলি কেন কোন সমস্যা হইছে
— না মা সমস্যা হয় নাই,, এমনি আসল তোমার দেখতে
— ওও আচ্ছা ফ্রেশ হয়ে আর,, আজকে আবার রাকিবের বিয়ে তুই যাবি নাহ্ তোর ভাইয়ের আসে
— নাহ্ মা আমি আমি ক্লান্ত,, তাই যাবো নাহ্

আমি আমার মা বাবার কথা শুনে অনেক টা অবাক হলাম,, বড় ছেলে বিয়ে করে নাই,, তাকে জিজ্ঞেস করে ছোট ভাইয়ের বিয়েতে যাবে কি নাহ্,, সবাই ছোট ভাইয়ের সাথে চলে গেছে,, শুধু মা ছাড়া,, সারা দিনের জার্নি করে অনেক টা ক্লান্ত,, তাই কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ি ঘুম ভাঙ্গে মানুষের হইচই শুনে বুঝতে পারলাম বউ নিয়ে চলে আসছে এর মধ্যে ছোট ভাইয়ের সাথে কথা বা দেখা হয় নাই,, ওই ভাবে শুয়ে আছি আমাকে কেউ জিজ্ঞেস করেনি আমি কিছু খেয়েছি কিনা না একটু পর ছোট বোন আসলো
— ভাইয়া কেমন আছো তুমি
— ভালো,, তুই কেমন আচ্চিস
— ভালো,, ভাইয়া তুমি মনে হয় সকাল থেকে কিছু খাওনি
— আরে তেমন কিছু না,, খাওয়া হইছে আমার
— ভাইয়া তুমি মিথ্যা টা ও ভালো ভাবে বলতে পারো নাহ্,, তুমি বসো আমি খাবার নিয়ে আসি

মানুষ বলে মা নাকি সন্তানের দুঃখ বোঝে কিন্তু আমার বেলা উল্টো আমার আম্মু মনে নাই আমি বাড়িতে আসছি,, এতো খন যার সাথে কথা বললাম,, সে হলো আমার ছোট বোন,, এক মাএ আমার বোন আমার চেহারা দেখে বলতে পারে আমি কি চাই,, তাই তো বুঝতে পারছে আমি কিছু খাই নাই,, কিছু খন পর খাবার নিয়ে আসলো

— ভাইয়া খাবার টা খেয়ে নাও
— হুম
— ভাইয়া একটা কথা বলি,,
— হুম বল কি বলবি
— আমার হাতে খাইয়ে দিবো তোমাকে
— হুম দে অনেক দিন হলো কারো হাতে খাবার খাই না
তার পর ছোট বোন,, খাবার খাইয়ে চলে গেলো,, রাতের বেলা সবাই আমার ঘরে আসলো সাথে ছোট ভাই ও ছিলো,, আম্মু বললো

— নিলয় কি নিয়ে আসলি আসার সময়,, আমাদের একটু দেখা
— এনে ছিলাম অনেক কিছু,, কিন্তু কা কে দিবো বুঝতে পারছি না,, তখন বাবা বললো
— কা কে দিবি মানে আমার তোর পরিবার আমাদের কে দিবি
— একটা মুচকি হাসি দিয়ে বললাম তোমারা আমার পরিবার
— কেনো
— নাহ্ এমনি,, আমি এখন কিছু খুলতে পারবো নাহ্,, দুই দিন পড়ে খোলবো,,

তারপর সবাই চলে গেলো কি আজব দুনিয়া,, আমার থেকে তাদের কাছে জিনিসের দাম টা বেশি দেখতে দেখতে দুই দিন কেটে গেলো দুই দিন পর

চলবে ?

যারা সব সময় গল্প পড়তে ভালোবাসেন শুধু তারা follow দেন...🙏🙏🙏

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@shancreation

আপনাকে স্বাগতম জানাই।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ভেরিফাইড মেম্বার হতে গেলে আগে আপনাকে পরিচিতিমূলক পোস্ট করতে হবে।

  • তবে,এখন আমার বাংলা ব্লগ কমিউনিটিতে মেম্বার নেওয়া বন্ধ রয়েছে।

কখন মেম্বার নেওয়া হবে বা, আরো কিছু জানতে আমাদের ডিস্কোর্ড চ্যানেল এ যুক্ত হতে পারেন,

https://discord.gg/bF6YXvAs

আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের post আমাদের কমিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source:

https://www.lovestory-bd.com/12085/