আসসালামু আলাইকুম,
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন আমার প্রিয় "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার তৈরি একটা আর্টিস্ট আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক।
আমার তৈরিঃ আর্টিস্ট
উপকরণে যা যা লেগেছিল,
পেজ | ১ টি |
---|---|
পেন্সিল | ১ টি |
রাবার | ১ টি |
কাটার | ১ টি |
স্কেল | ১ টি |
ধাপ নাম্বারঃ১
প্রথমে একটা সাদা কাগজের মধ্যে পেন্সিল দিয়ে একটা ঘরের উপরটা আঁকালাম.....
ধাপ নাম্বারঃ২
তারপর পেন্সিল দিয়ে আগে পুরো ঘরটাই একে নিলাম। মাঝখানে ঘরটি আকার কারণ হলো যাতে করে দৃশ্যটির সৌন্দর্য বৃদ্ধি পায়।
ধাপ নাম্বারঃ৩
তারপর ঘরটা পুরোপুরি আকার পর ঘরটির এক পাশ দিয়ে নদীর একটা বাধ দিলাম এবং বাঁধে আবার একটা খেজুর গাছ দিলাম।
ধাপ নাম্বারঃ৪
খেজুর গাছটি আকার পর ঘরের উপরে গাছটি এমন ভাবে তৈরি করলাম দেখে মনে হয় যেন ঘরের পাশে ওই গাছটি তৈরি করা হয়েছে।
ধাপ নাম্বারঃ৫
তারপর খাতার মাঝখান দিয়ে যে দাগটা দেওয়া হয়েছিল ওখানে তারপর তিনটি পাহাড় তৈরি করলাম।
ধাপ নাম্বারঃ৬
পাহাড় গুলো আকার পর কিছু পাখির ছবি এবং পাহাড়ের কাছে একটা সূর্য তৈরি করলাম যাতে করে দৃশ্যটি দেখতে ভালো লাগে।
ধাপ নাম্বারঃ৭
তারপর পাহাড়ের নিচ দিয়ে মেঘ বানানোর জন্য আঁকা-বাঁকা করে পেন্সিল দিয়ে দাঘ দিলাম।
ধাপ নাম্বারঃ৮
তারপর একটা নৌকা তৈরি করলাম এবং নৌকায় পেন্সিল দিয়ে কালো রং করে নিলাম। এবং তারপর ঘরের চালেও পেন্সিল দিয়ে কালো করে দিলাম।
ধাপ নাম্বারঃ৯
ঘরের দুই পাশ দিয়ে নদীর দুটো বাঁধ তৈরি করলাম। বাঁধ গুলো এমন ভাবে তৈরি করেছি দৃশ্যটি পুরোপুরি তৈরি হলে যেন সৌন্দর্য বৃদ্ধি পায়। এবং ঘরের সঙ্গে ফাঁকা জায়গাটাতে পেন্সিল দিয়ে হালকা করে কালো করে দিলাম।
ধাপ নাম্বারঃ১০
তারপর পেন্সিলের কালো কালার দিয়ে পাহাড় গুলোতেও হালকা করে রং। শুরু মেঘ গুলোতে বাধদিয়ে পাহাড়ে হালকা করে কালো রং করলাম।
ধাপ নাম্বারঃ১১
সম্পূর্ণ দৃশ্যটি তৈরি করতে যা যা করার লাগে তাই তাই করলাম। আর আমি এখানে শুরু পেন্সিলের কালো রং বাধে কোনো প্রকার রং করিনি।
ধন্যবাদ সবাইকে, আশাকরি আমার পোস্টি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আর্ট বিষয়ে আমার তেমন বেশি ধারনা নেয় তবে আপনার আকানো অনেক ভালো ছিল।আপনার হাতের কাজ সুন্দর এটা রঙ করলে বোধহয় আরো ভালো লাগতো। শুভ কামনা আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit