হ্যাল্লো,
কেমন আছেন সব্বাই, আশা করছি ভালো আছেন।আমি ভালো আছি।আপনারা ও ভালো আছেন নিশ্চয়ই। আজ আপনাদের মাঝে একটি ভিন্ন রকমের পোস্ট শেয়ার করবো।কতোটুকু পারবো জানি না।ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল।
বর্তমানে আমাদের সমাজের কিছু মানুষের অবস্থা হচ্ছে যাদের মাথায় তেল আছে তাদের মাথায় আরো বেশি বেশি করে তেল ঢালা।আসলে তেলকে আমি বুঝিয়েছি উচ্চবিত্তদের কথা।কথায় আছে তেলুক মাথায় ঢালো তেল,সুকনো মাথায় ভাঙ্গ বেল।আসলে সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা শুধু যাদের অঢেল টাকা পয়সা,ধন সম্পদ আছে তাদেরকেই নিয়ে ব্যাস্ত হয়ে পড়ে।অথচ তাদের উচিত নিম্নবিত্তের জন্য কিছু করা।যেমন ধরুন ঈদ,পূজায় আমরা কিছু গিপ্ট করলে ভালো,আকর্ষণীয় ও দামী জিনিস টাই চয়েস করে থাকি, উচ্চবিত্তের জন্য। আবার নিম্নবিত্ত কাউকে কিছু গিপ্ট করলে যেনতেন একটা কিনে দেই।কিন্তুু আমি মনে করি আসলে নিম্নবিত্ত দেরকেই সুন্দর, আকর্ষণীয় দামী জিনিসটি দেয়া দরকার।আবার যেমন বাড়িতে উচ্চবিত্ত কেউ আসলে আমাদের হৈ-হুল্লোড় অবস্থা পড়ে যায় কি খাওয়াবো আর কি না খাওয়াবো,ইলিশ ভাপা,মটন কষা,রুই,কাতলার কালিয়া,ডাব চিংড়ি, দই,মিষ্টি, সন্দেশ আরো কত্ত কি।আর এদিকে নিম্নবিত্ত কেউ আসলে ঘরে যা আছে তাই দিয়ে কিংবা শুধু মাত্র মটনের সাদামাটা তরকারি কিংবা চিকেন দিয়েই পার করে দেই।অথচ আমাদের উচিত নিম্নবিত্তের জন্য ভালো ভালো আয়োজন করা।কিন্তুু করি না কারণ ঐযে আমাদের তো স্বাভ তেলুক মাথায় তেল ঢালার।পোস্ট টি শুধু মাত্র আমার মনের ভাব প্রকাশের জন্য করা।কাউকে আঘাত দেয়ার জন্য নয়।ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
পোস্ট | জেনারেল রাইটিং |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | গাইবান্ধা,সাদুল্যাপুর |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
হি হি হি । কি সুন্দর কথা। আর তাই তো বাজারে তেলের দাম এত বেশী । দেখেন তো দিদি, খেতেই তেল পাই না তার মধ্যে এমন অবস্থা। এগুলো কি সহ্য করা যায়? কি যে অবস্থা বর্তমান সময়ের তাই ভাবছি। মাঝে মাঝে মনে হয় এ দেশ ছেড়েই চলে যাই। বেশ ভালো লেখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহাহা আপনার কমেন্ট পড়ে বেশ মজা পেলাম।দেশ ছেরে আর কোথায় গিয়ে নিস্তার পাবেন।আমরা মানুষ জাতি যেখানেই থাকবো সেখানেই যতো সমস্যা। সুন্দর মজার কমেন্ট করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সম্পূর্ণ বাস্তব একটি কথা বলেছেন আপু, আমাদের সমাজটা কেন জানি এমনই সবাই চায় ত্যালা মাথায় তেল দিতে। মানুষ যার যত বেশি আছে সে আরো চায় আরো চায় আর সেজন্য যার কাছে পাবে তার তার সাথে ঘনিষ্ঠতা করার চেষ্টা করে আত্মীয়তা করার চেষ্টা করে কিন্তু যদি এরা যদি গরীব অনাহারে দুঃখী মানুষগুলোর পাশে দাঁড়াতো তাহলে দেশে এরকম অবস্থা হতো না। আসলে এগুলো সব আমাদের মনের ব্যাপার সবার মন মানসিকতা এক নয় হ্যাঁ যাদের মন মানসিকতা আছে হয়তো তাদের টাকা পয়সা নেই কিন্তু তারা চেষ্টা করে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার। ছবিতে ব্যবহৃত লিংক কি ঠিক করে দিবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই ধন্যবাদ আপু ভুলটা ধরিয়ে দেয়ার জন্য। আমার সাথে একমত হওয়ার জন্য ধন্যবাদ।ঠিক বলেছেন মানসিকতা এক নয় সবার।সুন্দর করে কমেন্ট করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে পৃথিবীর মানুষগুলো অনেক কঠিন হয়ে যাচ্ছে দিন দিন, আবার মানুষের মাঝে লোভ আর স্বার্থপরতা সীমাহীন মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। ঠিক এই কারণেই যার অর্থ সম্পদ রয়েছে মানুষ তাদের জন্য কিছু করে শুধুমাত্র পাওয়ার লোভে। যাইহোক উপর ওয়ালা এদের হেদায়েত দান করুন।
আপনার লেখনী ভালো ছিল, তবে আরো একটু বিস্তারিত আলোচনা করলে ভালো হতো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে বিস্তারিত আলোচনা করার মতো তেমন কিছু নেই।স্কুলে বসে ছিলাম হঠাৎ এক অসুস্থ ব্যাক্তি আসলেন চিকিৎসার খবর চাইতে হেড স্যারের কাছে ওনি নিরাশ করলেন কিন্তুু কোন কোন ব্যাক্তি আসলে ওনি চা,নাস্তা করানোর জন্য ব্যাস্ত হয়ে পড়েন। আমি অসুস্থ লোকটিকে টাকা দিলাম ওবসে বসে ভাবলাম আর এই ভাবনা থেকেই পোস্ট টি লেখা আর কি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit