হ্যালো,
আমার বাংলা ব্লগবাসী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো শীতকালীন মহড়া নিয়ে মেয়ের ভালোলাগার মূহুর্ত।
মহড়া শব্দের বাংলা অর্থ অগ্রভাগ। বিপক্ষের বা শত্রুপক্ষের অগ্রবর্তী সেনাদল। অভিনয়াদির প্রস্তুতি, মহড়া।
আমার বর যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত তাই এই মহড়া প্রথম বছর করতেই হয়।ডিসেম্বর মাসে শুরু হয় এই মহড়া।তবে এবছরের মোহড়া নেই তার কারণ ওনি বর্তমানে প্রশিক্ষক হিসেবে আছেন। সৈনিক থেকে অফিসার্স সবার প্রশিক্ষণ দিয়ে থাকেন। তবে গত বছর মহরা আমাদের বাড়ির পাশের ইউনিয়নে হয়েছিলো।মেয়ে এটা শোনার পর খুব তার বাবার কাছে যাওয়ার ইচ্ছে পোষণ করে।আমিও ওই পথেই কলেজে যাই।তাই কলেজে একটা কাজে যেতে হবে।তার ভাবলাম মেয়েকে ওর বাবার কাছে নামিয়ে দিয়ে গেলে মন্দ হয় না।যে কথা সেই কাজ।মেয়েকে নিয়ে রেডি হয়ে চলে গেলাম।বরকে ফোন করে বলেছিলাম রাস্তায় এসে নিয়ে যেতে।এরপর গেলাম এবং দেখলাম রাস্তার পাশেই তাঁরা তাবু টানিয়েছে।আরো অন্যন্য সব মোহড়ার প্রস্তুতি।মেয়েকে নামিয়ে দিয়ে চলে গেছি কলেজে। অন্যন্য কাজ সেরে একটু দেরি করেই ফিরেছি।কারণ মেয়ে যাতে করে একটু বেশি সময় থাকতে পারে বাবার সাথে।কারণ মহড়া চলাকালীন বাড়িতে আসতে পারবে না।একদমই কাছে তবুও আসা যাবে না এটাই ওনাদের নিয়ম।বিকেলে আসার পথে মেয়েকে নিয়ে এসেছি। অটোতে এসে দিয়ে গেছে।
তো মেয়ের কাছে গল্প শুনলাম বেশ এনজয় করেছে সময় গুলো।গাড়িতে করে ঘুরেছে টহল টাইমে টহল দিয়েছে।
তাবু নিচে বসে খেলেছে।আংকেলরা সবাই ফল উপহার দিয়েছে। খুব ভালো সময় কাটিয়ে এসেছিলো।
মেয়ের গল্প মা বাবাদের ওখানে বিশাল বিশাল গর্ভও সুরঙ্গ আছে।এক আংকেল আমাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন। এক আংকেল আমাকে আঙ্গুর খেতে দিয়েছে।
বাবা আমাকে বাবার ইউনিফর্ম পড়েছিলাম।ইত্যাদি কত্তো গল্প।বিশাল বড়ো বড়ো গাড়িতে উঠেছিলাম।এসব নানান গল্পের ঝুড়ি মুখে ফুঁটেছিলো বেশ কয়েক দিন।আজ গ্যালারিতে ঢুকে ছবি দেখছিলাম হঠাৎ করে ছবি সামনে আসাতে মনে পড়ে গেলো তাই পোস্ট টি লিখেই ফেল্লাম।এবার নির্বাচনের জন্য মহড়া হবে না।হলেও ক্যান্টমেন্ট এরিয়ার আশেপাশেই হবে।
এই ছিলো আমার পোস্ট টি।আশা করছি ভালো লাগবে।আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্যকোন পোষ্টের মাধ্যমে।সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।
টাটা
পোষ্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | জেনারেল রাইটিং |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | গাইবান্ধা, বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
শুনেছি সেনাবাহিনীতে অনেক কড়াকড়ি নিয়মে থাকতে হয়। তারপরও আপনার মেয়ে তার বাবার কাছে গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছে। যার প্রমাণ এই ছবিগুলো। ধন্যবাদ আপু পুরনো কিছু অ্যালবাম এবং সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ অনেক কড়াকড়ি নিয়ম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ৷ সেনাবাহিনীতে অনেক নিয়ম কানুন রয়েছে যা খুব শক্ত৷ এরপরেও আপনার মেয়ে তার বাবার কাছে গিয়ে অনেক ভালো সময় কাটিয়েছে৷ খুব ভালো লাগলো পুরনো কিছু মুহুর্ত আপনার কাছ থেকে দেখতে পেরে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit