হ্যালো,
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করবো আমার ভাইয়ের হলুদ সন্ধ্যায় কাটানো মূহুর্তের ফটোগ্রাফি ও অনুভুতি। আশা করছু আপনাদের ভালো লাগবে।
সারাদিন গায়ে হলুদের নানা নিয়মকানুন মেনে সন্ধ্যায় হলুদ সন্ধ্যার আয়োজন করা হলো।
প্রথমে আমরা বোনেরা সবাই মিলে হলুদ সন্ধ্যার জন্য আপেল কমলা,আঙ্গুর,বেদেনা দিয়ে ডেকোরেশন করলাম।পাঁচ প্রকারের মিষ্টি, দই,ফল, পায়েস দিয়ে সাজিয়ে নেয়া হলো।
এরপর হলুদ সন্ধ্যার স্টেজে সব গুলো ফলের ডেকোরেশন সাজিয়ে নেয়া হলো।আমরা মেয়েরা সবাই হলুদ শাড়ি পড়লাম।ছেলেরা পড়লো হলুদ পাঞ্জাবী।
এবার সবাই ভাইকে আবারও হলুদ ছোঁয়াল।হলুদ ছোঁয়ানোর পর সবাই শুরু করে দিলো নাচ।ভাইকে সাথে নিয়ে সবাই নাচ শুরু করে দিলাম আমরা।আমরা ভাই এর তুলনায় বোনেদের সংখ্যা এগিয়ে। সব বোনেরা ভাই এর বিয়ে উপলক্ষে এসেছে আর সবাই মিলে ধুমচে নাচানাচি আনন্দ উল্লাস করেছি।ভাইকে এতোটাই সবাই ভালোবাসে যে আত্নীয় স্বজন সবাই চলে এসেছে বিয়েতে।সবাই অনেক মজাও করেছে। গ্রামের প্রতিটি মানুষ আনন্দ করেছে বিয়েতে।গায়ে গায়ে হলুদ থেকে বৌভাত পর্যন্ত সব সময় আমাদের বাড়িতে থেকে কাজে সহযোগিতা করে আনন্দ উপভোগ করেছেন। শহরের বিয়ে ও গ্রামের বিয়ের মধ্যে অনেক পার্থক্য থাকে।
হলুদ সন্ধ্য করার সময়টা একটু দেরিতেই হয়েছে কারণ আমার পিসাত দিদিরা রংপুর থেকে রওনা দিয়েছিলেন দেরিতে সেজন্য পৌছাতে দেরি হয়ে যাচ্ছিল।
ওদের কে ছেরে না যাচ্ছিল হলুদ সন্ধ্য শুরু করা আর না যাচ্ছি থাকা।আমরা সব রেডি করে ওদের অপেক্ষায় বসে থাকলাম। অবশেষে ওরা চলে আসলো এবং শুরু করা হলো হলুদ সন্ধ্যার অনুষ্ঠান। হলুদ সন্ধ্যা শেষ করে উঠানে সবাই নাচ শুরু করলো। আমিও ছিলাম নাচের অংশগ্রহণে। এর মাঝে আমার দিদির বড়কে আমার পিসাত দিদি জোর করে টেনে নিয়ে নাচ শুরু করলো এবং নাচতে গিয়ে ধপাস করে গেলো দুজনে পড়ে।আর ওনাদের পড়ে যাওয়ার পর নাচ বন্ধ হয়ে গেলো।এরপর সবাই খাওয়াদাওয়া শেষ করে যে যার মতো করে ঘুমিয়ে পড়লো।
পরদিন বিয়ে। আবারও কোন দিন বিয়েতে যাওয়ার অনুভুতি নিয়ে আসবো আপনাদের কাছে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | জেনারেল রাইটিং |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | গাইবান্ধা, বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
আপু আপনার ভাইয়ের হলুদে কাটানো মুহূর্ত দেখে আমারও বিয়ে খেতে ইচ্ছা করছে। আর বিয়ের দিনের চেয়ে হলুদে বেশি মজা হয়।নাচ গান আর আমার সবচেয়ে ভালো লাগে। হলুদে ফল দিয়ে সুন্দর ডেকোরেশন করেছেন।অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই কারো বিয়েতে কাটানো সুন্দর মুহুর্তের ফটোগ্রাফি আনন্দ উল্লাস দেখলে মন চায় অংশগ্রহণ করতে। আর বিয়ে মানেই নাচানাচি আনন্দে মেতে থাকা।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনার ভাইয়ের হলুদ সন্ধ্যায় কাটানো মুহুর্ত আমাদের মাঝে বেশ দারুন ভাবে শেয়ার করেছেন। পাঁচ প্রকারের মিষ্টি দিয়ে বেশ দারুন ভাবে সাজিয়েছেন দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লাগলো আপু আপনার সুন্দর এই ভাইয়ার গায়ে হলুদ অনুষ্ঠানের কিছুটা অংশ আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে। যখন এমন সুন্দর অনুষ্ঠানগুলো আপনারা উপভোগ করেন তখন আমাদের দেখালে মনে হয় যেন আমরাও সেখানে উপস্থিত ছিলাম, আর কিছুটা হলে আনন্দ ফিরে পায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরেহ বাহ দারুন মজা করেছেন তো সবাই মিলে। আমারো যাওয়ার ইচ্ছা ছিল,কিন্তু পরীক্ষার জন্য যেতে পারলাম না। এখন আফসোস হচ্ছে। গেলে অনেক মজা হত।যাই হোক আপনারা অনেক মজা করেছেন দেখেই ভাল লাগতেছে। সম্পূর্ণ বিয়ের পোস্ট দেখার অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ তোমার তো আসার কথা ছিলো।আসলে পরিক্ষার কারণে তো ঐশীর মাও আসতে পারলো না।সময় করে এসে ঘুরে যেও কোন একদিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়ের হলুদ সন্ধ্যায় বেশ ভালোই মুহূর্ত কাটিয়েছেন তাহলে দিদি ৷ আসলে ভাইয়ের বিয়ে বলে কথা , নাচ গান তো হবেই ৷ যাই হোক , কাটানো সুন্দর মুহূর্ত গুলো বেশ চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ৷ আপনার সুন্দর অনুভূতি জেনে ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে , আপনার ভাইয়ের হলুদ সন্ধ্যায় কাটানো সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ৷ তবে ফটোগ্রাফি গুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে দিদি ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া ভাইয়ের হলুদ সন্ধ্যার মুহুর্ত ভালোই কাটিয়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই গ্রামের বিয়ে আর শহরের বিয়ে তে অনেক পার্থক্য থাকে। শহুরে বিয়েতে হয়তো ছবি ভালো আসে। তবে বিয়ের আসল মজা কিন্তু গ্রামের বিয়েতেই! যেমন তোমরা সকলে এমনকি গ্রামসুদ্ধ সকলে মিলে আনন্দ -মজা করে বাবলাদার হলুদ সন্ধ্যা উপভোগ করেছো! আর শেষে কিনা ধপাস করে কুপোকাত! 🙊🙊 আমি মিস করলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই গ্রামের বিয়ে আর শহরের বিয়ে তে অনেক পার্থক্য থাকে। শহুরে বিয়েতে হয়তো ছবি ভালো আসে। তবে বিয়ের আসল মজা কিন্তু গ্রামের বিয়েতেই! যেমন তোমরা সকলে এমনকি গ্রামসুদ্ধ সকলে মিলে আনন্দ -মজা করে বাবলাদার হলুদ সন্ধ্যা উপভোগ করেছো! আর শেষে কিনা ধপাস করে কুপোকাত! 🙊🙊 আমি মিস করলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছো গ্রামের বিয়েতে মজা হয় খুব।হ্যাঁ শেষে ধপাস করে কুপোকাত আসলে বিয়ের ভিডিওতে দেখতে পারবা সে দৃশ্য। সত্যি মিস করেছো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়ের বিয়ের হলুদ সন্ধ্যায় দারুন মুহূর্ত উপভোগ করেছেন দেখছি। সবাই মিলে বিয়েবাড়িতে বেশ আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করেছেন।আর ফটোগ্রাফিগুলো দেখে আরও ভালো লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু হলুদ সন্ধ্যা দারুণ মূহুর্ত উপভোগ করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট পড়েই দিদি বুঝতে পারছি যে, আপনারা সকলে মিলে অনেক বেশি মজা করেছিলেন। তবে নাচতে গিয়ে ধপাস করে পড়ে যাওয়ার এই ব্যাপারটা কিন্তু আমার নিজের সাথেও বেশ কয়েকবার হয়েছে। হা হা হা... 🤭🤭আসলে দিদি গায়ে হলুদের এই ব্যাপার গুলো গ্রাম অঞ্চলেই অনেক সুন্দর হয়। যখন গ্রামে থাকতাম তখন এমন অনুষ্ঠান গুলো খুব উপভোগ করেছি। এখন খুব মিস করি সেই দিনগুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহাহা আপনি ধপাস করে কপোকাত হয়েছেন জেনে ভীষণ হাসি পাচ্ছে।সত্যি দাদা গ্রামের বিয়েতে খুব মজা হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হিহি..🤣🤣 লজ্জা পেয়ে গেলাম দিদি। তবে এমনটা অনেক বছর আগে ঘটেছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ভাইয়ের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।বেশ বড় আয়োজন করা হয়েছে দেখে বুঝা যাচ্ছে। আর সবাই দেখছি অনেক সুন্দর করে সেজেছেন সবাই।সবাইকে দেখতে খুব সুন্দর লাগছে।খুবই ভালো লাগলো আপনার ভাইয়ের গায়ে হলুদে সুন্দর মহূর্ত পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit