প্রজাপতি আর্ট 🥰

in hive-129948 •  5 months ago 

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

IMG_20240911_162352.jpg

IMG_20240911_162236.jpg

জীবনটাই রঙ্গমঞ্চ। জীবন কখনো খারাপ কখনো খুব ভালো সময় পার করে। জীবন খারাপ বা ভালো জীবন তার গতিতে চলে।খারাপ কিংবা ভালো সময়ে দারায় না বা অপেক্ষা করে না।প্রতিটি মানুষের জীবনে কোন না কোন দিন খারাপ সময় আসে আর এই খারাপ সময় গুলোতে মানুষ চেনা যায়।

কেউ বা খারাপ সময়ে মানুষ কে খোঁচায় কেউবা মজা নেয় আবার কেউ বা সঙ্গি হয়।আসলে মানুষ কে চেনার জন্য জীবনে খারাপ সময় আসা জরুরী সেটা হোক পারিপার্শ্বিক বা অর্থনৈতিক।জীবনে খারাপ সময় না আসলে মুখসধারী মানুষের মুখস খোলে না।

বিপদে যে পাশে থাকে সেই হবে প্রকৃত বন্ধু। আসলে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এ কথা গুলো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ইদানীং। আপনাকে মানুষ যা ইচ্ছে বলুক যা তা ব্যাবহার করুক তাতে কিচ্ছু যায় আসে না কিন্তুু আপনি যদি আপনার সাথে ঘটে যাওয়া ঘটনার তিল পরিমাণ প্রতিবাদ করেন তাহলে আপনি খারাপ বা কটুক্তিকারী।

দিন দিন জীবন থেকে পৃথিবী থেকে বাক স্বাধীনতা হারিয়ে যাচ্ছে। আমরা যতোই মুখে বলি না কেন যার যা মনের ভাব প্রকাশ করতে পারে কিন্তুু আসলে তা নয়।কেউ পারছে কেউ পারছে না।
যদি এমন হতো পাখির মতো গাইতে পারতাম আর প্রজাপতির মতো ডানা মেলে ফুল থেকে ফুল এক তেপান্তর থেকে আর এক তেপান্তর ঘুরতে পারতাম।এসব ভাবনা থেকে প্রজাপতি আর্ট করতে বসলাম। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই রঙ্গিন পাখা বাচ্চারা আমায় দেখলে এমন ছড়া কাটতো হাহা এসব আমার কল্পনা।আর এই কল্পনা থেকেই আজ এই প্রজাপতি আর্ট।

তো চলুন দেখি কেমন করে আর্ট করলাম সুন্দর রঙ্গিন ডানাওলা প্রজাতি।

IMG_20240830_200459.png

পেন্সিল
জল রং
সাইনপেন

PhotoCollage_1726044653914.jpg

প্রথম ধাপ

প্রথমে পেন্সিল দিয়ে প্রজাতির মাথা ও বডি আর্ট করে নিয়েছি।

PhotoCollage_1726045591479.jpg

দ্বিতীয় ধাপ

এখন প্রজাপতির পাখা আর্ট করে নিয়েছি দুটো।

PhotoCollage_1726045685378.jpg

IMG_20240911_151024.jpg

IMG_20240911_151004.jpg

তৃতীয় ধাপ

এখন পাখার মাঝে ডিজাইন করে নিয়েছি লাভ সেভের ও ছোট ছোট গোল ডিজাইন আর্ট করে নিয়েছি।

IMG_20240911_151305.jpg

IMG_20240911_151345.jpg

চতুর্থ ধাপ

এখন প্রজাতির দুটো সুর বানিয়ে নিয়েছি। সুর বানিয়ে নেয়ার পর পুরাপুরি ভাবে প্রজাপতি আর্ট হয়েছে এখন কালার করবো।

IMG_20240911_151822.jpg

IMG_20240911_151748.jpg

পঞ্চম ধাপ

এখন প্রজাতির মূল ডানাটি লাল কালার করেছি।

PhotoCollage_1726048090957.jpg

ষষ্ঠ ধাপ

এখন প্রজাতির পাখার মাঝে হলুদ কালার করেছি।

PhotoCollage_1726048237554.jpg

সপ্তম ধাপ

এখন প্রজাতির পাখায় টিয়া কালার করে নিয়েছি।
IMG_20240911_155316.jpg

অষ্টম ধাপ

এখন ব্লু কালার ও গোলাপি কালার করে নিয়েছি।

IMG_20240911_155627.jpg

IMG_20240911_155713.jpg

ষষ্ঠ ধাপ

এখন প্রজাতি দুই পাখায় দুটো গোল ডিজাইন সে দুটো গোলাপি কালার করে নিয়েছি।

PhotoCollage_1726049796739.jpg

সপ্তম ধাপ

এখন প্রজাতির বডিও সুর দুটো কালো সাইন পেন দিয়ে কালো করে নিয়েছি।

IMG_20240911_161949.jpg

IMG_20240911_162019.jpg

ফাইল লুক

IMG_20240911_162236.jpg

IMG_20240911_162343.jpg

IMG_20240911_162352.jpg

IMG_20240911_162352.jpg
এই ছিলো আমার আজকের সুন্দর রঙ্গিন পাখাওলা প্রজাতির আর্ট। আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীআর্ট
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240907_213905.jpg

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWXkFkcDg5ibdZCen8p3uDxVoV5q1NZLwPPeBug1jepgK3e2Zdtv5gFKAP1J8S7nez1ced4GsXM4bVpnBb88Np6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ কালারফুল প্রজাপতি দেখতে চমৎকার লাগছে।আপনি আর্ট এর ধাপগুলো খুব সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আপনাকে ও ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

জলরঙ এর চিত্র দেখতে এমনিতেই বাস্তবিক মনেহয়। আর আপনারে রঙ তুলির আঁচড় আমার এমনিতেই ভীষণ পছন্দ। খুবই ভালো লাগলো দিদি।

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

প্রজাপতি আটটি অনেক সুন্দর হয়েছে আর বেশি সুন্দর হয়েছে কালার কম্বিনেশনটা। সবমিলিয়ে প্রজাপতিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি।

আপনার করা এই প্রজাপতি আর্ট খুবই সুন্দর হয়েছে৷ খুব সুন্দর ভাবে আপনি আজকের এই প্রজাপতি আর্ট তৈরি করেছেন এবং এই প্রজাপতি আর্ট করার মাধ্যমে আপনি আপনার আর্ট করার প্রতিপাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ একই সাথে শেয়ার করার ধাপগুলো বেশ অসাধারণ ভাবে আপনি শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ এই সুন্দর প্রজাপতি তৈরি করে শেয়ার করার জন্য৷