হ্যালো,
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
জীবনটাই রঙ্গমঞ্চ। জীবন কখনো খারাপ কখনো খুব ভালো সময় পার করে। জীবন খারাপ বা ভালো জীবন তার গতিতে চলে।খারাপ কিংবা ভালো সময়ে দারায় না বা অপেক্ষা করে না।প্রতিটি মানুষের জীবনে কোন না কোন দিন খারাপ সময় আসে আর এই খারাপ সময় গুলোতে মানুষ চেনা যায়।
কেউ বা খারাপ সময়ে মানুষ কে খোঁচায় কেউবা মজা নেয় আবার কেউ বা সঙ্গি হয়।আসলে মানুষ কে চেনার জন্য জীবনে খারাপ সময় আসা জরুরী সেটা হোক পারিপার্শ্বিক বা অর্থনৈতিক।জীবনে খারাপ সময় না আসলে মুখসধারী মানুষের মুখস খোলে না।
বিপদে যে পাশে থাকে সেই হবে প্রকৃত বন্ধু। আসলে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এ কথা গুলো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ইদানীং। আপনাকে মানুষ যা ইচ্ছে বলুক যা তা ব্যাবহার করুক তাতে কিচ্ছু যায় আসে না কিন্তুু আপনি যদি আপনার সাথে ঘটে যাওয়া ঘটনার তিল পরিমাণ প্রতিবাদ করেন তাহলে আপনি খারাপ বা কটুক্তিকারী।
দিন দিন জীবন থেকে পৃথিবী থেকে বাক স্বাধীনতা হারিয়ে যাচ্ছে। আমরা যতোই মুখে বলি না কেন যার যা মনের ভাব প্রকাশ করতে পারে কিন্তুু আসলে তা নয়।কেউ পারছে কেউ পারছে না।
যদি এমন হতো পাখির মতো গাইতে পারতাম আর প্রজাপতির মতো ডানা মেলে ফুল থেকে ফুল এক তেপান্তর থেকে আর এক তেপান্তর ঘুরতে পারতাম।এসব ভাবনা থেকে প্রজাপতি আর্ট করতে বসলাম। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই রঙ্গিন পাখা বাচ্চারা আমায় দেখলে এমন ছড়া কাটতো হাহা এসব আমার কল্পনা।আর এই কল্পনা থেকেই আজ এই প্রজাপতি আর্ট।
তো চলুন দেখি কেমন করে আর্ট করলাম সুন্দর রঙ্গিন ডানাওলা প্রজাতি।
পেন্সিল |
---|
জল রং |
সাইনপেন |
প্রথম ধাপ
প্রথমে পেন্সিল দিয়ে প্রজাতির মাথা ও বডি আর্ট করে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
এখন প্রজাপতির পাখা আর্ট করে নিয়েছি দুটো।
তৃতীয় ধাপ
এখন পাখার মাঝে ডিজাইন করে নিয়েছি লাভ সেভের ও ছোট ছোট গোল ডিজাইন আর্ট করে নিয়েছি।
চতুর্থ ধাপ
এখন প্রজাতির দুটো সুর বানিয়ে নিয়েছি। সুর বানিয়ে নেয়ার পর পুরাপুরি ভাবে প্রজাপতি আর্ট হয়েছে এখন কালার করবো।
পঞ্চম ধাপ
এখন প্রজাতির মূল ডানাটি লাল কালার করেছি।
ষষ্ঠ ধাপ
এখন প্রজাতির পাখার মাঝে হলুদ কালার করেছি।
সপ্তম ধাপ
এখন প্রজাতির পাখায় টিয়া কালার করে নিয়েছি।
অষ্টম ধাপ
এখন ব্লু কালার ও গোলাপি কালার করে নিয়েছি।
ষষ্ঠ ধাপ
এখন প্রজাতি দুই পাখায় দুটো গোল ডিজাইন সে দুটো গোলাপি কালার করে নিয়েছি।
সপ্তম ধাপ
এখন প্রজাতির বডিও সুর দুটো কালো সাইন পেন দিয়ে কালো করে নিয়েছি।
ফাইল লুক
এই ছিলো আমার আজকের সুন্দর রঙ্গিন পাখাওলা প্রজাতির আর্ট। আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | আর্ট |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
বাহ কালারফুল প্রজাপতি দেখতে চমৎকার লাগছে।আপনি আর্ট এর ধাপগুলো খুব সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ও ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জলরঙ এর চিত্র দেখতে এমনিতেই বাস্তবিক মনেহয়। আর আপনারে রঙ তুলির আঁচড় আমার এমনিতেই ভীষণ পছন্দ। খুবই ভালো লাগলো দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রজাপতি আটটি অনেক সুন্দর হয়েছে আর বেশি সুন্দর হয়েছে কালার কম্বিনেশনটা। সবমিলিয়ে প্রজাপতিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার করা এই প্রজাপতি আর্ট খুবই সুন্দর হয়েছে৷ খুব সুন্দর ভাবে আপনি আজকের এই প্রজাপতি আর্ট তৈরি করেছেন এবং এই প্রজাপতি আর্ট করার মাধ্যমে আপনি আপনার আর্ট করার প্রতিপাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ একই সাথে শেয়ার করার ধাপগুলো বেশ অসাধারণ ভাবে আপনি শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ এই সুন্দর প্রজাপতি তৈরি করে শেয়ার করার জন্য৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit