জর্দা পোলাও রেসিপি❤️

in hive-129948 •  17 days ago 

হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

IMG_20241106_111345.jpg

IMG_20241106_110635.jpg

IMG_20241106_110356.jpg

সুস্বাদু খাবার ভোজন রসিক বাঙ্গালী খেতে খুব ভালোবাসে।বিয়ে বাড়িতে বাংলাদেশে বিরিয়ানির সাথে জর্দা থাকতেই হবে। জর্দা ছারা যেন খাওয়া অসম্পূর্ণ থেকে যায়।

জর্দা বাসমতী চাল বা পোলাওয়ের চাল দিয়ে করা হয়ে থাকে।
আমি আজকে পোলাও হয়ে চাল দিয়ে করেছি জর্দা রেসিপিটি।আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো চলুন দেখা যাক রেসিপিটি কেমন।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ymzGke8zYLviAEWPDxYkN8tKhrF1aonKrPAXBRNq86TR9ggR4NDyQ2pc2mNp8adLv16Q2233eozG2jSQNbkPnHLiy6gQE.png

১.পোলাও চাল৫০০ গ্রাম
২.বেবি সুইস৫০০গ্রাম
৩.কমলাএকটি
৪.মাল্টাএকটি
৫.কিসমিস২৫ গ্রাম
৬.কাট বাটাদ৫০ গ্রাম
৭.কাজু বাদাম৫০ গ্রাম
৮.চিনিস্বাদ মতো
৯.লবনহাফ টেবিল চামুচ
১০.এলাচসাত টি
১১.দারুচিনিছয়,সাত পিস
১২.লবনহাফ টেবিল চামুচ
১৩.ঘিপরিমাণে একটু বেশি

PhotoCollage_1730865828829.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH814tppoEjh6acWVLWQCFEV4UND8n2FFJenVSaVVr8Gjo2dS49ZkdLkPt8uT67QVFPhvJQQkZfy9f4con82o9REMAXriEEi.png

IMG_20241106_100639.jpg

প্রথম ধাপ

প্রথমে একটি কমলাও একটি মাল্টা রস করে নিয়েছি ও কাঠবাদাম কুচি করে কেটে নিয়েছি।

IMG_20241106_100921.jpg

IMG_20241106_100946.jpg

দ্বিতীয় ধাপ

পোলাওয়ের চাল খুব ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে নিয়েছি।

PhotoCollage_1730866590705.jpg

তৃতীয় ধাপ

এখন চুলায় কড়াই বসিয়ে হাড়িতে পরিমাণ মতো জল দিয়েছি ও তাতে দের টেবিল চামুচ অরেন্জ ফুড কালার দিয়েছি ও জলটা ফুটিয়ে নিয়েছি।জল ফুটিয়ে যাওয়ার পর আগে থেকে ধুয়ে রাখা চাল গুলো দিয়েছি ও নারাচারা করেছি।অনেক সময় গরম জলে চাল দিলে দলা পাকিয়ে যায় সেজন্য ভালো করে নারাচারা করে দিতে হবে যাতে দলা না পাকায়।ভাত হয়ে গেলে আবারও জল ঝরিয়ে নিতে হবে।

PhotoCollage_1730866723135.jpg

চতুর্থ ধাপ

এখন একটি কড়াইয়ে তেজ পাতা, এলাচ,দারুচিনি, দিয়েছি।

PhotoCollage_1730868630199.jpg

পঞ্চম ধাপ

এখন মাল্টার রস,কমলা কুচি,জল,চিনি ও হালকা লবন দিয়েছি।

PhotoCollage_1730868770614.jpg

ষষ্ঠ ধাপ

এখন সব উপকরণ গুলো ফুটিয়ে নিয়েছি।

PhotoCollage_1730868941174.jpg

সপ্তম ধাপ

ফুটিয়ে নেয়া উপকরণে আগে থেকে ফুড কালার দিয়ে রান্না করা ভাত গুলো দিয়েছি, কাঠবাদাম ও কাজুবাদাম, ঘি দিয়ে মিশিয়ে দিয়েছি।পরিমানে ঘি বেশি করে দিতে হবে।

PhotoCollage_1730869071046.jpg

অষ্টম ধাপ

মিশিয়ে নেয়ার পর জর্দা পোলাও গুলো দমে রেখে দিয়েছি।জর্দা পোলাও দমে রান্না করতে হয় তাহলে ঝরঝরে হয়।

PhotoCollage_1730869243065.jpg

নবম ধাপ

এখন পরিবেশের জন্য একটি ডিসে নামিয়ে নিয়েছি ও বেবি সুইস গুলো উপরে সাজিয়ে দিয়েছি।

PhotoCollage_1730869380624.jpg

পরিবেশনা

IMG_20241106_110457.jpg

IMG_20241106_110356.jpg

IMG_20241106_110635.jpg

IMG_20241106_110617.jpg

IMG_20241106_110457.jpg
এই ছিলো আমার আজকের মজাদার জর্জা পোলাও রেসিপি
আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20241106_092248.png

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81UDgtFffv1b74mxRQg3RNLVWhBzFhvtjp862rUukRQKdTuFtpbRSPvhizc3UkTU8SVT4D9uuRkzg8Jn55wfroBswEX7Se.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনার তৈরি জর্দা পোলাও দেখে খুব খেতে ইচ্ছে করছে। আমি জর্দা পোলাও খেতে খুব পছন্দ করি কিন্তু বাসায় কখনও তৈরি করা হয়নি। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার এই পদ্ধতি দেখে একদিন বাসায় তৈরি করার চেষ্টা করবো। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

জর্দা পোলাও দেখতে ভীষণ লোভনীয় লাগছে। জর্দা পোলাও রেসিপি তৈরি করার প্রত্যেকটি ধাপ চমৎকারভাবে আমাদের সাথে বর্ণনা করেছেন। রেসিপিটি শিখে নিলাম। ধন্যবাদ দিদি এত সুন্দর ভাবে জর্দা পোলাও তৈরি করে বিস্তারিতভাবে বর্ণনা করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

জর্দা পোলাও রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। আসলে এই ধরনের রেসিপি কখনো তৈরি করা হয়নি। তাই আপনার রেসিপির ধাপগুলো দেখে তৈরি করা শিখে নিলাম পরবর্তীতে চেষ্টা করবো ইনশাআল্লাহ

ধন্যবাদ ভাইয়া।

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দরভাবে ইউনিক পদ্ধতিতে জর্দা পোলাও রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। এর আগে কখনো এই ধরনের রেসিপি এর নাম শুনিনি এবং এই ধরনের রেসিপি তৈরি করতে দেখিনি। দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। তবে আপনার কাছ থেকে নতুন রেসিপির সন্ধান পেয়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

খেয়ে দেখবেন বানিয়ে ভালো লাগবে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন জন্য।

দারুন একটা রেসিপি তৈরি করে দেখিয়েছেন আপু। এ জাতীয় রেসিপিগুলো সত্যি তৈরি করার যেমন আনন্দদায় তেমন খেতেউ অনেক অনেক সুস্বাদু হয়ে থাকে। যাহোক বেশ দারুন ভাবে আপনি রেসিপি তৈরি করার কাজ সম্পন্ন করেছেন। প্রয়োজনে উপাদানগুলো দারুন ভাবে তালিকা বদ্ধ করেছেন। এরপর রান্নার কার্যক্রম দেখ। অনেক অনেক ভালো লাগলো দেখে।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

জর্দা পোলাও আমার খুবই প্রিয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে জর্দা পোলাও রেসিপি তৈরি করেছেন। আপনার হাতে তৈরি করা জর্দা পোলাও রেসিপি টি অসাধারণ হয়েছে। আপনি বেশ দারুন ভাবে জর্দা পোলাও রেসিপি টি সম্পন্ন করেছেন।আর আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

জেনে ভালো লাগলো জর্দা পোলাও আপনার পছন্দ।

জর্দা পোলাও রেসিপি আমি আমি খুবই পছন্দ করি। আজকে আপনার এই সুস্বাদু রেসিপি তৈরি করা দেখতে পেয়ে আমি শিখে নিলাম।

জর্দা পোলাও পছন্দ করেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

আগে প্রায় সময় জর্দা পোলাও করা হতো। কিন্তু অনেক বছর হয়ে গেল জর্দা পোলাও গুলো একদম করা হয় না। যখন বড় মেয়ের জন্মদিন আসত তখন প্রায় সময় জন্মদিনে জর্দা পোলাও করে বিরিয়ানির সাথে সবাইকে খেতে দিতাম। তবে এখন আর পারি না ইচ্ছে করে না। কিন্তু আপনার তৈরি করা জর্দা পোলাও দেখে আমার খেয়ে নিতে ইচ্ছে করছে।

জেনে ভালো লাগলো মেয়ের জন্মদিনে জর্দা পোলাও করতেন। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

আপনি অনেক সুন্দরভাবে জর্দা পোলাও তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন । আসলেই দেখে জিভে জল চলে আসলো। বিভিন্ন উপকরণ দিয়ে রেসিপিটি আপনি তৈরি করেছেন। রেসিপি তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ অপু রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

জর্দা পোলাও আমার খুব পছন্দের। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। কাজু বাদাম এবং কাট বাটাদ দেওয়াতে খেতে বেশ মজাদার এবং সুস্বাদু হবে। জর্দা পোলাও দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। ধন্যবাদ আপনাকে আপু।

জর্দা ভাত বাসায় কখনো ট্রাই করা হয়নি। বিয়ের অনুষ্ঠানগুলোতেই খাওয়া হয় এটা। আপনি ঘরোয়া উপকরণে খুব সুন্দর ভাবে জর্দা পোলাও রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। লোভনীয় লাগছে এটা দেখতে। সুস্বাদু এই রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু। একদিন ট্রাই করে দেখব এটা। ‌

জর্দা পোলাও খেতে আমি অনেক পছন্দ করি।শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানগুলোতে জর্দা পোলাও খাওয়া হতো। কিন্তু জানতাম না এটা কিভাবে তৈরি করতে হয়। আজকে আপনার পোষ্টের মাধ্যমে খুবই সুন্দর ভাবে শিখে নিলাম কিভাবে ঘরে বসে খুব সহজে জর্দা পোলাও তৈরি করতে হয়।খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে।এত সুন্দর একটি মজাদার রেসিপি আমাদের মাঝে এত সুন্দর শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

জর্দা আমার খুব একটা পছন্দ না। তবে আপনার রেসিপি টার পরিবেশর্ন সত্যি দারুণ হয়েছে আপু। জর্দা পোলাও টা চমৎকার তৈরি করেছেন আপনি। রেসিপির প্রতিটা ধাপ চমৎকার উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে।।

অসাধারণ আপু অসাধারণ আপনি অনেক সময় নিয়ে ধৈর্যের সাথে জর্দা পোলাও রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লেগেছে। খাবার খাওয়ার পর এই জর্দা পোলাওগুলো খেতে আমার কাছে খুবই ভালো।তাছাড়া আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে জর্দা ও পোলাওটি অনেক সুস্বাদু হয়েছিল।বিশেষ করে বেবি স্যুইট দেওয়ার জন্য আরো বেশি সুন্দর দেখাচ্ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম লোভনীয় জর্দা পোলাও রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

জর্দা পোলাও রেসিপি দারুন হয়েছে আপু। যদিও এই খাবারটি আমি খুব একটা খেতে পারি না। তবে আপনার তৈরি করার জর্দা পোলাও খুবই লোভনীয় লাগছে। মনে হচ্ছে খেতেও দারুন হয়েছিল।

ছোটবেলার সবসময় ঈদে আমাদের এই জর্দা তৈরি করা হতো। কেন যেন আমি এই জর্দা কোনদিন মুখে দিতাম না। আমার কেমন খেতে ইচ্ছা করতো না। কিন্তু আপনার জর্দা রেসিপি দেখে বেশ ভালো লাগলো। উপরে ছোট ছোট মিষ্টি দেওয়ার কারণে আরও বেশি লোভনীয় লাগছে দেখতে।

আপু আপনার লোভনীয় জর্দা পোলাও রেসিপি দেখে ভীষণ খেতে ইচ্ছে করছে।
কালারটা দারুন হয়েছে। এত সুন্দর মুখরচোখ একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপু সত্যি কথা বলতে এই খাবারটি আমার কখনো টেস্ট করা হয়নি তবে রংপুরে দেখি এটি অনেকেরই পছন্দের খাবার। আপনার রেসিপিটি শিখে রাখলাম অবশ্যই একদিন বাসায় বানিয়ে খাবো। ধন্যবাদ জর্দা পোলাও রেসিপি শেয়ার করার জন্য।