মজাদার আলু পরোটা রেসিপি🥰

in hive-129948 •  8 months ago 

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করবো আলু পরোটা৷ রেসিপি।আশা করছি আপনাদের ভালো লাগবে।

PhotoCollage_1716835281286.jpg

তো চলুন দেখা যাক রেসিপিটি কেমন

দেশে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারাদেশেই দুর্যোগ নেমে এসেছে। সৃষ্টিকর্তার সবাইকে রক্ষা করুক এই কামনা করি।গতকাল রাত থেকে আমাদের এখানে বিদ্যুৎ নেই। ফোনেও চার্জ নেই তেমন। বৃষ্টির দিনে ভাবছিলাম যে আলু পরোটা খেতে ভালো লাগবে। সেই জন্যই আলু পরোটা করেছি আজকে রাত্রে। দুঃখের বিষয় ফোনের চার্জ ছিলনা কারেন্টও ছিল না। সোলারের আলো দিয়ে পুরো ফটোগ্রাফি গুলো করেছি তাই খুব ক্লিয়ার আসেনি।খুব ভয়ে ছিলাম কারণ এই বুঝি ফোন বন্ধ হয়ে যাবে আর ফটোগ্রাফি করতে পারবো না। অবশেষে অনেক কষ্টে ফটোগ্রাফি গুলো করতে পেরেছি। তবে আলুর যে পুর গুলো বানিয়েছিলাম সেগুলো দিনের বেলা করেছিলাম। অনেক মজা হয়েছিল রেসিপিটি। আজ রাত্রে আমরা আলু পরোটায় খেয়েছি শুধু।খেতে রেস্টুরেন্টের মতই হয়েছে আলু পরোটা গুলো। ফোন একদমই বন্ধ হয়ে গিয়েছিল রেসিপিটি করার পর।ইউপিএসে চার্জ দিয়ে নিলাম এবং ভাবলাম যে কমেন্ট করি সারাদিন তো করা হয়নি কিন্তু নেটওয়ার্কের এতই বাজে অবস্থা যে কমেন্ট করা যাচ্ছে না। তাই ভাবলাম তাহলে রেসিপিটি তৈরি করে রেখে দেই কালকে পোস্ট করা যাবে,কিন্তুু পোস্ট আজকেই করতে হবে কারণ ফোন বন্ধ হয়ে যেতে পারে কালকে আবার।এদিকে ইউপিএসের চার্জ শেষ।
পোস্ট টি তৈরি হলে ভেবে যা ভালো হয় তাই করতে হবে।

তো চলুন দেখা যাক রেসিপিটি কেমন

IMG_20240526_190858.png

১.আলু
২.আটা
৩.পেঁয়াজ কুচি
৪.কাঁচা মরিচ কুচি
৫.জিরা গুড়া
৬.ধনিয়ার গুড়া
৭.আদা বাটা
৮.রসুন বাটা
৯.মরিচের গুড়া
১০.লবন
১১.হলুদ
১২.তেল

PhotoCollage_1716831177422.jpg

প্রথম ধাপ

প্রথমে আমি প্রেসার কুকারের সাহায্যে আলু সিদ্ধ করে নিয়েছি ও ছিলে নিয়েছি।

PhotoCollage_1716829969208.jpg

দ্বিতীয় ধাপ

সিদ্ধ করা আলু গুলো ম্যাস করে নিয়েছি খুব ভালো ভাবে।

PhotoCollage_1716830091099.jpg

তৃতীয় ধাপ

চুলায় একটি করাই বসিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে এখন পেঁয়াজ গুলো বাদামী কালার করে ভেজে নিয়েছি। ভাজা পেঁয়াজে মরিচ কুচি গুলো দিয়ে আবার ভালো করে ভেজে নিয়েছি।

PhotoCollage_1716830636757.jpg

চতুর্থ ধাপ

সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নেয়ার পর তাতে ম্যাস করে রাখা আলু গুলো দিয়েছি। আলুর ও সব উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে করে তৈরি করে আলুর পুর তৈরি করে নিয়েছি। আলু পরোটার এই পুরটি কিন্তুু আসল।তাই খুব সুন্দর ও সুস্বাদু করে আলুর পুরটি বানাতে হবে।আপনারা চাইলে ধনিয়া পাতা ব্যাবহার করতে পারেন। আমি ধনিয়া পাতা ব্যাবহার করিনি কারণ পরিবারের দু একজন সদস্য ধনিয়া পাতার গন্ধ সহ্য করতে পারেন না।

PhotoCollage_1716831449491.jpg

পঞ্চম ধাপ

এমন একটি পাত্রে এক কেজি পরিমাণের ময়দা নিয়েছি। ময়দা গুলোতে তেল দিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নিয়েছে।

PhotoCollage_1716831781643.jpg

ষষ্ঠ ধাপ

এখন তেল দিয়ে মিশিয়ে নেয়া ময়দা গুলোতে জল দিয়ে মেখে খুব মশ্রিণ করে মেখে নিয়ে একটি আটার ডো তৈরি করে নিয়েছি। খুব ভালো করে মেখে নিতে হবে এই আটটার ডো তৈরি করার জন্য। ১০ মিনিটের জন্য রেখে দিয়েছি আটার ডো গুলো।

PhotoCollage_1716831966020.jpg

সপ্তম ধাপ

দশ মিনিট পর আটার ডো গুলোর লেচি কেটে নিয়েছি ও হাতের সাহায্যে গোল করে নিয়েছি পরোটা বানানোর জন্য।

PhotoCollage_1716832111806.jpg

অষ্টম ধাপ

এখন আটার লেচিকে হাতের সাহায্যে পাতলা করে নিয়েছি এবং আগে থেকে করে রাখা আলুর পুর গুলো ভীতরে দিয়ে চারপাশ থেকে মুখ বন্ধ করে দিয়েছি।

PhotoCollage_1716832551977.jpg

নবম ধাপ

এখন আলুর পুর দেয়া ডো গুলো একটি বেলনি চাকতির মধ্যে নিয়েছি এবং প্রথমে হাত দিয়ে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিয়েছি এবং তারপর বেলে নিয়েছি।হাত দিয়ে চ্যাপ্টা করে নিয়ে বেলে নিলে আর ভীতর থেকে আলুর পুর গুলো বের হয়ে আসবে না।

PhotoCollage_1716832800476.jpg

দশম ধাপ

এখন চুলায় কড়াই বিসিয়ে তাতে পরিমান মতো তেল দিয়ে তেল গরম করে নিয়ে তাতে বেলে রাখা পরোটা গুলো একে একে ভেজে নিয়েছি।

PhotoCollage_1716833100922.jpg

একাদশ ধাপ

মজাদার আলু পরোটা গুলো সুন্দর করে ভেজে তুলে নিয়েছি একদমই মচমচে হয়েছে আলু পরোটা গুলো খেতেও ভীষণ সুস্বাদু হ'য়েছে।

PhotoCollage_1716833332308.jpg

পরিবেশন

IMG_20240528_001132.jpg

IMG_20240528_001102.jpg

IMG_20240528_001155.jpg
এই ছিল আমার আজকের রেসিপি আলু পরোটা পুড়ে ভরা মজাদার একটি রেসিপি।খেতে ভীষণ চমৎকার এই রেসিপিটি। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মত এখানেই শেষ করছি। আবারো দেখা হবে অন্য কোন পোষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।

টাটা

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অও,দারুণ হয়েছে আলু পরোটাগুলি।দিদি,আমি তো সব রেসিপি সোলারের আলোতেই তুলে থাকি আর ঝড়ের সময় চার্জ না থাকার এই সমস্যাগুলো হয়েই থাকে।দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল খেতে,ধাপগুলো সুন্দর ছিল।ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ দিদি খুব কষ্ট হয়েছিল আমার এই আলু পরোটার প্রতিটি ধাপে ধাপে ছবিগুলো উঠাতে। একে তো ফোনে চার্জ ছিল না পারসেন্ট চার্জ নিয়ে রেসিপির ফটোগ্রাফি করেছি ফটোগ্রাফি করার সময়। আবার বিদ্যুৎ ছিল না। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

বাহ অসাধারণ আপু, মজাদার আলু পরোটা রেসিপি দেখে খুব ভালো লাগলো‌ । এই ধরনের পরোটা খেতে বেশ মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। পড়ন্ত বিকেলে বা, গোধূলি সন্ধ্যায় মজাদার আলু পরোটা খেতে খুব ভালো লাগবে। আলু পরোটা রেসিপি তৈরি প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

দেখে তো জিভে জল চলে এসেছে আপু। আপনি খুবই চমৎকারভাবে এই রেসিপিটা তৈরি করেছেন। আসলে প্রতিনিয়ত এ ধরনের রেসিপি দেখলে জিভে জল চলে আসে। বৃষ্টির মাঝে আলুর পরোটা খেতে অনেক বেশি ভালো লাগতো। ধাপে ধাপে আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। বেশ ভালো লেগেছে আমার কাছে। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।

জিভে জল আসার মত একটি রেসিপি ভাইয়া বৃষ্টির দিনে আলু পরোটা খেতে সত্যি ভীষণ ভালো লাগে আর এজন্যই করেছিলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

সকালের নাস্তায় আলু পরোটা জুড়ি নেই। গরম গরম আলুর দম এবং পরোটা খেতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে খুবই মজাদার আলু পরোটা রেসিপি তৈরি করেছেন। এবং রেসিপি তৈরির প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন ভাইয়া সকালে আলু পরোটার ভীষণ ভালো লাগে। বিকেলের নাস্তা হিসাবে ও বেশ ভালো লাগে যেহেতু অনেক বৃষ্টি তাই আমি বিকালের নাস্তাটা রাত্রেই চালিয়ে নিয়েছিলাম।

আলু পরোটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। সকাল অথবা বিকেলের নাস্তায় আলু পরোটার জুড়ি মেলা ভার। আলু পরাটায় বিভিন্ন ধরনের পুষ্টিগুণে ভরপুর থাকে। রেসিপির ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ঠিক বলেছেন ভাইয়া বিকেলের নাস্তায় আলু পরোটার জুড়ি মেলা ভার।

আলুর পোরাটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাছাড়া আপনার তৈরি আলু পরোটা দেখে লোভ লেগে গেলো। এই পরোটা খেতে দারুন সুস্বাদু হয়ে থাকে। দেখে মনে হচ্ছে খেতে বেশ মজাদার হয়েছিলো। নিশ্চয় সবাই অনেক মজা করে খেয়েছিলেন। ধন্যবাদ এতো মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার ভালো লাগে জেনে খুশি হলাম। হ্যাঁ ঠিক ধরেছেন ভাই আমরা সবাই খুব মজা করি এই আলু পরোটা খেয়েছিলাম।

আসলেই আপু এই ঘূর্ণিঝড় আমাদের দেশের উপর অনেক ভয়াবহ প্রভাব রেখে গিয়েছে। আপনি যে আলু পরোটা তৈরি করেছেন তা আমার কাছে খুবই ভালো লেগেছে। বিকেলের নাস্তা তে এই ধরনের রেসিপি সাথে আসলেই অনেক বেশি ভালো লাগে।

ঠিক বলেছেন ভাইয়া ঘূর্ণিঝড় আমাদের দেশের উপর অনেক ভয়াবহ প্রভাব রেখে গিয়েছে। রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

আপু ঝড় বৃষ্টির জন্য প্রায় জায়গায় কারেন্ট ছিল না। যাইহোক আপনি বৃষ্টির দিনে রাতের বেলায় এমন আলু পরোটা হলে আর কিছুই লাগে। গরম গরম এই আলু পরোটা খেতে অনেক মজার। আপনার রেসিপি দেখে লোভ লেখে গেল। নিশ্চয় আপনারা অনেক মজা করে খেয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

একদমই ঠিক বলেছেন আপু বৃষ্টির দিনে গরম গরম আলু পরোটা খেতে খুব মজা। সুন্দর মন্তব্যের জন্য।

আপনি খুব লোভনীয় আলু,পরোটা রেসিপি শেয়ার করেছেন আপু।রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুব ভালো ছিল।রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে উপস্থাপন করেছেন। এটা দেখে যে কেউ সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

ঝড়ের পর থেকে সব জায়গাতে একই অবস্থা। বিদ্যুৎ সংযোগ নেই আর ইন্টারনেট নেই। আপনার ফোনের চার্জ ছিল না এরপরেও আপনি এত মজার একটি রেসিপি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লেগেছে। পরোটা গুলো খুবই লোভনীয় লাগছে আপু।

ঠিক বলেছেন ভাইয়া ঝড়ের পরে সব জায়গায় একই অবস্থা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

আলুর পরোটা খাওয়ার শখ আমার অনেক দিন থেকেই। কিন্তু কিভাবে তা বানাতে হয় আমার জানা ছিল না তাই আর খাওয়াও হয়ে ওঠেনি। আজকে তোমার পোস্টটি পড়ে আমি সম্পূর্ণ বুঝতে পারলাম কিভাবে আলুর পরোটা বানাতে হবে। দেখে মনে হচ্ছে আলুর পরোটা টা অনেক লোভনীয় হয়েছিল। ধন্যবাদ তোমাকে আমাদের মাঝে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

আলু পরোটা কিনে খেয়েছি আর তখন থেকে ইচ্ছে বানিয়ে খাবো আর সেজন্যই বানানো।সত্যি অনেক সুস্বাদু রেসিপিটি।

বেশ সুন্দর বানিয়েছেন তো, দারুণ লাগছে দেখতে। আলু পরোটা দারুণ পছন্দ আমার। ধন্যবাদ

আলু পরোটা আপনার পছন্দের জেনে ভালো লাগলো।

সকাল কিংবা বিকালের নাস্তা আলু পরোটা অনেক ভালো লাগে আর শেষ করে বৃষ্টির দিনে ঠান্ডার ভিতোর আরো অনেক বেশি ভালো লাগে আমার কাছে আলু পরোটা। আমি মাঝে মাঝেই আলু পরোটা তৈরি করে থাকি আমার বাসায়।আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

আপনি মাঝে মাঝে আলু পরোটা বানিয়ে থাকেন বাসায় জেনে খুব ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

সু স্বাগতম আপু।

একই অবস্থা আমাদের এখানেও আপু একটু ঝড় বৃষ্টি হলেই গ্রামে কারেন্ট চলে যায়। এই বিষয়টা আমার বেশ খারাপ লাগে। যাইহোক আলু পরোটা রেসিপিটা দেখে কিন্তু আমার খেতে ইচ্ছে করছে।বেশ মজার মনে হচ্ছে। এমন গরম গরম আলু পরোটা পেলে আর কিছু দরকার নেই। অসংখ্য ধন্যবাদ আপু আলু পরোটার মজাদার রেসিপি শেয়ার করার জন্য।