আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৫৯ শেয়ার করো "ক্লে"দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য।

in hive-129948 •  3 months ago 

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

IMG_20240709_192717.jpg

IMG_20240709_192918.jpg

IMG_20240709_193021.jpg

আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো "আমার বাংলা ব্লগের"আয়োজিত প্রতিযোগিতা -৫৯শেয়ার করো "ক্লে"দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য। বাংলা ব্লগ পরিবারের প্রতিটি সদস্য শ্রদ্ধেয় ফাউন্ডার, মডারেটর এডমিনদের কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি। বর্ষাকাল মানেই একটি রোমান্টিক ওয়েদার। বর্ষাকাল আমরা খুব ভালোভাবে ইনজয় করে থাকি। ক্লে দিয়ে সবাই খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়ে থাকি আমরা। কখনো ক্লে দিয়ে বানানো জিনিস পত্র শো- পিস হিসেবে রেখে দিয়ে থাকি।ক্লে দিয়ে কিছু বানাতে খুব ভালো লাগে। আর সেই জন্য এই প্রতিযোগিতা দেখে আনন্দিত হয়েছি এবং ক্লে আনতে শহরে গিয়ে ক্লে নিয়ে এসেছি এবং আজকে তা অনেক ধৈর্য সহকারে অনেক সময় নিয়ে আগে পেন্সিল দিয়ে আর্ট করে নিয়ে তারপর ক্লে দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
তো চলুন দেখা যাক কিভাবে বানিয়ে ফেল্লাম" ক্লে"দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্যে।আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20240707_225940.png

১.ক্লে
২.আর্ট পেপার
৩.পেন্সিল
৪.স্কেল
৫.রাবার
৬.সাইনপেন
৭.ক্লে টুলস

IMG_20240709_171848.jpg

প্রথম ধাপ

প্রথমে আর্ট পেপার কেটে নিয়েছি ও ঘর বানানোর জন্য দাগ কেটে নিয়েছি পেন্সিলের সাহায্যে।

PhotoCollage_1720524710234.jpg

দ্বিতীয় ধাপ

একে একে পাশাপাশি দুটো ঘর বানিয়ে নিয়েছি ও ঘরের সাথে কলা গাছের পাতা আর্ট করে নিয়েছি।

PhotoCollage_1720524870787.jpg

তৃতীয় ধাপ

এখন সূর্য ও দূর গ্রামের দৃশ্য এঁকেছি এবং অপর পাশেও একটি কুঁড়ে ঘর ও গাছ আর্ট করে নিয়েছি ।রংধনু আর্ট করেছি । জলাশয় আর্ট করেছি।

PhotoCollage_1720525414203.jpg

চতুর্থ ধাপ

এখন কলা গাছ ও অন্য গাছটির পাতা সবুজ কালারের "ক্লে"বসিয়ে নিয়েছি। দুটো গাছ সবুজ কালার করার পর সুন্দর হয়েছে।

PhotoCollage_1720526252943.jpg

IMG20240709120141.jpg

পঞ্চম ধাপ

এখন ঘরের চাল বানিয়ে নিয়েছি "ক্লে"দিয়ে। গাছের গোড়ালি ডাল জল রং দিয়ে কালার করে নিয়েছি।জলাশয়ের দুই ধার "ক্লে" দিয়ে বেঁধে নিয়েছি।সূর্যের পেইন্টিং করেছি জল রং দিয়ে।

PhotoCollage_1720526721529.jpg

ষষ্ঠ ধাপ

ঘরের দেয়াল জানালা,দরজা বানিয়েছি "ক্লে"দিয়ে। সাত কালার রংধনু বানিয়েছি "ক্লে"দিয়ে।দূর থেকে গ্রাম গুলো কিন্তুু শুধুই এক কালার লাগে দেখতে তাই দূরের গ্রাম পেইন্টিং করেছি রং দিয়ে সূর্যের নিচে ও জলাশয়ের উপরে।

PhotoCollage_1720527134765.jpg

সপ্তম ধাপ

প্রথমে জলাশয়ের জল রং পেন্সিল দিয়ে কালার করে নিয়ে তার উপরে নীল কালারের "ক্লে"দিয়ে জল বানিয়েছি।

PhotoCollage_1720527482344.jpg

অষ্টম ধাপ

এখন সবুজ ঘাস বানিয়ে নিয়েছি ও সাদা ঘাস ফুল বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1720527799683.jpg

নবম ধাপ

"ক্লে"দিয়ে মাটি বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1720527985605.jpg

দশম ধাপ

এখন অপর পাশে জলাশয়ের উপরের পুরা অংশটি সবুজ ঘাস বানিয়েছি।জলাশয়ে একটি হলুদ কালারের হাঁস বানিয়ে বসিয়ে দিয়েছি।

PhotoCollage_1720528185658.jpg

একাদশ ধাপ

এখন সূর্যের উপরের সাদা অংশটি কালার করে নিয়েছি যেমনি আকাশ একটু ঘিয়া কালার হয় মাঝে মাঝে ঠিক তেমন কালার সাদা কিন্তুু ধবধবে সাদা নয়।

PhotoCollage_1720528325955.jpg

দ্বাদশ ধাপ

এখন একটি ব্যাঙের ছাতা বানিয়ে নিয়েছি
"ক্লে"দিয়ে।

PhotoCollage_1720528602298.jpg

এয়োদশ ধাপ

এখন সবুজ কালারের "ক্লে"দিয়ে ব্যাঙ বানিয়েছি ও ব্যাঙের ছাতার পাশে বসিয়ে দিয়েছি।ঘাস বানিয়েছি।

PhotoCollage_1720530840852.jpg

চতুর্দশ ধাপ

এখন আকাশে মেঘ বানিয়ে নিয়েছি যেমন করে আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় তেমন করে মেঘ বানিয়েছি।

PhotoCollage_1720530278614.jpg

পঞ্চদশ ধাপ

একটি বাচ্চা ছেলে বানিয়েছি ক্লে দিয়ে এবং একটি ছাতা বানিয়ে মাথায় দিয়ে দিয়েছি।বৃষ্টিতে ছাতা দিয়ে হেঁটে যাচ্ছে ঘরে এমন দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

PhotoCollage_1720530548347.jpg

ষোড়শ ধাপ

এখন জলে পদ্নফুল ও পদ্মপাতা বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1720531116186.jpg

সপ্তদশ ধাপ

এখন সাদা ক্লে দিয়ে বৃষ্টি বানিয়ে নিয়েছি এবং পুরা প্রাকৃতিক দৃশ্যের মাঝেই বৃষ্টি দিয়েছি। বৃষ্টি হচ্ছে।

PhotoCollage_1720531343689.jpg

অষ্টদশ ধাপ

পুরাপুরি ভাবে ক্লে দিয়ে আমার বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য বানানো হয়ে গেছে।

IMG_20240709_192717.jpg

ফাইনাল লুক

IMG_20240709_192831.jpg

IMG_20240709_192848.jpg

IMG_20240709_192918.jpg

IMG_20240709_192717.jpg

IMG_20240709_193420.jpg
এই ছিলো আমার আমার বাংলা ব্লগের আয়োজিত "ক্লে"দিয়ে শাকালীন প্রাকৃতিক দৃশ্য। আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন নতুন পোস্টের মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীডাই
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240709_202211.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার হাতের কাজ যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি আপু। আপনার হাতের তৈরি ক্লে দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু আপনি যেন প্রতিযোগিতায় ফলাফল করতে পারেন।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া চমৎকার সুন্দর মন্তব্য করার জন্য।

বর্ষাকালের অপরূপ সৌন্দর্য আপনি এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। আপনার এই পোস্ট অসাধারণ হয়েছে। আশা করছি প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করবেন। শুভকামনা রইলো আপু।

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

"ক্লে"দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার হাতের কাজের দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করার জন্য অনেক সুন্দর একটা জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া চমৎকার মন্তব্য করে উৎসাহিত করার জন্য

আপনার শেয়ার করা ক্লে দিয়ে বর্ষাকালের প্রাকৃতিক দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম আপু।এক কথায় অসাধারণ হয়েছে দেখতে।প্রতিযোগিতার জন্য অনেক সুন্দর একটি বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছেন ক্লে দিয়ে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জবাব।

কী ভীষণ সুন্দর হয়েছে আর্টটা। বৃষ্টির ফোঁটাগুলো অসাধারণ লাগছে। কলাগাছটাও খুব স্বচ্ছ নিখুঁত হয়েছে৷ সিনারিটা খুব ভালো চয়েস করেছেন। অনেক শুভকামনা জানাই আপনাকে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পোস্টেট প্রসংশা করার জন্য।

ক্লে"দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর হয়েছে। আসলে বর্ষাকালের প্রকৃতির দৃশ্যগুলো আপনি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বর্ষার দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে। আর প্রকৃতি যেন বর্ষাকালে নতুনভাবে সেজে ওঠে। এই দৃশ্যটি দেখতে পেয়ে ভালো লাগলো আপনার ডাই পোস্টটি অসাধারণ হয়েছে।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে এই দৃশ্য ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে রংধনুর দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লাগলো।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

খুবই সুন্দর হয়েছে দিদি। আমার খুব ভালো লেগেছে। আশাকরি, ভালো ফলাফল করবা।

ধন্যবাদ ভাইয়া।

প্রথমেই আপনাকে শুভ কামনা জানায় আপু।

ক্লে ব্যবহার করে আপনি দারুন প্রাকৃতিক দৃশ্য বানিয়েছেন। আসলে ক্লে দিয়ে এই ধরনের চিত্র বানালে একদম বাস্তব মনে হয়।অনেক সুন্দর লাগছে দেখতে।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করা পাশে থাকার জন্য।

প্লে দিয়ে বানানো বর্ষার দৃশ্য অসাধারণ হয়েছে। পুরো আবহটাকেই তুলে এনেছেন এক জায়গায়৷ বৃষ্টি ফোঁটা গুলো ভীষণ মিষ্টি হয়েছে। ছবিটা এক সুন্দর নান্দনিক সৌন্দর্য সৃষ্টি করেছে। অনেক শুভকামনা।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন জানাই দিদি।আসলে বর্ষাকালীন সুন্দর দৃশ্য আপনি ফুটিয়ে তুলেছেন।বিশেষ করে নদী,বাঙাচি ও টেডিবিয়ারের মতো ছাতা মাথায় লোকটি দেখে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করার জন্য।

আপু আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুব ভালো লাগলো। আজকে আপনি ক্লে দিয়ে খুব সুন্দর করে গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছেন। তবে ক্লে দিয়ে বর্তমান সময়ে অনেকে খুব সুন্দর সুন্দর পোস্ট করে। তবে আপনার ক্লে দিয়ে প্রাকৃতিক দৃশ্য তৈরি অসাধারণ হয়েছেন। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে দিয়ে গ্রামীন প্রাকৃতিক দৃশ্য তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ঠিক বলেছেন ভাইয়া ক্লে দিয়ে চমৎকার সব জিনিসপত্র তৈরি করে অনেকেই। সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৫৯ অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি পেন্সিল দিয়ে আর্ট করে, তারপর ক্লে দিয়ে খুব সুন্দর একটি বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছেন। দেখে চোখ জুড়িয়ে গেল। বৃষ্টির ফোঁটাগুলো অসাধারণ লাগছে আমার কাছে। তাছাড়া আপনারা সৃজনশীলতার দক্ষতা দেখে আমি মুগ্ধ হলাম আপু। আপনার জন্য শুভকামনা রইল আপু।

ধন্যবাদ ভাউয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। ক্লে খুবই চমৎকার একটি দৃশ্য তৈরি করেছেন আপু।আপনার তৈরি করা দৃশ্য টি দেখতে খুবই সুন্দর হয়েছে।খুবই নিখুঁত ভাবে উপস্থাপন করেছে যা দেখে বেশ মুগ্ধ হলাম।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

বাহ দারুণ চমৎকার লাগছে আপনার তৈরি বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য টা। মনে হচ্ছে এটাই যেন বাংলার আসল সৌন্দর্য। ক্লে দিয়ে দারুণ তৈরি করেছেন আপু। খুবই চমৎকার লাগছে। পাশাপাশি প্রতিটা ধাপ দারুণ উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

আপনি ক্লে দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্যের ছবি তৈরি করেছেন। দেখতে খুবই চমৎকার লাগছে। আপনি অনেক সুন্দর করে দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন আমাদের মাঝে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল আপু।